ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন
ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন
আপনি যদি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে, আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমি ইতিমধ্যে আসল ভিটমেট ডাউনলোড করার জন্য দুটি লিংক দিয়েছে। আপনি হয়তো বা লিংকে ক্লিক করেছেন এমনও হতে পারে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ভিটমেট টি ডাউনলোড হচ্ছে না। কি কি কারনে vidmate ডাউনলোড হচ্ছে না সেগুলো নিয়ে আলোচনা করব।
ইন্টারনেট কানেকশন চেক করা :
ইন্টারনেট কানেকশন চেক করা :
এমনও হতে পারে আপনি যখন ভিটমেট অ্যাপস ডাউনলোড করতে চাচ্ছেন তখন হয়তোবা আপনার মোবাইল ফোনের মেগাবাইট শেষ হয়ে গিয়েছে অথবা ইন্টারনেট কানেকশনটি অফ হয়ে গিয়েছে। তো আরেকবার আপনার ইন্টারনেট কানেকশন টি চেক করে নিবেন, তাতো যদি ভিটমেট ডাউনলোড না হয়ে থাকে দ্বিতীয় ব্যাপারটি খেয়াল রাখতে পারেন। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে।
ফোনের স্টোরেজ স্পেস চেক করা
ফোনের স্টোরেজ স্পেস চেক করা :
আমাদের ফোনে অনেক সময় স্টোরেজ খালি থাকে না। যদি দেখেন আপনার vidmate অ্যাপসটি ডাউনলোড হচ্ছে না তাহলে অবশ্যই আপনার ফোনের স্টোরিসটি চেক করে নিবেন। যদি স্টোরেজ খালি না থাকে তাহলে আপনার স্টোরেজ খালি করে vidmate অ্যাপস টি ডাউনলোড করে নিবেন।
আসল ভিটমেট ডাউনলোড করা
৩. আসল ভিটমেট ডাউনলোড করা : যদি দেখেন আপনার ইন্টারনেট কানেকশন ঠিক আছে, সেই সাথে ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা আছে তারপরও যদি আপনি vidmate ডাউনলোড করতে না পারেন তাহলে বুঝতে হবে vidmate অ্যাপস টি অরজিনাল বা ভিটমেট অ্যাপস আসল নয়। চিন্তার কোন কারণ নেই কারণ আসল ভিটমেট ডাউনলোড করার লিংকটি আমি উপরে দিয়ে দিয়েছি, লিংকে ক্লিক করে vidmate টি ডাউনলোড করে নিবেন।
মোবাইলের সেটিং ঠিক করা
৪.মোবাইলের সেটিং ঠিক করা : আপনি যখন ভিটমেট অ্যাপস ডাউনলোড করবেন। তখন ভিটমেট অ্যাপস ইনস্টল করার জন্য কিছু পারমিশন চাইবে, সে পারমিশন গুলো ওকে করে vidmate অ্যাপস ইনস্টল করে নিবেন । আর যদিও কোথাও ভিটমেট অ্যাপস ইনস্টল করতে সমস্যা হয় তাহলে অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন।
FAQ:
ভিটমেট অ্যাপস ইনস্টল করার জন্য যথাযথ সাপোর্ট দিতে চেষ্টা করব। আপনি যখন ভিটমেট অ্যাপস ইনস্টল করার জন্য সকল পারমিশন দিয়ে দিবেন, তারপর যদি ভিটমেট অ্যাপস ইনস্টল না হয় ফোনের স্টোরিস টি চেক করে নিবেন। যদি দেখেন ফোনের স্টোরেজ ফাঁকা নেই তাহলে ফোনের স্টোরেজটি ফাঁকা করে ইন্সটল করে নিবেন।