স্কিটো সিম কি? কিভাবে ব্যাবহার করবেন।
স্কিটো সিম কি? কিভাবে ব্যাবহার করবেন।
স্কিটো (Skitto) হল একটি সিম। যা গ্রামিনফোন কম্পানির গ্রামিন সিমের মত অন্য একটি স্পেশাল গ্রামিন সিম। যেহেতু স্পেশাল সেহেতু স্কিটো (Skitto) সিমের আলাদা একটি দিক রয়েছে।
স্কিটো (Skitto) সিম এর স্পেশাল দিকটি হল, এই সিমটি দিয়ে অনান্য কোম্পানির সিমের তুলনায় কম খরচে বেশি ইন্টারনেট ব্যাবহারের জন্য মেগাবাইট কিনতে পারবেন।
মানে, কম টাকায় ইন্টারনেট বান্ডেল কিনতে পারবেন। স্কিটো (Skitto) সিম ব্যাবহার করলে যদি কোন গ্রাহক সমস্যা পরে তার দিক চিন্তা করে স্কিটো (Skitto) সিম এর ম্যানেজম্যান্ট গ্রামিনফোনের আলাদা স্কিটো (Skitto) সিমের জন্য হেল্পলাইন তৈরী করেছে।
স্কিটো (Skitto) সিমের নাম্বার প্রথম তিনটি ডিজিট 017 অথবা 013 দিয়ে শুরু হয়ে থাকে। এই সিমে আপনি অনান্য সিম কম্পানিগুলো দিয়ে যা যা যেমনঃ sms, call, minit, internet use সেগুলো ও স্কিটো (Skitto) সিমটি দিয়ে ব্যাবহার করতে পারবেন। স্কিটো (Skitto) সিমটি সাধারনত প্রধান্য পেয়েছে কম মূল্যে বেশি ইন্টারনেট ব্যাবহার করার জন্য।
আপনি যদি গ্রামে থাকেন বা আপনার ইন্টারনেট ব্যাবহার করার জন্য প্রচুর মেগাবাইট খরচ করতে হয়, তাই আপনি কম মূল্যে বেশি মেগাবাইট চান তাহলে স্কিটো (Skitto) সিমটি ব্যাবহার করা আপনার জন্য বেষ্ট।
স্কিটো (Skitto) কেন ব্যাবহার করবেন
বর্তমানে বাংলাদেশে গ্রামিন সিম সহ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, সিম রয়েছে। আপনি হয়তবা এগুলের মধ্যে যে কোন একটি বা একের অধিক সিম ব্যাবহার করছেন।
কথা হল আপনি এই প্রথম শুনলেন স্কিটো (Skitto) সিম এর কথা। আপনি হয়তবা ভাবছিলেন স্কিটো (Skitto) আমি কেন কিনব। এই সিমটি ব্যাবহার করলে আমি কি কি সুবিধা পাব, তবে স্কিটো (Skitto) কি? এই ব্যাপারটি আমি পূর্বেই আলোচনা করেছি, এখন আলোচনা করব স্কিটো (Skitto) সিম কেন ব্যাবহার করবেন।
স্কিটো (Skitto) সিম টি ইন্টারনেটের উপর বৃত্তি করে তৈরী করা হয়েছে। যার করনে শুধু ইন্টারনেট ইউজারদেরকে বেশি প্রাধান্য দেওয়ার করনে, অনান্য সিম কম্পানির তুলনায় কম টাকায় বড় ধরনের স্কিটো (Skitto) সিমে ইন্টারনেট প্যাকেজ পেয়ে যাবেন। তাই ইন্টারনেট ইউজারদের জন্য এই সিমটি ব্যাবহার করা উওম।
আপনি যদি কম টাকায় মেগাবাইট প্যাকেজগুলো কিনতে চান, তাহলে প্রথমে স্কিটো (Skitto) সিম কিনতে হবে, আপনি হয়তবা ভাবছেন স্কিটো (Skitto) সিমটি কিনব কিন্তু কোথায় থেকে কিনব।
কোথায় থেকে স্কিটো সিম(Skitto sim) পাবেন?
স্কিটো সিম(Skitto sim) এর সম্পর্কে যারা জানে এর ব্যাবহারের সুবিধার জন্য স্কিটো সিম(Skitto sim) ক্রয় করতে চায়। এই সিমটি সাধারনত গ্রামিনফোন সেন্টার থেকে স্কিটো সিমটি(Skitto sim) পেয়ে জাবেন।
অথবা স্কিটো সিম(Skitto sim) এর কেমপ্যাইন করে এই সব জায়গায় থেকে ও কিনতে পারেন। সবচেয়ে দুঃখ জনক ব্যাপার হল গ্রামিনফোন সেন্টার থেকেও সবসময় এই সিমটি এবেলএবল পাবেন না। তবে চেষ্টা করে দেখতে পারেন।
স্কিটো সিমের দাম কত?
স্কিটো সিম (Skitto sim) এর দাম পূর্বে ছিল ১১০-১৫০ টাকা। বর্তমানে ০১-০৯-২০২০ সালে স্কিটো সিম (Skitto sim) এর দাম ২২০ টাকা। যদি অান অফিসিয়াল ভাবে স্কিটো সিম (Skitto sim) কিনেন, তাহলে কিছুটা কম বেশি হতে পারে।
স্কিটো (Skitto) সিমে কিভাবে রিচার্জ করবেন?
ধরে নিলাম আপনি স্কিটো সিম (Skitto sim) ক্রয় করছেন। এই সিমটি সক্রিয় বা সিমটি চালানোর জন্য সিমটিতে রিচার্জ করতে হবে। তবে এই সিমে রিচার্জ করাটা একটু ভিন্ন। তবে bkash , Rocket, VISA CARD ,Gpay ছাড়ও skitto sim recharge করার আরও অনেক উপায় রয়েছে, তবে স্কিটো (Skitto) সিমে কিভাবে ফ্লেক্সিলোড ও বিকাশে রিচার্জ করা হয় তা আলোচনা করব।
স্কিটো Skitto সিমে ফ্লেক্সিলোড করার উপায়
নরমাল সিমের চেয়ে Skitto সিমে একটু আলাদাভাবে রিচার্জ করা হয়। যে কোন ফ্লক্সিলোড সিম থেকে আমাদের সিমে রিচার্জ করতে হলে একটি কোড ডায়েল করে রিচার্জ করতে হয়। স্কিটো Skitto সিমে ফ্লেক্সিলোড করার জন্য *666*skitto number*Amount*Flexiload pin#এই প্রসেসটি অবলম্বন করতে হয়।
স্কিটো Skitto সিমে বিকাশ দিয়ে রিচার্জ করার উপায়
- প্রথমে আপনার বিকাশ একাউন্টে *247# ডায়েল করুন।
- এখানে ২ নাম্বার mobil rechaerge অপশনরি সিলেক্ট করুন।
- তারপর graminphone সিলেক্ট করুন।
- আরও একটি মেনু ওপেন হবে শুধু 3.skitto অপশনটি সিলেক্ট করুন।
- than আপনার skitto sim number ও bkash pin number দিয়ে রিচার্জ করার প্রসেস শেষ করুন।
কিভাবে স্কিটো সিমের ব্যালেন্স চ্যাক করবেন
স্কিটো Skitto সিমে ব্যালেন্স দুটি উপায়ে চ্যাক করতে পারেন।
- skitto aps এর মাধ্যমে।
- মোবাইলে ডায়েল করার মাধ্যমে।
যারা সাধারনত স্কিটো সিমটি ব্যাবহার করে, তারাই সাধারনত স্কিটো এপস ব্যাবহার করে থাকে। এই স্কিটো সিমের ব্যালেন্স ও অফারগুলো স্কিটো এপসে পেয়ে যাবেন।
মোবাইলে ডায়েল করার মাধ্যমে ব্যালেন্স চেক করা
স্কিটো সিমের মেগাবাইট চ্যাক করার জন্য নিচের নিয়মটি ফলো করেন।
- *121#
- 1.Balance check.
- 3.Data
Click করলে মেগাবাইট (mb) দেখতে পারবেন।
USSD Code ডায়াল করে balance check
- Mobil taka balance check : *121*1*1#
- Minit balance check: *121*1*2#
- Internet balance check: *121*1*3#
- SMS Balance Check :*121*1*4#