অনলাইন ব্যবসা ২০২১: সফলতা এবার পাবেন
যেকোনো বাণিজ্যিক উদ্যোগ গ্রহণের সর্ব প্রথম কাজটি হলো উদ্যেগটি জন্য শিল্পের সুনির্দিষ্ট একটি বাজার নির্বাচন করা।
আপনি যদি অনলাইনে ব্যবসা করার জন্য বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করতে চান, কিন্তু কোন শিল্পকে কেন্দ্র করে উদ্যোগ গ্রহণ করবেন তা বুঝতে পারছেন না।
তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।
আর্টিকেলটিতে সব সময় এবং চাহিদা রয়েছে এমন কিছু বাণিজ্যিক বিভাগ সম্পর্কে ধারণা দেওয়া হবে। এগুলো যে কোন একটি কে নির্বাচন করে অনলাইন ব্যবসা
করার মাধ্যমে ই-কমার্স প্রক্রিয়ায় বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করা যেতে পারে।
চলুন একটি একটি করে সেই বাণিজ্যিক আইডিয়া গুলো সম্পর্কে জানা যাক।
অনলাইন ব্যবসা করার আইডিয়া
এখন আলোচনা করব লাভজনক অনলাইন ব্যাবসা আইডিয়া অর্থাৎ কোন কোন ব্যবসা গুলো করলে আপনি অনলাইনে খুব দ্রুত ব্যবসা করে সফলতা পাবেন। সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে।
১/সাইকেল (Bicycle Shop) অনলাইন ব্যবসা
পরিবহন শিল্পে বাইসাইকেল জনপ্রিয়তা বাড়ছে।
বিশেষ করে শহরগুলোতেও আধ্যাত্মিক জ্যামজট শুরু হওয়ার ফলে, বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়া রয়েছে নানা রাইড শেয়ারিং অ্যাপস, যার ফলে ডেলিভারি কাজেও পেশাগতভাবে বাইসাইকেলের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।
উইকিপিডিয়া তথ্য মতে শুধুমাত্র 2017 সালে বিশ্বব্যাপী প্রায় 45 বিলিয়ন ডলার সমমূল্যের বাইসাইকেল বিক্রি করা হয়েছে।
2016 সালের শুধুমাত্র আমেরিকাতে বাইসাইকেল বিক্রি হয়েছে ছয় বিলিয়ন ডলার।
ইউরোপে 14 বিলিয়ন ইউরো সময় মূল্য বাইসাইকেল বিক্রি করা হয়েছে এবং অভ্যন্তরীণ বাইসাইকেল বাজার বাৎসরিক 12 বিলিয়ন টাকা অনুমান করা হয়েছে।
পরিবহন শিল্পে বাইসাইকেল বাজারটিকে কেন্দ্র করে একটি অনলাইন বাই সাইকেল স্টোর পরিচালনা করার মাধ্যমে ই-কমার্স বিজনেস বা অনলাইন ব্যাবসা শুরু করা যেতে পারে।
২/বৈদ্যুতিক যন্ত্রাংশ (Electronics Hardware) অনলাইন ব্যবসা
নির্মাণ শিল্পে ইলেকট্রনিক্স যন্ত্রাংশের ব্যবহার বাধ্যতামূলক। এমন কোন আবাসিক বা ব্যবসায়িক ভবন নির্মাণে হার্ডওয়ার এর যন্ত্রাংশ ব্যবহার করা হয় না।
এজন্য দৈনন্দিন প্রতিটি পরিবারে হার্ডওয়ার যন্ত্রাংশ ব্যবহার হয়ে থাকে যেমনঃ ফ্যান, বাল, সুইচ বিভিন্ন ধরনের টুলবক্স সহ হাজার ধরনের ইলেকট্রনিক পণ্য সামগ্রী।
এ ধরনের পণ্য সামগ্রীর চাহিদা পূর্বে যেমন ছিল তেমনি ভবিষ্যতে থাকবে।
তাতে সহজে ধারণা করা যায় এখনো পর্যন্ত অনলাইনে মানসম্মত ইলেকট্রনিক্স হার্ডওয়ার স্টোর নেই।
ফলে ই-কমার্স শিল্পে এ বাজারটি অনলাইনে ব্যবসা একদম নতুনই বলা চলে। তাই শুধুমাত্র একটি ইলেকট্রনিক পণ্য সামগ্রী নিয়ে একটি অনলাইন ব্যাবসা করার জন্য অনলাইনে স্টোর শুরু করা যেতে পারে।
৩/নির্মাণ সামগ্রী (Construction materials) অনলাইনে ব্যাবসা
বৈদ্যুতিক যন্ত্রাংশ মতো নির্মাণ শিল্পে আরো একটি বাণিজ্যিক ক্যাটাগরি হলো নির্মাণসামগ্রী বা কাঁচামাল।
এই ক্যাটাগরি পরিচিতি পণ্য গুলো হল যেমনঃ ইট, বালু, পাথর, সিমেন্ট, স্টিল সহ নানা নির্মাণ পণ্য সামগ্রী।
আশেপাশে প্রতিনিয়তই যেভাবে ভবন নির্মাণ হচ্ছে তাতে বুঝা যায় দিন দিন উল্লেখিত নির্মাণসামগ্রীর পণ্যের চাহিদা বৃদ্ধি পেতে থাকবে।তাই নির্মাণসামগ্রী পণ্যের একটি অনলাইন স্টোর শুরু করে অনলাইন ব্যবসা করতে পারেন
৪/ঔষধালয় Online pharmace ব্যবসা
চিকিৎসা শিল্পের ওষুধ অন্যতম একটি বাণিজ্যিক বিভাগ। যার ব্যবহার মানুষের জীবনে অপরিহার্য এবং এর চাহিদা কখনো রাস পাবে না।
একটি অনলাইন ওষুধ ফার্মেসি স্টোর দাঁড়া ই-কমার্স প্রক্রিয়ায় এই শিল্পে বাণিজ্য পরিচালনা করা যেতে পারে।
এবং অনলাইনে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সংগ্রহের গ্রাহকদের সহায়তা করা যেতে পারে।
এছাড়া প্রযুক্তির সহায়তায় গ্রাহকদের লাইভ চ্যাটের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা সম্ভব।
৫/পোশাক clothing store অনলাইন ব্যবসা
অনলাইনে দ্রুত সফলতা পাওয়ার অন্যতম বাণিজ্যিক ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন ও লাইফ স্টাইল।
পরিসংখ্যান সংস্থার statista website এ পাওয়া গেছে ফ্যাশন ও লাইফ স্টাইল ক্যাটাগরি ই-কমার্স বড় একটি অংশ।
জরিপে বলা হয় 2009 সালে অনলাইনে বিশ্বব্যাপী পোশাক পণ্য সামগ্রী তে গ্রাহকরা করেছে প্রায় 528 বিলিয়ন ডলার, যা 2024 সাল নাগাদ 829 বিলিয়ন ডলার উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ও ফ্যাশন নিউজ জার্নালwwd এর একটি প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ক্রয় বিক্রয়ের জনপ্রিয়তা পাবার ফলে 2016 সালে প্রায় 1875 কি ফিজিক্যাল ফ্যাশন স্টোর বন্ধ হয়ে গিয়েছিল। যা 2017 সাল নাগাদ 9500 উন্নত হয়।
দেশীয় বাজারগুলো লক্ষ করলে দেখা যায় শপিং সেন্টার গুলোর বড় একটি জুড়ে ফ্যাশনে পোশাকে স্টোর কৃত পণ্য।
এ থেকে ধারণা পাওয়া যায় পোশাক পণ্যসামগ্রীর কি পরিমান চাহিদা রয়েছে। এই ফ্যাশন বা পোশাক ক্যাটাগরি হতে পারে ই-কমার্স প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করার অন্যতম একটি বাণিজ্যিক বিভাগ।
৬/শিশুদের খেলনা সামগ্রী Toy &baby products অনলাইন ব্যবসা
Market research future একটি জরিপে বলেছে মানুষের জন্মের ফলে 2024 সাল নাগাদ বিশ্বব্যাপী শিশুদের খেলনার পণ্য সামগ্রী বিক্রয়ের 7.6 বিলিয়ন।
উল্লেখিত হয়েছে, সম্ভাবনা রয়েছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্রেতারা। এই খাতে উন্নত দেশগুলোর তুলনায় বেশি অর্থ ব্যয় করবে।
যেহেতু জন্মের হার উন্নয়নশীল দেশগুলোতে তুলনামূলক বেশি। খেলনার ব্যবহার শিশুদের যেমন মেধার বিকাশ ঘটায়, তেমনি বাচ্চাদের নিজেদের কাজে ব্যস্ত রাখতে সহায়তা করে।
তাই অভিভাবকরা শিশুদের বিনোদন ও মেধা বিকাশের খেলনা পণ্যসামগ্রীর যথেষ্ট অর্থ ব্যয় করে থাকে। যার ফলে প্রতিটি পরিবারে একাধিক খেলনা দেখা যায়।
শুধুমাত্র শিশুদের খেলনা বাজার কে কেন্দ্র করে দৈনন্দিন জীবনে খেলনা পণ্য সামগ্রী নিয়ে ও অনলাইন স্টোর শুরু করে অনলাইন ব্যবসা করা যেতে পারে।
৭/ব্যাগ (bags shop) অনলাইন ব্যবসা
জনপ্রিয় আরো একটি বাণিজ্যিক ক্যাটাগরি হলো ব্যাগ। ব্যাগ এমন এক ধরনের পণ্য সামগ্রী যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকে।
Grand view researcn প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী ক্রেতারা 2018 সালের 47 বিলিয়ন ডলার ব্যাগ পণ্যসামগ্রীর অর্থ ব্যয় করেছে।
স্কুল-কলেজ ভ্রমণ থেকে শুরু করে কর্মক্ষেত্রের বিভিন্ন ব্যাগ পণ্য সামগ্রী ব্যবহৃত হচ্ছে। শুধুমাত্র এ ব্যাগের কাজটিকে কেন্দ্র করে একটি অনলাইন ব্যাগ স্টোর দাঁড়া ই-কমার্স প্রক্রিয়ায় বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করে অনলাইন ব্যবসা করা যেতে পারে।
৮/প্রসাধনী বিক্রয় কেন্দ্র Cosmetics shop
প্রসাধনী শিল্পকে কেন্দ্র করে অনলাইনে ই-কমার্স প্রক্রিয়ায় বাণিজ্য শুরু করা যেতে পারে। forbes এর সূত্র মতে বিশ্বব্যাপী প্রসাধনী পণ্যের বাজার মূল্য 532 বিলিয়ন ডলার এবং বাৎসরিক চাহিদা বৃদ্ধির হার 5% থেকে 6% পার্সেন্ট পর্যন্ত।
স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, পারফিউম, মেকআপ, ওরাল কসমেটিকস হল এই ক্যাটাগরির জনপ্রিয় প্রধান পণ্যসমূহ।
যেহেতু পুরুষদের তুলনায় নারীরা এই সব পণ্য সামগ্রী বেশি ব্যবহার করে থাকে, সেহেতু নারী উদ্যোক্তাদের জন্য এই ক্যাটাগরি উপযুক্ত হতে পারে।
৯/ আসবাবপত্র furniture shop) অনলাইন ব্যবসা
প্রয়োজন হোক বা সৌন্দর্যের জন্য প্রত্যেকটি ঘরের আসবাবপত্র ব্যবহার হয়ে থাকে।
পাশাপাশি প্রতিষ্ঠানের জন্য ও আসবাবপত্র ব্যবহার হয়ে থাকে বা ব্যাপক চাহিদা রয়েছে।
বিশ্ব বাণিজ্য গবেষণার তথ্য মতে বিশ্বব্যাপী আসবাবপত্রের চাহিদার পরিমাণ 480 বিলিয়ন ডলার যার বাৎসরিক চাহিদা 5% হারে বৃদ্ধি পাচ্ছে।
যেহেতু আসবাবপত্র দৈনন্দিন জীবনের পণ্য সামগ্রী তাই, এটি প্রয়োজনীয়তা যে সব সময় থাকবে তা ধারণা করা যায়। ব্যক্তিগত প্রতিষ্ঠান ব্যবহার করা হয় এমন আসবাবপত্র বিক্রয় এর মাধ্যমে এই অনলাইনে ব্যবসা পরিচালনা করা যেতে পারে।
১০/ঘর সজ্জা(HomHome decor shop) অনলাইনে ব্যবসা
যেহেতু সময়ের সাথে সাথে মানুষের রুচি এবং জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে, আসবাবপত্রের পাশাপাশি ঘর সজ্জা পণ্য-সামগ্রীর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আর্থিকভাবে স্বাবলম্বী প্রায় সকল শ্রেণীর লোকজন বাড়ীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কমবেশি অর্থ ব্যয় করে থাকে।
চারুশিল্প সম্মত এমন নানান ধরনের পণ্য রয়েছে যা ব্যবহার সীমিত খরচে বাড়ি কে সৌন্দর্যময় করে তোলা যায়।
সে ধরনের আর্টিস্টিক, হোম ডেকর পণ্যসমূহ অফার করার মাধ্যমে ই-কমার্স প্রক্রিয়ায় বাণিজ্য উদ্যোগ গ্রহণ করে অনলাইন ব্যবসা পরিচালনা করা যেতে পারে।