সহজে গুগল এডসেন্স পাওয়ার উপায়
সহজে গুগল এডসেন্স পাওয়ার উপায়
গুগল এডসেন্স পাওয়ার উপায় বলতে গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার উপায় বুঝানো হয়েছে।
আবার অনেকে জানে না গুগল এডসেন্স কি? কিন্তু এটা জানে গুগল এডসেন্স থেকে টাকা আয় কর যায়।
গুগল এডসেন্স পাওয়ার উপায়
অনলাইন থেকে আয় করার সহজ একটি প্লাটফর্ম হচ্ছে গুগল এডসেন্স। এই প্লাটফর্মকে ব্যাবহার করে অনেকেই চাকরী বাদে অনলাইন থেকে আয় করছে হাজার হাজার ডলার।
আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, এই ব্লগ সাইটের উপরে ও নিচে কিছু বিজ্ঞাপন দেখাচ্ছে। এই বিজ্ঞাপনগুলো নেওয়া হয়েছে গুগল এডসেন্স থেকে।
যদি এই বিজ্ঞাপন গুলো কেউ ক্লিক করে, তার বিনিময়ে আমি গুগল এডসেন্স থেকে কিছু পরিমাণ রেভিনিউ বা টাকা পাব।
যারা ব্লগিং করে বা ওয়েবসাইটে লেখালেখি করে তাদের প্রত্যেকের একটি ইচ্ছে থাকে, যে তার সাইটে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন এড করবে। এর কারণ বলতে গেলে প্রথমেই গুগোল এমন একটি প্রতিষ্ঠান আপনাকে কখনো ঠকাবে না।
তাছাড়া অন্যান্য এড নেটওয়ার্ক গুলো থেকে গুগল এডসেন্স অনেক অনেক বেশি সিপিসি দেয়। তাই অনেকে গুগল এডসেন্স কে সোনার হরিণ বলে থাকে।
ব্লগ বা ওয়েবসাইট গুগল এডসেন্স পাওয়ার উপায় জানানোর জন্য আজকে আমি আপনাদেরকে কিছু টেকনিক বা কিছু বিষয় নিয়ে কথা বলব। যেগুলো ঠিকঠাক মত করতে পারলে আপনি 100% আপনার ব্লগ সাইটটি বা ওয়েবসাইটটি গুগল এডসেন্স এড বসানোর জন্য গুগল এডসেন্স থেকে এপ্রুভ নিতে পারবেন।
সেই সাথে আমার এই ব্লগ সাইটটি অর্থাৎ সাবডোমেন এ ব্লগ সাইটটি কিভাবে গুগল এডসেন্স এর কাছে এপ্রুভ পেলাম সেই গল্পটি শেয়ার করব।
আমি কিভাবে গুগল এডসেন্স এপ্রুভ পেলাম
প্রথমত আমি পূর্বে অনেক অনেক ব্লগস্পট এর মাধ্যমে ব্লগ সাইট তৈরী করেছি। যেগুলো শুধুমাত্র শিক্ষার জন্য তৈরি করা হয়েছিল। আমার এই সাইটটি ও ব্লগার ব্লগ সাইট তৈরি করার শিক্ষণীয় অবস্থায় তৈরি করেছিলাম। আমি অনেকগুলো ব্লগার ব্লগ সাইট তৈরী করেছি। সেই ব্লগ সাইটগুলোতে তেমন কোন গুরুত্ব দেই নাই।
একদিন আমি মনে মনে ভাবছি! অনলাইনে অনেক ভাবে আয় করা যায়। তবে ঘুমিয়ে ঘুমিয়ে আয় করার জন্য ব্লগ সাইট বানিয়ে আয় করার উপায় বেস্ট।
আমার যদি একটি ব্লগ সাইট থাকে, সেখানে যদি কোয়ালিটিফুল আর্টিকেল লিখি তাহলে যতদিন আমার ওয়েবসাইটে কনটেন্ট থাকবে ততদিন আমার ইনকাম হবে। তো আমি ব্লগিং এর প্রতি সিরিয়াস হলাম ।
আমার পূর্বে থেকে ব্লগারে ব্লগ সাইট তৈরি করার ভালো নলেজ ছিল। তাই আমি ব্লগার এর মাধ্যমে এই সাইটটি তৈরী করলাম। যদিও কোথাও আটকে পড়লে ইউটিউব এর সাহায্য নিতাম।
ব্লগ সাইট তৈরি করার পর, আমি টার্গেট নিলাম আমি প্রতিনিয়ত পোস্ট করব। যখন আমার সাইটে 1000 ইউনিক ভিজিটর আসবে তখন আমি টপ লেভেল ডোমেইন অ্যাড করব।
প্রায় 20 টি আর্টিকেল লিখলাম, তারপর ব্লগ সাইটটি গুগল সার্চ কনসোলে সাইটে এড করলাম। তেমন কোনো ফল পেলাম না বা তেমন ভিজিটর আসতো না। আমার এই সাইটে আমি ব্লগে পোষ্ট করা ছেড়ে দিলাম। ভাবলাম আমাকে দিয়ে ব্লগিং হবে না।
এভাবে অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। প্রায় তিন মাস পরে আমার সামনে ইউটিউব এর একটি ভিডিও আসলো, ব্লগ সাইট থেকে আয় করুন প্রতি মাসে 200 ডলার।
আমার হঠাৎ মনে হল, আমার একটি ব্লগ সাইট ছিল। সেটার কি অবস্থা? একটু দেখে আসি। তখন ব্লগ সাইটে প্রবেশ করে দেখি তখন ইউনিক ভিজিটর প্রায় 200 এর মতো এবং কমেন্টস তখন ছিল দশটি।
আবার অনুপ্রেরণা বেড়ে গেল। আবার পোস্ট করা শুরু করলাম। হঠাৎ গুগোল এডসেন্স থেকে একটি আপডেট আসলো ব্লগার দিয়ে যেসব সাইট গুলো তৈরি করা হয়েছে অর্থাৎ ব্লগস্পট সাইটে এডসেন্স এপ্রুভ দিবে।
তখন আমার সাইটটি গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য গুগোল অ্যাডসেন্সে এপ্লাই করলাম। বিশ্বাস করতে পারছিলাম না তিন দিনের মধ্যে গুগোল আমার এই ব্লগ সাইটটি এপ্রুভ করে দিল। গুগোল এডসেন্স পাওয়ার জন্য যে বিষয়গুলো মাথায় রেখেছি সেগুলো এখন বলব। সেগুলো মেনে কাজ করলে আপনি 100% গুগোল এডসেন্স পাবেন সেগুলো এখন শেয়ার করব।
Read more also: গুগল লেন্স কি? What is Google Lens
দ্রুত গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার উপায়
দ্রুত গুগল এডসেন্স পাওয়ার জন্য কিছু বিষয় আছে যেগুলো মেনে কাজ করলে আপনি এডসেন্স পাবেন।
আমি যেহেতু পেয়েছি সেহেতু আপনি ও পাবেন।
দ্রুত সাইট লোড নেওয়া
দ্রুত সাইট লোড নেওয়া বলতে বোঝানো হয়েছে আপনার সাইটটি লোড নেওয়ার ক্ষমতাকে। আপনার সাইটের থিম যদি ফ্রি হয়ে থাকে তাহলে আপনার সাইটটি অবশ্যই লোড নিতে একটু লেইট করবে। যার কারণে ভিজিটররা বিরক্ত হবে। যেটা গুগোল পছন্দ করেনা।
তাই সব সময় চেষ্টা করবেন আপনার ব্লগ সাইটে বা ওয়েবসাইটে প্রিমিয়াম থিম ব্যবহার করতে। যদি প্রিমিয়াম থিম টাকা দিয়ে কিনতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন। "ব্লগার প্রিমিয়াম থিম ফ্রী ডাউনলোড" তাহলে অসংখ্য ভিডিও আসবে এবং সেখানে প্রিমিয়াম থিম গুলো ফ্রিতে প্রোভাইড করে দিবে। অথবা আপনি যদি চান একটি প্রিময়াম থিম ফ্রিতে ডাউনলোড করতে তাহলে এখানে ক্লিক করুন
কঁপিরাইট ফ্রী আর্টিকেল
আমরা নতুন ব্লগাররা যে ভুলটি করে থাকি, অন্যের কপি করা আর্টিকেল নিজের ব্লগ সাইটে পেস্ট করে পোষ্ট করি নিজের নামে চালিয়ে দেই। এটা কিন্তু কখনও করা যাবে না। একদম নতুন অবস্থায় আপনার সাইটে বিন্দুমাত্র আর্টিকেল কোথাও থেকে কপি করা চলবে না। প্রথমত আপনাকে নিম্নে 30 টি আর্টিকেল নিজের লিখতে হবে এবং প্রতিটি পোস্টের ওয়ার্ড হতে হবে এক হাজার বা তার চেয়ে বেশি এবং পোস্টগুলো হতে হবে কোয়ালিটি ফুল।
যখন আপনি আপনার সাইটে বা ব্লগে 30 টি আর্টিকেল লিখবেন বা অনেকগুলো পোস্ট করার পর গুগোল এডসেন্স পাওয়ার জন্য গুগোল এডসেন্সের কাছে আপনার সাইটি সাবমিট করবেন,
(তবে আপনার সাইটে অরগানিক ভাবে ভিজিটর আসলে এডসেন্স পেতে আরও সহজ)
গুগোল এডসেন্স পাওয়ার জন্য গুগোল এডসেন্সের কাছে আপনার সাইটি সাবমিট করলে, গুগোল আপনার সাইটি ভিজিট করবে এবং অনেকগুলো কোয়ালিটিফুল আর্টিকেল বা পোস্ট থাকার কারনে গুগোল বোঝতে পারবে আপনি এখানে কাজ করতে আসছেন এবং গুগোল এডসেন্সের কাছে আপনার সাইটির রেপুটেশন অনেক বেশি বেড়ে যায়। যার কারনে আপনি খুব দ্রুত এডসেন্স এপ্রুভ পেয়ে যেতে পারেন।
কঁপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার
কোন কিছুর বিষয়ে জানতে চাইলে আমরা প্রথমে গুগলের সাহায্য নেই। কিন্তু নতুন ব্লগাররা আরো একটি বড় ধরনের ভুল করে থাকে, তাদের ব্লগ সাইটের পোষ্টের জন্য ইমেজ প্রয়োজন হয়।
সেই ইমেজগুলো গুগল থেকে নিয়ে ব্লগে বসিয়ে নিজের নামে চালিয়ে দেয়। এতে করে আপনার সাইটে একটি বড় ধরনের প্রভাব ফেলে। কারন গুগল থেকে ছবিগুলো থাকে কপিরাইট ছবি। আপনি যদি কঁপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করতে চান,
- Negative Space,Death to Stock,HubSpot,Picjumbo,Stokpic,Kaboompics,Startup Stock Photos,Freerange,LibreShot,nappy,Fancy Crave,Unsplash,StockSnap.io,The Jopwell Collection,SplitShire,Life of Pix,Pexel,Pixabay
এই সাইটগুলো থেকে ইমেজ ডাউনলোড করে আপনার সাইটে ব্যবহার করতে পারবেন। এতে কোন ধরনের সমস্যা হবেনা।
দ্বিতীয়তঃ আপনি যদি ট্রেন্ডিং টপিকস নিয়ে আপনার ব্লগে বা সাইটে লেখালেখি করেন। উল্লেখিত যে, সাইটগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করেছি। সেই সাইটগুলোতে আপনারা ট্রেন্ডিং টপিক ইমেজ বা সাময়ীক ঘটনার ইমেজগুলো পাবেন না। তাহলে কোথায় পাবেন?
তার জন্য আপনি একটি কাজ করতে পারেন, ট্রেন্ডিং টপিকের ইমেজ ব্যাবহার করার জন্য, প্রথমে আপনারা গুগল থেকে সেই রিলেটেড ইমেজ ডাউনলোড করে নিবেন। পরে সেই ডাউনলোডকৃত ইমেজ গুলো বিভিন্ন কালার, কম্বিনেশন, এবং text use এর মাধ্যমে ইমেজ গুলো এডিট করে নিবেন।
যেন বুঝতে না পারা যায় আপনি কোথাও থেকে ইমেজগুলো কপি করেছেন।
তৃতীয়তঃ ইমেজ এডিট কমপ্লিট হলে ইমেজের নাম renema করে নিবেন অর্থাৎ ইমেজের নামটি চেঞ্জ করে নিবেন এবং ইমেজের প্রপার্টিজ অবশ্যই চেঞ্জ করে নিবেন। তারপর আপনার সাইটে আর্টিকেল এর সাথে আপলোড করবেন।
এড নেটওয়ার্ক সংযুক্ত না করা
কিছু কিছু ব্লগার আছে যাদের ব্লগ সাইটে মোটামুটি ভালই ভিজিটর থাকে। তাই তারা গুগল এডসেন্স ব্যতীত আদার্স যে এড নেটওয়ার্ক গুলো আছে সেখানে জয়েন করে ওই কোম্পানিগুলোর অ্যাড ব্লগ সাইডে বসায় এবং ঐ অবস্থায় গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য গুগোল এডসেন্সে এপ্লাই করে।
এটি কোনোভাবেই করা যাবে না। যদি অন্য কোম্পানির এড আপনার সাইটে থাকে এবং ঐ অবস্থায় যদি গুগলের এডসেন্স এর জন্য এপ্লাই করেন তাহলে আপনি কখনো গুগল এডসেন্সের এপ্রুভ পাবেন না। তার জন্য আপনাকে ওই কোম্পানির এড গুলো ওয়েবসাইট থেকে ডিলিট করে দিতে হবে তারপর গুগলের কাছে এপ্লাই করতে হবে
ব্লগ বা ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ পেইজ রাখা
আপনি যখন গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য গুগল এডসেন্স এর কাছে এপ্লাই করবেন। গুগল আপনার সাইটে প্রথমে আপনার সাইটের কিছু গুরুত্বপূর্ণ পেইজ দেখবে।
যেমনঃ
এই পেইজগুলো দেখবে । তাই অবশ্যই গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য এ পেজগুলোর আপনার সাইটে রাখা অবশ্যই এক ধরনের বাধ্যতামূলক। এই পেইজগুলো যদি আপনার সাইটের না রাখেন তাহলে আপনি কখনো গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাবেন না।
টপ লেভেল ডোমেইন এড করা
মূলত যারা ব্লগস্পট এর মাধ্যমে ব্লগ সাইট তৈরি করবেন উপরিক্ত নিয়মগুলো মানলে আপনি কিন্তু সহজে গুগল এডসেন্স এর এপ্রোভাল পেয়ে যাবেন। যেহেতু আমি পেয়েছি সেহেতু আপনি কিন্তু পেয়ে যাবেন।
যারা ব্লগস্পট ব্যাতীত যেমন wordpress মত সাইড দিয়ে ওয়েবসাইট তৈরী করতে চান অবশ্যই একটি ডোমেইন নিয়ে নিবেন, যেমন
.com,. net,.,.co,.org,.io যে কোনো একটি নিয়ে নিবেন।
কিন্তুু সবসময় চেষ্টা করবেন.xyz এই ডোমেইনটি না নেওয়ার জন্য।
কিছু কথা
আমি আমার ব্লগ সাইটে এডসেন্স পাওয়ার জন্য যে টেকনিকগুলো অবলম্বন করেছি সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি সেই অনুযায়ী কাজ করলে আপনারা ও আপনার সাইটের জন্য অ্যাডসেন্স পেয়ে যাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ।
ভাই, কপিরাইট ইমেজ ব্যবহার না করলে সমকালীন ঘটনার ইমেজ গুলো কিভাব পাব?
গুগোল থেকে ইমেড ডাউনলোড করে সেগুলো ইডিট করে এবং ইমেজটির নাম এবং প্রপারটিজ চেইন্জ করে ব্যাবহার করতে পারেন
ভাই আমি কিছু ওয়েবসাইট এর নাম দিয়ে দিয়েছি, আপনি সেই সব ওয়েবসাইড থেকে ইমেজ ডাউনলোড করতে পারেন, কপিরাইট হবে না যেমন Negative Space,Death to Stock,HubSpot,Picjumbo,Stokpic,Kaboompics,Startup Stock Photos,Freerange,LibreShot,nappy,Fancy Crave,Unsplash,StockSnap.io,The Jopwell Collection,SplitShire,Life of Pix,Pexel,Pixabay এই ওয়েব সাইটগুলো ব্যাবহার করতে পারেন ধন্যবাদ