ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে একটি অন্যতম মাধ্যম হলো ফেসবুক।
বর্তমানে ফেসবুকের প্রতি কমবেশি সবাই আসক্ত হয়ে পড়েছেন। ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম এটাই আমাদের কাজ,
অনেকেই এতটাই আসক্ত হয়ে পড়েছে, তাদের নিত্য দৈনন্দিন কাজ গুলো ছেড়ে দিয়ে শুধুমাত্র ফেসবুকের পেছনে বিনোদনের জন্য আসক্ত হয়ে পড়েছে।
কেউ কেউ এতটাই আসক্ত হয়ে পড়েছে যে, অনেকে নিজের মনকে সংযোজন করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যে তার নিজের ফেসবুক আইডিটি নষ্ট করে ফেলবে।
ফেসবুক আইডি নষ্ট |
অনেকেই ইউটিউবে গুগোল সার্চ করে থাকে, কিভাবে ফেসবুক আইডি নষ্ট করা যায় নিয়ম গুলো সম্পর্কে জানতে।
আপনি হয়তো বা সার্চ করে আমার এই লিখাটি পড়ছেন। আপনারা ঠিক জায়গায় আসছেন কারণ আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডিটি পার্মানেন্ট ভাবে ডিলিট করতে পারেন ।
বর্তমানে এমন কোন লোক নেই যারা ফেসবুক ব্যবহার করে না। পরিসংখ্যানে দেখা গেছে ফেসবুক ওরজিনিয়াল একাউন্ট এর চেয়ে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট সংখ্যা অনেক বেশি।
ফেসবুক এমন একটি মাধ্যম অনায়াসে সকলে ব্যবহার করতে পারে । সবচেয়ে কমন ব্যাপার হলো আমরা আমাদের বিনোদন পাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ফেক আইডিগুলো ইউজ করে থাকি।
একটা সময় দেখা যায় এই ফেক অ্যাকাউন্টগুলো ব্যবহার করা বন্ধ করে দেই, তাতে কি হয় ফেসবুকের প্রতি একটা ইফেক্ট পড়ে যায় । তাই সব সময় চেষ্টা করবেন সব সময় একটি রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে ।
বর্তমানের দিন দিন হাজার হাজার ফেসবুক ইউজারের সংখ্যা বাড়ছে। যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন ফেসবুক ইউজারের সংখ্যা বাড়ছে ।
সবচেয়ে সমস্যার ব্যাপার হলো, যখন নতুন ফেসবুক একাউন্ট তৈরি করতে চায় তখন দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে, কিন্তু তার প্রোফাইল টা সুন্দর ভাবে সাজাতে পারছেনা অথবা ফেসবুক একাউন্টের নাম নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছে।
যেমন: সে একটি নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছে , সে চাচ্ছে ওই নামটি চেঞ্জ করতে কিন্তু পারছেনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুন এই সমস্ত কারণে একের পর এক নতুন করে ফেসবুক একাউন্ট ক্রিয়েট করছি।
আর প্রতিনিয়ত এই রকম ভুল করে যাচ্ছে, অনেকে আবার নিজের ভুল বুঝতে পেরে তখন চেষ্টা করে অরিজিনাল ফেসবুক আইডিটি রেখে বাকি ফেসবুক আইডি গুলো facebook account permanently delete করতে চায়।
অনেকেই ফেসবুক আইডি গুলো নষ্ট করতে পারে, আবার অনেকে ফেসবুক আইডি নষ্ট করতে না পেরে গুগোল কিংবা ইউটিউবে সার্চ করে থাকে ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম, ফেসবুক আইডি নষ্ট করার উপায়,কিভাবে ফেসবুক আইডি ডিলিট করব,ফেসবুক আইডি বন্ধ করার নিয়ম, অথবা facebook account permanently delete গুলো সম্পর্কে জানতে ।
আজকের আর্টিকেলটি মূলত কিভাবে আপনি স্থায়ীভাবে ফেসবুক আইডি নষ্ট করতে পারবেন সেই ব্যাপারে আলোচনা করো হয়েছে। আজকের এই লিখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে ফেসবুক আইডি নষ্ট করার উপায় গুলো সহ অনায়াসে যেকোনো ফেসবুক আইডি নষ্ট করতে পারবেন। চলুন স্টেপ বাই স্টেপ শুরু করা যাক -
ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
আপনি মূলত ফেসবুক আইডি নষ্ট করতে চান, সেই জন্য আজকের এই লেখাটা পড়ছেন। তবে আপনি কেন ফেসবুক আইডি নষ্ট করতে চান সেটা আমি জানি না ।
তবে আপনাদেরকে আমি নিরাশ করবো না কারণ, আমি সঠিকভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়ে যাব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফেসবুক একাউন্ট বন্ধ করার জন্য প্রাইভেসি নিয়ে চিন্তা করে থাকে অথবা অনেকে আবার ভেবে থাকে যে সে ফেসবুকে অনেক সময় ব্যয় করছে এখন থেকে ফেসবুকের মাধ্যমে ফালতু সময়টা ব্যয় না করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য।
সেই জন্য হয়তোবা অনেকে ফেসবুক একাউন্ট নষ্ট করতে চায়। আপনি যদি আপনার ফেসবুক আইডিটি স্থায়ীভাবে ডিলিট করতে চান কিছু সাজেশন দেব যেগুলো আপনাদেরকে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আগে জানা খুব জরুরী।
1.আপনি যখন আপনার ফেসবুক আইডিটি স্থায়ীভাবে বন্ধ করার জন্য ফেসবুকের কাছে রিকোয়েস্ট করবেন ফেসবুক কিন্তু সাথে সাথে আপনার ফেসবুক আইডিটি বন্ধ করবে না তার জন্য আপনাদেরকে কিছুদিন ধৈর্য্য ধরে থাকতে হবে ,
ফেসবুক আইডি বন্ধ করার প্রক্রিয়াটি যদি সঠিকভাবে করা হয় আপনার আইডিটি বন্ধ করার জন্য ফেসবুক কিছুদিন টাইম নেবে এবং আপনার যদি ফেসবুক আইডি বন্ধ হওয়া চলাকালীন আবার ফেসবুক আইডিটি লগইন করেন ফেসবুক কিন্তু ফেসবুক আইডিটি বন্ধ করার প্রক্রিয়াটি বাতিল করে দিবে তাই ফেসবুকের কাছে রিকোয়েস্ট করার পর কিছুদিন ওয়েট করুন
2,আপনি যখন আপনার ফেসবুক আইডিটি বন্ধ করার জন্য ফেসবুকের কাছে রিকোয়েস্ট করবেন ফেসবুক যদি আপনার রিকুয়েস্ট একসেপ্ট করে আপনার আইডিটি বন্ধ করে দেয় আপনি কিন্তু ভবিষ্যতে কখনো সেই আইডিটি রিকোভার করতে পারেন না ।
3.আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার জন্য মূলত ফেসবুক 14 দিন থেকে 90 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে এই সময়ের ভিতর আপনি কখনো আপনার আইডিটি লগইন করবেন না যদি আইডি লগইন করেন এবং অ্যাক্সেস পেয়ে যান তখন ফেসবুক আপনার আইডিটি বন্ধ করার প্রক্রিয়াটি বাতিল করে দিবে।
4.বর্তমানে এখন ঘরে ঘরে কম্পিউটার ল্যাপটপ এবং মোবাইল ইউজারের সংখ্যা বেশি সবচেয়ে বেশি ইউজারের সংখ্যা হল স্মার্ট ফোন তাইতো সবচেয়ে বেশি ফেসবুক ইউজার স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করব তাই আজকে আমি আপনাদেরকে একটি মোবাইল দিয়ে অন্যটি ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে কিভাবে আপনার ফেসবুক একাউন্ট নষ্ট করতে পারবেন সে ব্যাপারে আলোচনা করব
মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক আইডি নষ্ট করবেন
বর্তমানে ম্যাক্সিমাম মানুষ ফেসবুক মোবাইলের মাধ্যমে ব্যবহার করে থাকে । কম্পিউটারের চেয়ে মোবাইলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করা অনেকটা স্বাচ্ছন্দ বোধ মনে হয়। তাছাড়া এখন ঘরে ঘরে স্মার্টফোন আর স্মার্ট ফোনে ফেসবুক ব্যবহার করবে না সেটা তো হয়না । তাই এখন দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনার ফেসবুক আইডি নষ্ট করবেন
1,প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ টি ওপেন করুন, যদি ফেসবুক অ্যাপসটি মোবাইলের না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড এবং ইন্সটল করে নিবেন । তারপর ফেসবুক অ্যাপস এর ভিতরে প্রবেশ করে আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগইন করে নিবেন।
2,ফেসবুক টি লগইন হওয়ার পর উপরের ডান দিকে তিনটি থ্রি ডট চিহ্ন দেখতে পারবেন তারপর থ্রি ডট চিহ্ন তে ক্লিক করুন না বুঝলে নিচে চিত্রটি খেয়াল করুন
3.থ্রি ডট চিহ্ন তে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে আপনি settings & privacy এই অপশনটা তে ক্লিক করবেন ।
4.settings & privacy অপশনটিতে ক্লিক করলে সাথে সাথে নতুন একটি অপশন চলে আসবে সেখান থেকে settings অপশনে ক্লিক করবেন নিচের চিত্রটির মত
6. deactivation and delition এর উপর আবার ক্লিক করুন
7. deactivation and delition এর উপর ক্লিক করলে আরো দুটি অপশন ওপেন হয়ে যাবে
Deactivation account
Delet account
9.তারপর আপনার নিচে আরো অপশন দেখতে পাবেন আপনি এই অপশন গুলো না দেখে সরাসরি Continue to account delition উপর আবার ক্লিক করবেন
10. তারপর delete account click করবেন
11.তারপর আপনার কাছ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সাবমিট করে দিবেন
12. ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সাবমিট করে দিলে আপনার ফেসবুক আইডিটি নষ্ট করার প্রসেস কমপ্লিট হয়ে যাবে সেই সাথে ফেইসবুক আপনার আইডিটি নষ্ট করার জন্য এই আপনার আইডিটি রিভিউতে চলে যাবে এবং কিছুদিন পর আপনার আইডিটি ফেসবুক অটোমেটিক নষ্ট করে দিবে