রাউটার কি? ব্যবহার এবং সুবিধা

রাউটার কি?

রাউটার কি? ব্যবহার এবং সুবিধা?


আজকে আমরা কথা বলবো, রাউটার নিয়ে।
আমরা জানতে চলেছি, 

  1. রাউটার কি? 
  2. রাউটারের কাজ এবং প্রকারভেদ, 
  3. ব্যবহার এবং সুবিধা?


আজকের আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়লে জানতে পারবেন, রাউটার কি?ওয়াইফাই রাউটার কি এবং রাউটার কিনার আগে কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। সবকিছু বিস্তারিত জানতে পারবেন।

একভাবে ধরাই যায়, বর্তমান যুগ অনেকটাই ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

আমরা এখন বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করছি।

অনলাইনে কেনাকাটা, বিল পেমেন্ট থেকে শুরু করে, মোবাইল রিচার্জ এবং অফিসের বিভিন্ন কাজ ইন্টারনেটের মাধ্যমে করে থাকছি।

একটা সময় ছিল বাংলাদেশের ইন্টারনেটের স্পিড এতটা নরমাল ছিল। 5mb ভিডিও গান ডাউনলোড হতে অনেক সময় লাগতো।

বর্তমানে ইন্টারনেট স্প্রিড এতটাই বেশি যা দিয়ে বর্তমানে অফিস-আদালত থেকে শুরু করে পার্সোনাল লাইফে ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আমাদের কাজ গুলো অনেক সহজ করে নিতে পারছি।

বর্তমানে ২০২০ সালে ভয়াবহ করুণা ভাইরাসের কারণে, বাড়িঘর রাস্তাঘাট লকডাউন চলছে। 

অফিসের কাজ গুলো ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে করতে পারছি। 

অনেকে আছে ইন্টারনেট জিনিসটা কি জানে, আবার নতুন করে অনেকেই ইন্টারনেট ব্যবহার করছে। তাদের জন্য রাউটার নিয়ে বিস্তারিত বলবো।


মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ
 

রাউটার কি? (what is a router in Bangla)

রাউটার হলো নেটওয়ার্কিং হার্ডওয়ার। এককথায় রাউটার হলো নেটওয়ার্কিং ডিভাইস। 

অন্যভাবে রাউটার হলো এমন একটি যন্ত্র যা হার্ডওয়ার এবং সফটওয়্যার এর সমন্বয়ে তৈরি। 

এই যন্ত্রটির নেটওয়ার্ক তৈরি করার কাজে ব্যবহার করা হয়। আরেকটু সহজ ভাষায় বুঝার জন্য রাউটারের সংজ্ঞাটি হলো ঃ

রাউটার এমন একটি যন্ত্র, যার নেটওয়ার্কিং ডিভাইস এর মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে ডাটা প্যাকেট কোন পথে যাবে তার গন্তব্য নির্ধারণ করে। 

একটি নেটওয়ার্ক থেকে অন্য একটি নেটওয়ার্কে ডাটা সেন্ড করার পদ্ধতি হলো রাউটিং এবং যে ডিভাইসটির মাধ্যমে পাঠানো হয় সেটিকে রাউটার বলে। 


কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন
 

রাউটার এর প্রকারভেদঃ

বর্তমানে বিভিন্ন ধরনের রাউটার রয়েছে,

 তার মধ্যে প্রচলিত কিছু রাউটারের প্রকারভেদ নিয়ে আলোচনা করবঃ

রাউটার কি?


  1. Broadband routers (Wired routers).
  2. Wireless routers (WiFi routers).
  3. Core routers.
  4. Inter provider border routers

Broadband routers (Wired routers): Broadband routers এর মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটারগুলো কানেক্ট করে, ইন্টারনেট ব্যবহার করা হয়।

ব্রডব্যান্ড রাউটার এর সুবিধা হলো এতে উচ্চমানের স্পিড ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়ে থাকে। 

ব্রডব্যান্ড রাউটার এর মাধ্যমে wire কানেকশন করে মডেম থেকে ইন্টারনেট গ্রহণ করে, তারপর অন্য ডিভাইস গুলোতে সেই ইন্টারনেট সংযোগ করে ইন্টারনেট ব্যবহার করা হয়।

Wireless routers (WiFi routers)Wireless routers (WiFi routers) এর বর্তমানে অনেক বেশি চাহিদা থাকার জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে।

বর্তমানে বাসা বাড়িতে অফিস বা দপ্তরে তাছাড়া ব্যক্তিগতভাবেWireless routers (WiFi routers) গুলু ব্যবহার অনেক বেশি।

Wireless routers এর সুবিধা হল কোন ধরনের তার ছাড়াই অন্য একটি কম্পিউটারের সাথে কানেক্ট করে, ইন্টারনেট ব্যবহার করা যায়।

কোন ধরনের তার ছাড়া ইন্টারনেট ব্যবহার করার জন্য এই ধরনের রাউটারগুলো ওয়ারলেস রাউটার বলে থাকে।

Core routers 

বিভিন্ন জায়গায় আলাদা করা রাউটার গুলোকে একসাথে কানেক্ট সংযুক্ত করে ইন্টারনেট ব্যবহার করা হয়। সেই পরস্পর-সংযুক্ত পড়ার কাজটাই করে Core routers


Inter provider border routers:

Inter provider border routers এর সংক্ষিপ্ত নাম হল ISP.  (Airtel, Reliance, Jio, Idea, BSNL) ইত্যাদি নরমালি এগুলো দিয়ে আমরা মোবাইল বা কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করি। এই ধরনের Inter গুলোকে পরস্পর সংযুক্ত করার ক্ষেত্রে Inter provider border routers ব্যবহার করা হয়।

রাউটার কি?


রাউটার এর ব্যবহার কেন করা হয় ?

বর্তমানে অফিস থেকে শুরু করে পার্সোনাল লাইফে রাউটার ব্যবহার করার কারণ হলো, internet service provider থেকে ইন্টারনেট কানেকশন নিয়ে কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে শেয়ার করা হয়।

তারপর রাউটার থেকে কম্পিউটারে মোবাইল ল্যাপটপে ইন্টারনেট শেয়ার করি। সেটাকে আমরা অনেকেই wi-fi বলে চিনে থাকি।

ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url