VPN কি? এবং কিভাবে কাজ করে?
আমরা যারা অনলাইনে ব্রাউজ করে থাকি,আমাদের মধ্যে অনেকেই আছি, (vpn) ভিপিএন শব্দটি শুনেছি।
কিন্তু (vpn) ভিপিএন কি এবং ভিপিএন (vpn) কি কাজে ব্যবহার করা হয় তা এখন পর্যন্ত জানি না।
জানলেও সঠিকভাবে জানি না।
আপনি যদি সম্পূর্ণ লিখাটি মনোযোগ সহকারে পড়েন। তাহলে জানতে পারবেন,
- ভিপিএন (vpn) কি?
- ভিপিএন (vpn) কিভাবে কাজ করে?
- ভিপিএন (vpn) ব্যবহার করা কি নিরাপদ?
- ভিপিএন (vpn) এর প্রকারভেদ?
- (vpn) ভিপিএন এর সুবিধা গুলো কি কি?
- ভিপিএন (vpn) এর অসুবিধা গুলো কি কি?
- কি কি কাজে (vpn) ভিপিএন ব্যবহার করা হয়?
- কিভাবে (vpn) ভিপিএন ব্যবহার করবেন?
- কিছু সেরা (vpn) ভিপিএন সফটওয়্যার কম্পিউটারের জন্য?
- সেরা ফ্রি (vpn) ভিপিএন অ্যাপস অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য?
ভিপিএন (VPN) কি?
(vpn) ভিপিএন শব্দটি একটি সংক্ষিপ্ত রূপ v=virtual. P=private. N=network. অর্থাৎ (vpn) ভিপিএন এর পূর্ণরূপ হল virtual private network.
(vpn) ভিপিএন আপনার ব্যবহৃত ইন্টারনেট এবং অন্য একটি নেটওয়ার্কের মাধ্যমে নিরাপত্তা কানেকশন তৈরি করে দেয়।
আরো ভালভাবে বোঝার জন্য, বর্তমানে এখন বিশ্বের বেশিরভাগ লোকজন ইন্টারনেট ব্যবহার করছে এবং সেই সাথে বাড়ছে তথ্য চুরির ঝুঁকি।
ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্য চুরি হওয়ার বড় ধরনের একটা ঝুঁকি থাকার কারণে আপনার তথ্যগুলোকে সিকিউর রাখার জন্য মূলত ভিপিএন (vpn) ব্যবহার করা হয়।
নরমালি আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, সেই নেটওয়ার্ক গুলো হল পাবলিক।
পাবলিক নেটওয়ার্ক এর (vpn) ভিপিএন কানেক্ট করার মাধ্যমে,
প্রাইভেট নেটওয়ার্ক সংযুক্ত হয়ে ইন্টারনেট একটি কাল্পনিক সুরঙ্গ তৈরি হয় এবং আপনার তথ্য সুরক্ষিত থাকে।
ভিপিএন (VPN) কিভাবে কাজ করে?
আমরা জেনেছি (vpn) ভিপিএন কি? এখন জানবো (vpn) ভিপিএন কিভাবে কাজ করে?
ভিপিএন (VPN) কিভাবে কাজ করে?
আপনি যদি একজন ইন্টারনেট ইউজার হয়ে থাকেন।তাহলে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা যে কোন ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করেছেন।
মূলত ইন্টারনেট সংযোগকে ভিপিএন (VPN) এনক্রিপ্ট করে,আপনার মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের ডিভাইসগুলো আইপি এড্রেস চেঞ্জ করে অন্য একটি তে রুপান্তরিত করে দেয়।
অর্থাৎ ইন্টারনেট সংযোগে একটি ভার্চুয়াল সুরঙ্গ তৈরি করে।
এখন কথা হল ভিপিএন (VPN) কিভাবে আপনার গোপনীয়তা সুরক্ষা করে।
ভিপিএন (VPN) আপনার ডিভাইসে কানেক্ট করলে, ভিপিএন অন্য একটি সার্ভারে সাথে কানেক্ট হওয়ার পর ওই সার্ভারে এনক্রিপশন প্রটোকলের মাধ্যমে নিশ্চিত করে।
আপনার গোপনীয়তা পরবর্তীতে ভিপিএন (VPN) কানেক্ট করা অবস্থায় তথ্য আদান প্রদান করলে সেই তথ্যগুলো যায় সুড়ঙ্গের মধ্য দিয়ে। ঠিক খামের ভিতরে চিঠি পাঠানোর মত।
আপনি একটি খামে থাকা চিঠি পড়তে হলে অবশ্যই চিঠির খামটি ছিরতে হবে,
তেমনি ভিপিএন (VPN) ইউজ করলে আপনি কি তথ্য আদান প্রদান করছেন, সেগুলো জানা অসম্ভব।
ভিপিএন (VPN) ব্যবহার করা কি নিরাপদ?
ভিপিএন (vpn)ব্যবহার করা কি আসলে নিরাপদ।ইয়াহু টেকের একটি রিপোর্টে দাবি করেছে, অনলাইনে গোপনীয়তা রক্ষার্থে, ভিপিএন (vpn) সবসময় নিরাপত্তা দিতে পারে না।
ভিপিএন (VPN) বলতে বুঝে থাকি, একটি পাবলিক নেটওয়ার্কের মধ্যে বিশেষ প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে, নিরাপদ ভাবে ব্রাউজিং এবং তথ্য আদান-প্রদান করা হয়।
অন্যদিকে নির্দিষ্ট একটি দেশ বা অঞ্চলের ব্লক করে দেওয়া ইন্টারনেটের ওয়েবসাইটের কনটেন্ট দেখার জন্য ভিপিএন (vpn)ব্যবহার করা হয়।
তার জন্য ভালো মানের ভিপিএন(vpn) সফটওয়্যার ব্যবহার করতে পারেন।তাহলে ভিপিএন (vpn) ব্যবহার করা আপনার জন্য নিরাপদ হয়।
তাছাড়া ভালো ভিপিএন (VPN)ব্যবহার না করলে ভিপিএন (VPN) এর মাধ্যমে হাতিয়ে নিতে পারে আপনার তথ্য, যেটা বেশি একটা হয়ে থাকে না। মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ
ভিপিএন (VPN) এর প্রকারভেদ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অনেক ধরনের ভিপিএন (VPN) রয়েছে ।প্রত্যেকটি ভিপিএন (VPN) তাদের সিকিউরিটি সুযোগ দিয়ে থাকে ভিপিএন (VPN) গুলোকে ব্যবহারের উপযোগী করার জন্য অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়।
আপনি যদি সব ক্যাটাগরির সম্পর্কে জানেন তাহলে প্রয়োজন অনুযায়ী ভিপিএন (VPN) ব্যবহার করতে অনেক সুবিধা হবে
pptp:
pptp কমন একটি টানেলিং জার সম্পূর্ণ রূপ হল point to point.
Windows 95 ব্যবহার করা হয়েছে pptp তাহলে বুঝতে পারছেন এটি অনেক পুরনো পুরনো হওয়ার কারণে হ্যাকার দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা অনেকটাই থেকে থাকে
sstp
sstp এর চেয়ে অনেক বেশী কার্যকর এবং : secure socket tunneling protocal এর সংক্ষিপ্ত রূপ হল sstp যেটা উইনডোজ সাপোর্ট করে pptp এর চেয়ে sstp অনেক বেশি কার্যকর এবং নিরাপদ হয়ে থাকে
L2TP/IP SEC:
L2TP এর পূর্ণরূপ হল Layer 2 Tunnel Protocal.
(L2TP) এনক্রিপশন করে নাL2TP টানেল তৈরি করে সিকিউর এনক্রিপশনের IPSEC জিনিসটা দেখে L2TP সব ট্রাফিক এনক্রিপশন করে টপ এ যোগ করে তাতে অপশন গুলো আগের চেয়ে অনেক স্লো হয়ে যায়
Open Vpn:
ওপেন Vpn মানে ওপেনসোর্স মানে বোঝা যায় open-source টেকনোলজিতে ওপেন ভিপিএন ইউজ করা হয় ওপেন ভিপিএন এর কনফিগারেশন সবচেয়ে বেশি উন্নত ওয়েব এর জন্য নিরাপদ হিসেবে এটিকে বিবেচনা করা হয়
IKE V2:
IKE V2 এর পূর্ণরূপ হল Internet key exchange version 2.
১৯৯৮ সালে এটি মাইক্রোসফট সিকিউরিটি পার্টনারশিপের মাধ্যমে তৈরি করে যেটা অথেন্টিকেশন এর জন্য pair (প্রটোকল v.59) সার্টিফিকেট ব্যবহার করে
ভিপিএন এর সুবিধাগুলোঃ
- ভালো ভিপিএন (VPN) ব্যবহার করলে তথ্য আদান-প্রদান করার ক্ষেত্রে নিরাপদে তথ্য আদান-প্রদান করতে পারবেন।
- ভাল ভিপিএন (VPN) ব্যবহার করলে আপনার অবস্থান কেউ ট্রাক করতে পারবেনা।
- ভিপিএন (VPN)ব্যবহার করলে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে।
- ভিপিএন (VPN) দিয়ে ব্লক করা ওয়েব সাইটে প্রবেশ করতে পারবেন। মনে করুন, আমাদের দেশে ফেসবুক বন্ধ করে দিলে ভিপিএন ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করতে পারবেন।
- ভিপিএন (VPN) ব্যবহার করলে আপনার প্রকৃত লোকেশন গোপন করে রাখতে পারবেন।
ভিপিএন এর অসুবিধাগুলোঃ
সব কিছুরই সুবিধা অসুবিধা রয়েছে তার মধ্যে ভিপিএন (VPN) ব্যবহারের কিছু অসুবিধা হলো।
- ভিপিএন (VPN) এর সবচেয়ে বড় অসুবিধা হল ভিপিএন (VPN) ব্যবহার করে টরেন্ট ফাইল ডাউনলোড করা যায় না। টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য ইন্টারনেটের উপর নির্ভর করতে হবে।
- আমরা জানি অনলাইনে অনেক ধরনের ক্রাইম হয়ে থাকে,ভিপিএন (VPN) ব্যবহার করে কেউ যেন কোন ধরনের ক্রাইম করতে না পারে তার জন্য সবসময় ভিপিএন (VPN) প্রোভাইডারদের এলার্ট থাকতে হয়। রক্ষণাবেক্ষণ করতে হয়, তাই ভিপিএন (VPN) এর সিস্টেমটাকে বৈধভাবে চালানোর জন্য কর্মস্থলে পারদর্শী লোক নিয়োগ করতে হয়।
- অনেক সময় ক্রিমিনাল ভিপিএন (VPN) Use করে বিভিন্ন ধরনের ক্রাইম করতে চায়। তা ছাড়া হ্যাকাররা বিভিন্ন ধরনের তথ্য হ্যাক করতে চায়।তার জন্য অপরাধীদের ধরতে অনেক সময় কষ্ট হয়ে যায়।
- ভিপিএন (VPN) সার্ভিসের মেথর ফ্রী এবং প্রিমিয়াম হয়ে থাকে। যারা প্রিমিয়াম ভিপিএন ইউজ করতে চায় তার জন্য টাকা দিয়ে ভিপিএন কিনে ব্যবহার করতে হয়।
কি কি কাজে ভিপিএন ব্যবহার করা হয়?
উপরের লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে আপনি জেনে যাবেন কি কি কারনে ভিপিএন (VPN) ব্যবহার করা হয়। তবে আপনি যদি এখনো না জানেন ভিপিএন (VPN) কেন ব্যবহার করা হয় তাহলে জেনে নিন।
আমরা নরমালি যে ইন্টারনেট ব্যবহার করি সেটি পাবলিক নেটওয়ার্ক।পাবলিক নেটওয়ার্কে, প্রাইভেট নেটওয়ার্কের সিকিউর কানেকশন তৈরি করে দেয় ভিপিএন (VPN)।
অনেকে আবার অঞ্চলভিত্তিক ব্লক করা সাইট গুলোতে প্রবেশ করতেভিপিএন (VPN)ব্যবহার করে।
যেমন ধরুনঃ ইউটিউব ঘোষণা দিল বাংলাদেশ থেকে ইউটিউব সাইটে প্রবেশ করতে পারবে না।
যদি কেউ বাংলাদেশ থেকে ইউটিউব সাইটে প্রবেশ করে তাহলে ইউটিউব সাইটটি ব্লক দেখাবে।
তখন আপনি আপনার ডিভাইসের ভিপিএন (VPN) কানেক্ট করে, ভিপিএন এর লোকেশনটা অন্য একটি দেশের সাথে কানেক্ট করে ইউটিউব সাইটে প্রবেশ করতে পারবেন। এবং ইউটিউব ব্যবহার করতে পারবেন।
ভালো ভিপিএন ব্যবহার করে আপনার তথ্য আদান-প্রদান নিরাপদ করতে পারবে।
ভিপিএন (VPN) কিভাবে ব্যবহার করবেন?
অনলাইনে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ভিপিএন (VPN) ব্যবহার করতে পারবেন।
ভিপিএন (VPN) মূলত মোবাইল, কম্পিউটার ল্যাপটপ বা মেশিনে সেটআপ করে ভিপিএন (VPN) ব্যবহার করতে পারবেন।
ভিপিএন (VPN) ব্যবহার করতে চাইলে কিছু ভিপিএন (VPN) টাকা ছাড়া অর্থাৎ ফ্রি, আবার কিছু ভিপিএন (VPN) টাকা দিয়ে অর্থাৎ পেইট পদ্ধতিতে ভিপিএন ব্যবহার করতে হয়।
আপনি চাইলে এখন পর্যন্ত মোবাইল দিয়ে Hotspot shield free তে ব্যবহার করতে পারবেন কিন্তু। কম্পিউটারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন না।
অবশ্যই ভালো