ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম

ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম
ফেসবুক আইডি হ্যাক 


ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম


আশাকরি সকলে ভালো আছেন। যারা ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম জানতে চাচ্ছেন বা ফেসবুক  হ্যাক করার নিয়ম জানতে চাইছেন প্রথমত বলব, আমরা যখন ইউটিউব বা ব্লগ সাইটে প্রবেশ করি। অনেকে চায় কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায় সেগুলো জানতে।

আবার অনেকে ফেসবুক একাউন্ট হ্যাক করতে চায়। অনেকে আবার লিখে সার্চ কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়? যখনি ইউটিউবে সার্চ করে, তখন অনেকগুলো ভিডিও আসে।

সে ভিডিও তে ক্লিক করলে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বলে থাকে। যার ফেসবুক একাউন্ট হ্যাক করবেন তার প্রোফাইল এর লিংকটি নিয়ে এই নির্দিষ্ট একটি ওয়েবসাইটে বা অনেকগুলো ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবে।

সে ওয়েব সাইটের লিংকটি পেস্ট করলে, আপনি আপনার কাঙ্খিত হ্যাক করা ঐ লোকের ফেসবুকের  আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।

আসলে সত্যি কথা হলো, এইভাবে কোন ফেসবুক একাউন্ট হ্যাক করা যায় না। কিছু ইউটিউবার আছে যারা তাদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য মিথ্যে ইনফরমেশন গুলো দিয়ে থাকে।

ফেসবুক আইডি হ্যাক করার ব্যাপারটি নিয়ে ইউটিউব, ব্লগ বা ইন্টারনেট অনেকেই অনেক ভাবে ঘাটাঘাটি করেছে।

Read more: সি সি লোন কি? কিভাবে তুলবেন

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফল হতে পারে নাই। আচ্ছা আপনার কি মনে হয়, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায়। তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন কারণ আমি আজকে আপনাদের জানাবো। যদি ফেসবুক একাউন্ট হ্যাক করা যায়।

কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়? বা ফেসবুক একাউন্ট হ্যাক করার নিয়ম, সেগুলো ব্যাপারে নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা ফেসবুক ইউজার আছেন তাদের জন্য এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ।

 কারন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষার ব্যাপারে কিছু বলা হবে মনোযোগ সহকারে পড়বেন এবং বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন।

ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম


ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম

ফেসবুকের অনার হচ্ছে মার্ক জাকারবার্গ । বর্তমানে ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া বা অনেক বড় একটি কম্পানি।

আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখি 2 মিনিটে ফেসবুক একাউন্ড হ্যাক করুন। তো এত বড় কোম্পানির ইউজারদের একাউন্ড 2 মিনিটে হ্যাক করা যায় সেটা কি আপনার মনে হয়! (ফেসবুক থেকে কিভাবে আয় করা যায়? জানতে এখানে ক্লিক করুন) 

ফেসবুক কম্পানির সিকিউরিটি বা তাদের সিস্টেম ক্রেক করে, কারো আইডি পাসওয়ার্ড বের করে নেওয়া বড় বড় প্রফেশনাল হ্যাকার দের কাছেও অসম্ভব।

তাহলে ভাবুন আপনি কিভাবে 2 মিনিটে ফেসবুক একাউন্ট হ্যাক করতে পারবে।আবার অনেক ভিডিউতে দেখি পুরো ফেসবুকে হ্যাক করতে বলা হয়।

এসব ভিডিও দেখে শুধু হাসি পায়। কোন কাজ আসে না। আবার অনেকে বলে পুরো ফেসবুক টাকে হ্যাক করে ফেলুন, আসলে আপনার কাছে কি!!

প্রফেশনাল দের কাছেও ফেসবুক একাউন্ট হ্যাক করা সম্ভব নয়।  এখন আপনার প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তির ফেসবুক আইডি কি হ্যাক করা যায়? আমি বলব হ্যাঁ যায় কিন্তু কিছু ধুকাবাজি করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায়।

 তাহলে কিভাবে ফেসবুক আইডি হ্যাক করা যায়। চলুন জেনে নেই, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়?

ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম
ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম

কিছু অ্যাপ্লিকেশন 

কিছু অ্যাপ্লিকেশন বা কিছু ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে নির্দিষ্ট কোন একজন ফেসবুক ইউজার এর অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড জানতে পারা যায়।

যার কারণে আইডি পাসওয়ার্ড দিয়ে ওই ব্যক্তির ফেসবুক আইডিতে প্রবেশ করা যায় বা অনেকের মতে হ্যাক করা হয়।

আপনি যদি এই পদ্ধতির মাধ্যমে কোন ব্যক্তি ফেইসবুক একাউন্ট হ্যাক করতে চান, তাহলে নির্দিষ্ট একজনের ফেসবুক একাউন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে ঐ লোকের ফেসবুক একাউন্ড লগইন করতে পারবে। কিন্তু পুরো ফেসবুক টাকে হ্যাক করা কিন্তু অসম্ভব। 

ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম

ফেসবুক আইডি হ্যাক করার APPS


আমাদের মত মানুষ কি কোন একটি নির্দিষ্ট লোকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারব? আমার উত্তর হ্যাঁ পারব। তাহলে কিভাবে? বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেগুলো ফিশিং ওয়েবসাইট।

যে ফিশিং অ্যাটাক এর উপর নির্ভর করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন। ফিশিং এটা কিভাবে কাজ করে? বিভিন্ন ধরনের ফিশিং ওয়েবসাইট আছে, সেগুলোর নাম আমি বলবো না কিন্তু একটা পূর্ণাঙ্গ ধারণা দিব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়। 

এ ফিশিং ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক হ্যাকার সাধারণত ফিশিং সাইট একাউন্ট ক্রিয়েট করে, ক্রিয়েট করার পর ওই সাইট গুলোতে বিভিন্ন ধরনের ক্যাটালগ দেখাবে।

Read more also:  bhoot fm download

যেমনঃ ফেসবুক হ্যাক, ফেসবুক পেজ হ্যাক, ইনস্টাগ্রাম হ্যাক, মানে যেগুলো ফিশিং অ্যাটাক এর মাধ্যমে হ্যাক করা সম্ভব সেগুলোর একটি অপশন দেওয়া থাকবে।

সেখান থেকে আপনি যদি ফেসবুক একাউন্ট হ্যাক করতে চান। তাহলে ফেসবুক অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন, তখন ওখানে ক্লিক করার পর আপনাকে একটি লিংক শু করবে।

এই লিংকটি সাধারণত ফ্রী অবস্থায় সাত দিন পর্যন্ত ভ্যালোয়েট থাকে। ওই ফিশিং ওয়েবসাইট থেকে লিংকটি নিয়ে কি করা হয়। 

যেমনঃ আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করব। ওই ওয়েবসাইট হতে লিংকটা জেনারেট করব, লিঙ্কটা আমি আপনাকে শেয়ার করব বা যার আইডি হ্যাক করবো তাকে লিঙ্ক টা দিবো এবং এমনভাবে শেয়ার করব আপনি ওই লিংকটিতে অন্ততপক্ষে একবার হলেও ক্লিক করবেন।

যেমনঃ আমি লিংকটা দিলাম দেওয়ার পর লিংকের নিচে লিখে দিলাম, লিংকে ক্লিক করে পেয়ে যান সঙ্গে সঙ্গে 500 টাকা 100% গ্যারান্টি। তারপর এইরকম কিছু সুন্দর ছবি দিয়ে দিলাম।

অনেকেই আছে যারা 500 টাকা নেওয়ার জন্য লিংকে ক্লিক করবে। 

লিংকে ক্লিক করলে ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করার জন্য, পপ-আপ মেনু  মত ফেসবুকে হোম পেজ চলে আসবে এবং লিখা থাকবে আপনার ফেসবুকে টাইম আউট হয়ে গেছে, আবার লগইন করুন।

যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন করবে তখনই আপনি অন্য কারো ফেসবুক একাউন্টের অাইডি পাসউয়ার্ড পেয়ে যাবেন।

কোথায় ফেসবুক হ্যাক করার আইডি পাসউয়ার্ড পাবেন? আপনার লিংকে যেহেতু ক্লিক করে fb  হোমপেজে এসেছে, আপনার ফিশিং সাইট এ যে একাউন্টে আছে ওখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন।

যার ফলে আপনি ঐ ব্যাক্তির আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন। মূলত এটিই হল প্রসেস।

আমার মনে হয়, আপনারা অনেক কিছু তথ্য জানতে পারলেন।

যাদের আর্টিকেলটি পড়ে ভালো লেগেছে বা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন।




Next Post Previous Post
29 Comments
  • Unknown
    Unknown ১১ জুলাই, ২০২০ এ ৩:৫৯ AM

    এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    • Unknown
      Unknown ৫ জুন, ২০২১ এ ১০:২৬ PM

      এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

  • Asadullah
    Asadullah ২৪ জুলাই, ২০২০ এ ১:১৯ AM

    সত্যি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন।তবে কিছু ফিশিং সাইটের নাম বলেন, anomor আর কি কি??

    • Unknown
      Unknown ৩০ সেপ্টেম্বর, ২০২০ এ ৭:১৫ PM

      এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    • Unknown
      Unknown ২৩ ফেব্রুয়ারী, ২০২১ এ ৯:৫৪ PM

      Anamor

  • Unknown
    Unknown ২৪ জুলাই, ২০২০ এ ২:৫০ PM

    এই তথ্যটি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ

  • Niloy chowdhury
    Niloy chowdhury ৪ আগস্ট, ২০২০ এ ৬:২৭ PM

    এটা আমিও বিশ্বাস করি কোনো ভিডিও দেখে হ্যাক করা যায় না তবে আপনার কথা গুলো গুরুত্বপূর্ণ

  • Unknown
    Unknown ২২ আগস্ট, ২০২০ এ ১:২৮ AM

    Osadaron post

  • Unknown
    Unknown ২৯ আগস্ট, ২০২০ এ ৫:৪০ AM

    আপনার সাথে যোগাযোগ করতে চাই।🙂

  • Unknown
    Unknown ৮ সেপ্টেম্বর, ২০২০ এ ৬:৩৩ AM

    হ্যাঁ করতে পারেন

  • UJJAL MALLIK
    UJJAL MALLIK ১৬ সেপ্টেম্বর, ২০২০ এ ১২:৪৭ AM

    বর্তমানে ফিশিং লিঙ্ক ও ওপেন হয়না আইডি সিকিউর থাকলে।
    টু স্টেপ ভেরিফিকেশন ব্যাবস্থা অন করে রাখলেই এনাফ।

  • Unknown
    Unknown ১৬ সেপ্টেম্বর, ২০২০ এ ১১:৫৭ PM

    Abloom Rose

  • Harano prem
    Harano prem ২০ সেপ্টেম্বর, ২০২০ এ ১১:১০ AM

    আমি একজনের ফেসবুক আইডির হ্যাক করতে চাই বা তার আইডির পাসওয়ার্ড পেতে চাই সেটা কি ভাবে

    • Unknown
      Unknown ১৩ ফেব্রুয়ারী, ২০২১ এ ৯:৫৩ PM

      ফেসবুক একাউন্ট হ্যাক করা

  • Harano prem
    Harano prem ২০ সেপ্টেম্বর, ২০২০ এ ১১:২২ AM

    স্যার আমি কি ভাবে অন্য আইডি পাসওয়ার্ড ও ইউসার আইডি জানতে পারবো

  • Unknown
    Unknown ২০ সেপ্টেম্বর, ২০২০ এ ১২:৪৪ PM

    আমি একটা আইডি হ্যাক করতে চাই কিন্তু পারি না কি করবো

  • Unknown
    Unknown ৩১ অক্টোবর, ২০২০ এ ৯:৩৩ PM

    এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

  • Earningtake
    Earningtake ১৪ নভেম্বর, ২০২০ এ ৪:০৪ AM

    Thanks

  • Unknown
    Unknown ১ ডিসেম্বর, ২০২০ এ ৮:৪৬ PM

    good information bro Thanks a lot

  • Unknown
    Unknown ১৩ জানুয়ারী, ২০২১ এ ৬:৪৪ AM

    vii apss ar name ki bolban aktu

  • Unknown
    Unknown ২৩ জানুয়ারী, ২০২১ এ ৭:৩০ AM

    Hmm

  • Unknown
    Unknown ১২ ফেব্রুয়ারী, ২০২১ এ ৬:২২ AM

    Thank you very much.
    It would be very useful to name the phishing sites ..?

  • Unknown
    Unknown ২৭ ফেব্রুয়ারী, ২০২১ এ ২:৩২ AM

    স্যার আপনার কথা গুলো সত্তি গুরুত্ত পূর্ন

  • Unknown
    Unknown ২৮ ফেব্রুয়ারী, ২০২১ এ ১০:৫৪ PM

    Very well information🤩

  • All in one Help Tips
    All in one Help Tips ২ মে, ২০২১ এ ১০:২৪ AM

    আমার ব্লগসাইট-এ ফেসবুক হ্যাকিং নিয়ে একটি আর্টিকেল পোস্ট করেছি, এটার জন্য কি অ্যাডসেন্স পেতে সমস্যা হবে?

    • Earningtake
      Earningtake ২৯ মে, ২০২৩ এ ১১:৩৭ AM

      na

  • Unknown
    Unknown ২৯ মে, ২০২১ এ ২:০৮ AM

    Onk valo laglo. Onk kicu jante parlam. Tnx apnk

  • Unknown
    Unknown ১২ আগস্ট, ২০২১ এ ১:৫১ PM

    বললে ভালো হত����

  • Unknown
    Unknown ১২ আগস্ট, ২০২১ এ ১:৫২ PM

    ভিডিও দিলে ভালো হত

Add Comment
comment url