গুগল লেন্স কি? What is Google Lens

গুগল লেন্স কি?

গুগল লেন্স কি? 

বর্তমানে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল। গুগল google এর নাম শোনেনি এমন লোক পাওয়া খুব দুষ্কর ব্যাপার।
 
গুগল আমাদের সবাইকে এমন ভাবে সেবা দিয়ে যাচ্ছে যে, সেবাগুলো পেয়ে আমরা মুগ্ধ।সেই গুগলের একটি সেবা নিয়ে কথা বলবো, আই মিন গুগল লেন্স নিয়ে কথা বলব।

আমরা হয়তো আনেকে এখনো ভাবছি! কোন কিছু জানতে চাইলে গুগল থেকে সার্চ করে জেনে নেই। 
তাহলে গুগল লেন্স আবার কি? এখন কথা বলব, গুগল লেন্স কি সে ব্যাপারে। 

গুগল লেন্স ? 

গুগল লেন্স হল, একটি পাওয়ারফুল অ্যাপ্লিকেশন। গুগল লেন্স অ্যাপ্লিকেশনটি গুগল দ্বারা ডেভলপ করা হয়েছে। 

গুগল লেন্স এর মূল কাজ হলো চিত্র সনাক্তকরণ।গুগল লেন্স যে কোনো অবজেক্টকে রিচার্জ করে মুহুর্তের মধ্যে অবজেক্টের সম্পর্কিত তথ্যাদি ব্যবহারকারীর কাছে তুলে ধরে থাকে।

আরো একটু ভালো ভাবে বোঝানোর জন্য, আপনি যখন গুগল লেন্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তখন আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হবে এবং ক্যামেরাটি যে বস্তু বা প্রোডাক্ট এর উপর ফোকাস করবেন, সেই বস্তু বা প্রোডাক্ট এর সব তথ্য পেয়ে যাবেন।


(আরও পড়ুন)



গুগল লেন্স এর ব্যবহার ও সুবিধাঃ 

গুগল লেন্স অ্যাপ্লিকেশনটি মোবাইলের ক্যামেরা, গুগল ফটো এবং গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ এর সাথে একত্রিত হয়ে কাজ করে। 

প্রথমাবস্থায় গুগল লেন্স সকল ডিভাইসে সাপোর্ট করতো না। শুধুমাত্র এন্ড্রয়েড পিক্সেল স্মার্টফোনে ইউজ করা যেত। 

পরবর্তীতে এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড, আইওএস ডিভাইস গুলোতে গুগল লেন্স অ্যাপ্লিকেশনটি সাপোর্ট করে থাকে। 

সবচেয়ে বড় অসুবিধা হলো, গুগল লেন্স অ্যাপ্লিকেশনটি ন্যূনতম এন্ড্রয়েড ভার্সন মার্শম্যালো ৬.০ বা এরপরের ভার্সনগুলো  ছাড়া সাপোর্ট করে না।





গুগল লেন্স কি?

গুগল লেন্স এর ফিচারগুলো





(আরও পড়ুন)

রাউটার কি? ব্যবহার এবং সুবিধা




অনলাইনে আয় করার জন্য নিচে ক্লিক করে আর্টিকেলগুলো পড়তে পারেন

  1. অনলাইনে আয় করার নিশ্চিত উপায়
  2. বিটকয়েন কিভাবে খরচ এবং উপার্জন করবেন
  3. সিপিএ মার্কেটিং করে প্রতিমাসে অনলাইনে, আয় করুন ১০০০ ডলার
  4. ব্লগ সাইট বানিয়ে প্রতিমাসে অনলাইনে ইনকাম করুন ১০০০ ডলার
  5. নেটওয়ার্ক মার্কেটিং কি? কত টাকা ইনকাম করা যায়।
  6. ফ্রিল্যান্সিং কি ? কিভাবে ফ্রিল্যান্সিং করব A-Z গাইডলাইন
  7. SEO কি ? SEO কেন গুরুত্বপূর্ণ ?
  8. গুগল এডসেন্স কি ? গুগল এডসেন্স থেকে টাকা আয় A TO Z

গুগল লেন্স এর ফিচারগুলো


Smart text selection: গুগল লেন্স এর ফিচার গুলোর মধ্যে একটি অন্যতম ফিচার হলো স্মার্ট টেক্সট সিলেকশন।

মোবাইলের ক্যামেরার মাধ্যমে যেকোনো স্থানে লিখা টাইপ না করে টেক্সট সিলেক্ট করে কপি পেস্ট করা যায়।

Smartly product search and shopping: গুগল লেন্স অ্যাপসটির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এনালাইসিস করে সেই প্রোডাক্টগুলোর, প্রাইস প্রোডাক্টগুলোর যাবতীয় ইনফরমেশন জানতে পারবেন।

Search around you: গুগল লেন্স এর ক্যামেরার মাধ্যমে আপনার বাসা বা বাড়ির চারপাশে নির্দিষ্ট একটি স্থানকে অবজেক্ট করেন। 

(এক্সাম্পল) বাসার গাছপালা, ফুল-ফল, পশুপাখি বা আপনার যা ইচ্ছা সেগুলো নির্দিষ্টভাবে অবজেক্ট করে, গুগল লেন্স এর ক্যামেরার মাধ্যমে পর্যালোচনা করতে পারবেন।




ওয়েব সাইট : https://lens.google.com/ 
গুগল লেন্স ডাউনলোড :  অ্যন্ড্রয়েড এর জন্য 
                                                                             আইওএস এর জন্য





Next Post Previous Post
1 Comments
  • Rasel Hossain
    Rasel Hossain ১৭ জুলাই, ২০২০ এ ১১:৪৮ PM

    Thanks vai

Add Comment
comment url