SEO কি ? SEO কেন গুরুত্বপূর্ণ ?

SEO কি ?


SEO কি SEO কেন গুরুত্বপূর্ণ (2)

(এসইও)SEO একটি সংক্ষিপ্ত শব্দ। (এসইও)SEO মিনিং হচ্ছে S=search. E=engine. O=optimization. অর্থাৎ  (এসইও)SEO হচ্ছ, search engine optimization. আমরা প্রতিদিন google এ কিছু না কিছু search করে থাকি।

গুগোল একটি সার্চ ইঞ্জিন। আমাদের কাছে search engine মধ্যে পরিচিত হলো google. তাছাড়া আরও search engine

যেমন: bing, yahoo রয়েছে। এ সার্চ ইঞ্জিনে যখন সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটি যেন সার্চ ইঞ্জিনের প্রথম পেজে থাকবে, তার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করে, 

ওয়েবসাইটের ভিতরে ও বাহিরে optimization করাকে SEO বলে।SEO করলে সার্চ ইঞ্জিন যেটা বুঝবে সেটা হচ্ছে যে, ওয়েবসাইটটি এসইও(SEO) করা আছে, 

ওই ওয়েবসাইটটির পেজে যে কিওয়ার্ড  অনুযায়ী তথ্য দেওয়া আছে, যখন সার্চ ইঞ্জিনে ওই বিষয় নিয়ে সার্চ করলে, ওই এসইও করা ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে প্রথমে চলে আসবে।

 যখন সাইটটি সার্চ ইঞ্জিনে প্রথমে চলে আসবে তখন থেকে প্রচুর পরিমানে ভিজিটর ওই ওয়েবসাইটে প্রবেশ করবে। (SEO) এসইও করার মূল উদ্দেশ্য হচ্ছে, ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের সবার উপরে বা সবার প্রথমে নিয়ে আসা।

SEO কেন গুরুত্বপূর্ণ ?

 (SEO) এসইও কত ধরনের হয়ে 

থাকে ? সেগুলো কি কি? 


কাজের ধরন অনুযায়ী সাধারণত  (SEO) এসইও তিন ধরনের হয়ে থাকে
  1. (Whit Hat SEO)হোয়াইট হ্যাট এসইও
  2. (Black Hat SEO) ব্ল্যাক হ্যাট এসইও  
  3. (Gray Hat SEO) গ্রে হ্যাট এসইও

(Whit Hat SEO) হোয়াইট হ্যাট এসইও 

হোয়াইট হ্যাট এসইও হোয়াইট হ্যাট এসইও হচ্ছে, যে পদ্ধতির মাধ্যমে কোন ধরনের স্পামিং না করে অর্থাৎ লিগ্যাল ভাবে কাজ করে, সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট রেঙ্ক করানো পদ্ধতি হচ্ছে, হোয়াইট হ্যাট এসইও।

হোয়াট হ্যাট এসইও করলে ওয়েবসাইটের কোন রিক্স থাকেনা সেই কারণে, হোয়াইট হ্যাট এসইও সকল সার্চ ইঞ্জিন সাপোর্ট করে। 
হোয়াইট হ্যাট এসইওকে কাজের ধরন অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়।

  • (PAID SEO) পেইড এসইও
  • (ORGANIC SEO) অর্গানিক এসইও

(PAID SEO) পেইড এসইও

পেইড এসইও করার জন্য গুগলকে টাকা দেওয়া হয়। (PAID SEO) করে গুগল থেকে আপনার ওয়েবসাইটটিতে ভিজিটর নিয়ে আসতে পারবেন এবং যে কয় একজন ভিজিটর আপনার সাইটে প্রবেশ করবে, 

(paid seo) এর মাধ্যমে গুগল থেকে আপনার ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রতি ক্লিকে, গুগলকে আপনি টাকা পে করতে হবে। পেইড এসইও করলে গুগলের প্রথম পেজে সবার উপরে আপনার ওয়েবসাইট নিয়ে যেতে পারবেন এবং প্রচুর পরিমানে ভিজিটর পাবেন।

(ORGANIC SEO) অর্গানিক এসইও

(ORGANIC SEO) অর্গানিক এসইও করার জন্য গুগল কে কোন ধরনের টাকা দিতে হবে না। তাই অন্যভাবে এটিকে অর্গানিক এসইও বলা হয়।

SEO কি? SEO কেন গুরুত্বপূর্ণ? এসইও কিভাবে শিখবো?
আপনার নলেজকে কাজে লাগিয়ে একটু পরিশ্রম করে, আপনার ওয়েবসাইট (SEO)এসইও করার জন্য, 

এমন কিছু টেকনিক আছে, যে টেকনিক গুলো ব্যবহার করে ওয়েবসাইটে কিছু জিনিস আছে, যেগুলো চেঞ্জ করে গুগল সার্চ ইঞ্জিনকে বুঝাতে হবে,

 আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড অনুযায়ী তথ্য আছে, তাহলে অর্গানিক (SEO)এসইও এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটি গুগলের(google) প্রথম পেজে আনতে পারবেন। 


  • (ONPAGE SEO)অনপেজ এসইও
  • (OFFPAGE SEO)অফ পেজ এসইও।



(ONPAGE SEO)অনপেজ এসইও। 

অনপেজ এসইও(Onpage Seo) হচ্ছে ওয়েবসাইট এর ভিতরে এমন কিছু কাজ করা যে, কাজগুলো ঠিকঠাকমতো করার ফলে, 

বিভিন্ন সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটটি র‍্যঙ্ক করে বা সার্চ ইঞ্জিনে প্রথম পেজে আনার উদ্দেশ্যেই হল (ONPAGE SEO)অন পেজ এসইও।আপনার ওয়েবসাইটটি (ONPAGE SEO)অন পেজ এসইও ভালোমতো করতে পারলে আপনার ওয়েবসাইটের নাম লিখে, 

সার্চ ইঞ্জিনে সার্চ দিলে, খুব সহজে সার্চ ইঞ্জিন খুঁজে পাবে।
অনপেজ এসইও দুই প্রকার
  • (Technical SEO) টেকনিক্যাল এসইও
  • (Page Optimization) পেজ অপটিমাইজেশন 

SEO কি ? SEO কেন গুরুত্বপূর্ণ ? এসইও কিভাবে শিখবো ?

একটি ওয়েবসাইট (ONPAGE SEO) অনপেজ এসইও করতে হলে যে কাজগুলো করতে হয়া তা নিচে দেওয়া হল:
  • Domain.
  • Domain name Optimization, Domain address.
  • Title,keyword,meta description Optimization.
  • Keyword research Optimization.
  • google webmaster tools verify.
  • Sitemap index.
  • Do follow, No follow 
  • Website analysis.
  • Increase website speed.
  • content optimization.
  • HTML tag H1 H2 and H3 Optimization.

(OFFPAGE SEO)অফ পেজ এসইও।


(OFFPAGE SEO)অফ পেজ এসইও, অনেকে যারা তাদের ওয়েবসাইটগুলো গুগলের র‍্যঙ্ক করাতে পারে না, 

আবার অনেকে তাদের নিজের ওয়েবসাইট থেকে আর্টিকেল এর লিংক কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইটে URLসাবমিট করে বা লিংক বিল্ডিং করে, এটাই অফ পেজ এসইও।  

(OFFPAGE SEO) অফ পেজ এসইও জন্য যে সকল কাজ গুলো করতে হয় তা নিচে দেওয়া হল:

  1. Web 2.0.
  2. Link Building.
  3. Froum posting.
  4. Article Submission.
  5. Social Bookmarking.
  6. Review Submission.
  7. PDF Submission.
  8. Video Submission.
  9. Image Submission.
  10. Directory Submission.
  11. Guest Post.
  12. Email marketing.






(Black hat SEO) ব্ল্যাক হ্যাট এসইও


যে পদ্ধতিতে সার্চ ইঞ্জিনগুলো কে বোকা বানিয়ে, অবৈধ উপায়ে বিভিন্ন রকম স্পামিং করে, ওয়েবসাইটকে প্রথম পেজে সবার উপরে সার্চ ইঞ্জিনের নিয়ে আসা। 

বা অবৈধ পদ্ধতিতে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করানোই ব্ল্যাকহেড এসইও বলে। ব্ল্যাক হ্যাট এসইও কোন সার্চ ইঞ্জিন সাপোর্ট করে না।

ব্ল্যাক হ্যাট এসইও করলে সার্চ ইঞ্জিনগুলো ধরতে পারলে যেকোনো সময় আপনার ওয়েবসাইটটি প্লান্টি খেতে পারে। যার কারণে পরবর্তীতে আপনার ওয়েবসাইটটি শত চেষ্টা করলে আপনার ওয়েবসাইটটি র‍্যাঙ্ক নিয়ে আসতে পারবেন না।

আমি সাজেস্ট করবো কোন সময় ব্ল্যাক হ্যাট এসইও করবেন না। যদি পারেন ওই সময়টুকু অর্গানিকস এসইও করবেন। যে কাজগুলো করতে হয় ব্ল্যাকহেড এস এর জন্য তা হলো


  1. Doorway page.
  2. Keyword Stuffing.
  3. Invisible Article.
  4. Duplicate content.
  5. Paid Backlink


গ্রে হ্যাট এসইও(seo)

হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও সংমিশ্রণ করে যে, পদ্ধতিতে এসইও করা হয় সেটি গ্রে হ্যাট এসইও।


(SEO)এসইও কিভাবে শিখবেনঃ 

আমাদের মধ্যে অনেকে যারা ভাবেন এসইও শেখার জন্য কোন প্রতিষ্ঠান বা অভিজ্ঞ কারো কাছে থেকে শিখতে হবে। এসইও শিখার জন্য অনেক টাকা প্রয়োজন বা এসইও শিখতে অনেক সময় লাগে। 

ব্যাপারটা হচ্ছে, অনলাইনে কাজের মধ্যে এসইও কাজটি তুলনামূলকভাবে সহজ। 
এসইও কাজটি শিখে অনেকে অনলাইনে ক্যারিয়ার গড়তে অনেকে চায় বা অনলাইন হতে পেসিভ ইনকাম করতে চায়। 

তাদের জন্য এসইও শিখাটা বেস্ট। এসইও কাজেও অনলাইনে অনেক চাহিদা আছে। এসইও কিভাবে শিখবেন    

ইউটিউব থেকে এসইও শিখা

আমরা সবাই জানি, ইউটিউব একটি ভিডিও শেয়ারিং সাইট। অনেক এসইও এক্সপার্ট আছে যারা।

 তাদের এসইও শেখার ভিডিও গুলো ইউটিউবে আপলোড করে থাকে। ইউটিউবে সার্চ বারে লিখবেন how to learn seo তাহলে আপনার সামনে ইউটিউব থেকে অনেকগুলো ভিডিও আসবে। 

সে ভিডিও দেখে এসইও শিখতে পারেন। এক্ষেত্রে আপনাকে নিজেই কষ্ট করে ভিডিও দেখে এসইও শিখতে হবে। এই পদ্ধতিতে কেউ আপনাকে হাতে ধরিয়ে এসইও শিখাবে না। 

যদি ইউটিউবে ভিডিও দেখে এসইও শিখতে না পারেন, তাহলে গুগোল সার্চ করে এসইও আর্টিকেল পড়তে পারেন এবং সেখান থেকে শিখতে পারেন। 

তাও যদি শিখতে না পারেন, তাহলে আপনার আশেপাশে এমন কেউ যদি থাকে এসইও অভিজ্ঞ তাহলে সেই ব্যক্তির কাছ থেকে এসইও শিখতে পারেন। সর্বশেষ পদ্ধতি হলো ট্রেনিং সেন্টার। ইউটিউব থেকে আয় করবেন যেভাবে A To Z

ট্রেনিং সেন্টারের মাধ্যমে এসইও (seo) শেখা 

বর্তমানে অনলাইনে ইনকাম করার জন্য অনেকেই আগ্রহী, তাদের আগ্রহকে কাজে লাগিয়ে কিছু কিছু ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে। যারা আপনার কাছ থেকে অনলাইনে ইনকাম করার কথা বলে অনেক টাকা হাতিয়ে নিয়ে থাকে। 

তাই আপনি যে ট্রেনিং সেন্টার থেকে এসইও শিখবেন, সেই ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত ভাবে জানুন, আজও পর্যন্ত কেউ সেই ট্রেনিং সেন্টার হতে এসইও শিখে ইনকাম করতে পারছে কিনা। 

সেটা জেনে তারপর ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন।

(seo)এসইও কেন গুরুত্বপূর্ণ

এসইও গুরুত্ব অপরিসীম। মনে করুন, আপনি একটি কোম্পানির মালিক। 

আপনার কোম্পানিতে অনেকগুলো গুণগতমানসম্পন্ন প্রোডাক্ট রয়েছে। আপনি যদি লোকাল ভাবে সেই, 
প্রোডাক্টগুলো মানুষের কাছে পরিচিত লাভ করতে চান। তাহলে এই প্রডাক্ট গুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে,
 তাহলে আপনার প্রোডাক্টগুলো পরিচিত লাভ পাবে এবং আপনার সেল হবে। 

এটাই হলো লোকাল পদ্ধতি। বর্তমানে ডিজিটাল যুগে যদি ডিজিটাল ভাবে আপনার কোম্পানির প্রোডাক্ট গুলো প্রমোট করতে চান তাহলে, একটি ওয়েবসাইট প্রয়োজন হবে। 

ওই ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট গুলো নিয়ে লেখালেখি করবেন, আপনার ওয়েবসাইট এর ভিতরে আপনার প্রোডাক্টগুলোর তথ্যগুলো রাখবেন। 

তখন আপনার ওয়েবসাইটটি বা প্রোডাক্টগুলো অনলাইনে পরিচিত করাতে হবে। সেই জন্য আপনার ওয়েবসাইটটি সবার কাছে, অনলাইনে পরিচিত পাওয়ার জন্য এসইও করাটা খুবই গুরুত্বপূর্ণ ।

ওয়েবসাইটি এসইও করলে আপনার প্রোডাক্ট name লিখে, সার্চ ইঞ্জিনে  সার্চ করলে, search engine আপনার ওয়েবসাইটটি সবার প্রথমে চলে আসবে এবং আপনার সেল হবে।


তাছাড়া আপনি পারলে বর্তমানে দিন দিন হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে , আপনি মার্কেটপ্লেসে ঢুকে কাজ করে অনলাইনে অনেক টাকা আয় করতে পারবেন।(SEO)এসইও মার্কেটপ্লেস গুলো হলো: 



"কিছু কথা, সবাই আর্টিকেলটি পরে কিছুটা এসইও ধারণা পেলে আর্টিকেলটি শেয়ার করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন, সবাইকে ধন্যবাদ।"




Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown ২ এপ্রিল, ২০২০ এ ১১:৩৩ PM

    অনেক কিছু জানতে পারলাম ভাই

  • news in
    news in ২ অক্টোবর, ২০২০ এ ১:৫৪ AM

    আপনার লেখাটি তথ্যসমৃদ্ধ পড়ে খুব ভালো লাগলো সমৃদ্ধ হলাম ধন্যবাদ
    Bengalicity

Add Comment
comment url