সিপিএ মার্কেটিং করে প্রতিমাসে অনলাইনে, আয় করুন ১০০০ ডলার


যারা অনলাইনে ইনকাম করতে চান তারা একবার হলে ও Cpa marketing (সিপিএ মার্কেটিং) শব্দটির সাথে পরিচিত। 
আজকে বুঝাতে চেষ্টা করব Cpa marketing (সিপিএ মার্কেটিং) কি? খায় না মাথায় দেয় এবং সিপিএ মার্কেটিং করে কতটুকু ইনকাম করতে পারবেন?

 

Cpa marketing কি?


Cpa (সিপিএ) শব্দটি একটি সংক্ষিপ্ত মিনিং। 

এবং এর ফুল মিনিং হলো cost per action (কোস্ট পার একশন) Cpa marketing (সিপিএ মার্কেটিং) অনেকটা এফিলিয়েট মার্কেটিং এর মত। 

তবে এফিলিয়েট মার্কেটিংয়ের যেমন প্রোডাক্ট সেল করতে হয় Cpa marketing (সিপিএ মার্কেটিং) এ কোন প্রোডাক্ট সেল করতে হয়না। 

সিপিএ মার্কেটিং এ বিভিন্ন ধরনের অফার থাকে, কেউ যদি অফার গুলো নিতে চায় তাহলে অফারগুলো নেওয়ার জন্য ভিজিটর সেই অফারগুলো এগেনেস্টে রেজিস্ট্রেশন করতে হয়। 

এখানে যিনি Cpa (সিপিএ) মার্কেটিং করছে প্রতিটি ভিজিটর প্রতিটি অফারের রেজিস্ট্রেশন করার কারণে 

তিনি অর্থাৎ সিপিএ মার্কেটর নির্দিষ্ট একটি পেমেন্ট পেয়ে থাকবে।



আরো একটু ভালো ভাবে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ: 

 Cpa marketing (সিপিএ মার্কেটিং) এর কাজগুলো পাওয়ার জন্য, সিপিএ মার্কেটপ্লেস ওয়েবসাইটে প্রবেশ করলেন। 

ধরুন, সিপিএ মার্কেটপ্লেস থেকে একটি কাজ নিলেন, যেমনঃ facebook তাদের সাইটের জন্য কিছু মেম্বার খুজছে। এখানে আপনার কাজ হল, 

আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ভিজিটরদের শুধু ফেসবুক সাইটে রেজিস্ট্রেশন করানো এবং প্রতিটি রেজিস্ট্রেশন এর মাধ্যমে একটি নির্দিষ্ট টাকা ইনকাম করতে পারবেন। 

সিপিএ মার্কেটিং এর বড় সুবিধা হল শুধুমাত্র রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট না নিলেও, শুধুমাত্র ভিজিটর রেজিস্ট্রেশন করার কারণে সিপিএ মার্কেটররা পেমেন্ট পেয়ে থাকে। 

অন্যদিকে এফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে, ভিজিটর রেজিস্ট্রেশন করেও যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট না কিনবে ততক্ষণ পর্যন্ত কমিশন পাবে না। 

তাই বর্তমানে এফিলিয়েট মার্কেটিং এর চেয়ে সিপিএ মার্কেটিং এর পিছনে সবাই ঝুঁকছে।

 Cpa marketing (সিপিএ মার্কেটিং) কেন করবেন:

অনলাইনে ইনকাম করতে চাইলে সবচেয়ে সহজ এবং লাভবান পদ্ধতি হলো অনলাইনে মার্কেটিং করে ইনকাম করা। 
অনলাইন মার্কেটিং এর মধ্যে রয়েছে  এফিলিয়েট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং। 

সবচেয়ে বড় ব্যাপার হলো, অনলাইনে মার্কেটিং করে ইনকাম করার জন্য আপনাকে অনলাইন মার্কেটিং এর সম্পর্কে অনেক বেশি ধারণা রাখতে হবে এবং তার জন্য মার্কেটিং এর বিষয়ে দক্ষ হতে হবে।

 তাই একজন নতুন মার্কেটর অনলাইন মার্কেটিং প্লাটফর্মে নতুন হওয়ার কারণে, প্রথমদিকে সাকসেস হতে পারে না। 

অন্যদিকে নতুনরা শুধুমাত্র সিপিএ মার্কেটিং করে কোন ধরনের গবেষণা ছাড়াই শুধু নিয়ম মত কাজ করে,শুরু থেকে ভালো টাকা উপার্জন করতে পারে। 

তাই যারা অনলাইনে নতুন তারা প্রথমেই সহজভাবে অনলাইন থেকে ইনকাম করার জন্য  Cpa marketing (সিপিএ মার্কেটিং) করা বেস্ট।

 Cpa marketing (সিপিএ মার্কেটিং) করে কত টাকা ইনকাম করা যায়ঃ

সিপিএ মার্কেটিং বলেন বা অন্য কোন মার্কেটিং বলেন, ইনকামের ব্যাপারটা নির্ভর করে সম্পূর্ণ আপনার কাজের উপর। 

নিয়মিত নিয়ম মেনে, সিপিএ মার্কেটিং করলে প্রতি মাসে হাজার ডলার ইনকাম করা ব্যাপার না। 

ধরুন, আপনি যদি ৪ ডলার অফার নিয়ে কাজ করেন। 

প্রতিদিন ২৫ টি একশন কমপ্লিট করতে পারেন, তাহলে প্রতিদিন আপনার ইনকাম হবে ১০০ ডলার এবং প্রতিমাসে এভারেজ ইনকাম হবে প্রায় ২০০০ ডলারের মত। 

যেটা অসম্ভব কিছু নয় এবং তার জন্য আপনাকে অবশ্যই একটু এক্সপার্ট হতে হবে।

Cpa marketing কি? এবং কতটুকু ইনকাম হতে পারে

অনলাইনে আয় করার জন্য নিচে ক্লিক করে আর্টিকেলগুলো পড়তে পারেন

  1. অনলাইনে আয় করার নিশ্চিত উপায়
  2. বিটকয়েন কিভাবে খরচ এবং উপার্জন করবেন
  3. সিপিএ মার্কেটিং করে প্রতিমাসে অনলাইনে, আয় করুন ১০০০ ডলার
  4. ব্লগ সাইট বানিয়ে প্রতিমাসে অনলাইনে ইনকাম করুন ১০০০ ডলার
  5. নেটওয়ার্ক মার্কেটিং কি? কত টাকা ইনকাম করা যায়।
  6. ফ্রিল্যান্সিং কি ? কিভাবে ফ্রিল্যান্সিং করব A-Z গাইডলাইন
  7. SEO কি ? SEO কেন গুরুত্বপূর্ণ ?
  8. গুগল এডসেন্স কি ? গুগল এডসেন্স থেকে টাকা আয় A TO Z


সিপিএ তে কি কি অফার পাওয়া যায়ঃ

সিপিএ তে যে ধরনের অফার পাওয়া যায় তার মধ্যে হলোঃ
Pay per download: cpa তে  Pay per download অফার গুলো মূলত গেম ডাউনলোড, সফটওয়্যার ডাউনলোড ইত্যাদি হয়ে থাকে।

Pay per lead: Pay per lead অফার গুলো বিভিন্ন সাইটে সাইন আপ করা অথবা ইমেইল সাবমিট ইত্যাদি হয়ে থাকে।

Pay per sale: Pay per sale অফার গুলোতে সেল জাতীয় যেমনঃ হেলথ, ইন্সুরেন্স ইত্যাদি। আরো কিছু অফার রয়েছে যেমনঃ Financial, Casual Dating, Health and Beauty, Gaming, PIN Submit, Survey, Mobile App, Travel, Ecommerce ইত্যাদি।

সিপিএ অফার গুলো কোথায় পাওয়া যায়ঃ সিপিএ মার্কেটপ্লেস বলতে, যেখান থেকে সিপিএ অফার গুলো পাওয়া যায়। 

বিশ্বে প্রায় ৫৫০ এর উপরে সিপিএ মার্কেটপ্লেস রয়েছে। 

সিপিএ মার্কেটপ্লেসের মধ্যে সবচেয়ে বড় মার্কেটপ্লেস গুলো হলঃ
  • Maxbounty,
  •  Peerfly,
  •  Neverblue, 
  • affiliaxe, 
  • A4D, 
  • Clickbooth, 
  • Clickdealer

এই মার্কেটপ্লেসগুলোর খুবই জনপ্রিয় এবং এদের cpa রেইট বেশি দিয়ে থাকে।
তবে এখানে একাউন্ট এপ্রুভ পাওয়া অনেক কঠিন।
তাই যারা নতুন তারা এইসব নেটওয়ার্কে কাজ না করাই ভালো। 

যারা সিপিএ মার্কেটিং এর নতুন এবং সিপিএ নেটওয়ার্ক মার্কেটপ্লেস এপ্রুভ পাওয়ার জন্য কিছু সহজ মার্কেটপ্লেস হলোঃ

  1. Adworkmedia,
  2.  Cpalead, 
  3. Cpagrip
  4. Adscendmedia ইত্যাদি।

যারা মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং করতে চাইছেন তাদের জন্য সিপিএ মার্কেটপ্লেসগুলোর হলোঃ
YeahMobi, ClicksMob, Matomy, ClickDealer, Avazu, Private, Exchange (APX), GoWide.

সিপিএ মার্কেটিং করতে হলে আপনার প্রয়োজন হবেঃ

  • মোটামুটি ভালো একটি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।
  • কম্পিউটারের অথবা ল্যাপটপে মডেম কিংবা ব্রডব্যান্ড দ্বারা অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

Next Post Previous Post
2 Comments
  • Earn Money BD
    Earn Money BD ২৫ অক্টোবর, ২০২০ এ ১১:১৪ AM

    চমৎকার একটি তথ্য আমাদের সাথে শেয়ার করলেন. তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ- অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং

    ডিজিটাল মার্কেটিং করে আয় করুন

    সম্পূর্ণ ফ্রীতে একটি ওয়েবসাইট তৈরি করুন

  • Anita Ghosh
    Anita Ghosh ১৪ ডিসেম্বর, ২০২০ এ ৮:৪২ AM

    Thanks For Share This Information

    CPA Marketing কি? সিপিএ মার্কেটিং এর লাভ ও উদাহরণ 2021

Add Comment
comment url