বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম 

 

বিকাশ একাউন্ট বন্ধ --- বিকাশে যেমন, লেনদেন করা সুবিধা তেমনি অসুবিধাও রয়েছে। বিকাশ একাউন্ট যে পরিমানে খোলা হচ্ছ, একমাত্র বিকাশের ক্যাশ আউট এর অতিরিক্ত চার্জ কাটার কারণে, অনেকেই তাদের বিকাশ একাউন্ট বন্ধ করতে চাচ্ছে। তাই গুগল বা ইউটিউবে সার্চ করে বিকাশ একাউন্ট বন্ধ  করাতে,  বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম জানতে চায়, তাছারা বিকাশ একাউন্ট বন্ধ করার জন্য অনান্য কারন তো আছেই।

বিকাশ এর মত মোবাইল ব্যাংকিং আরো অনেকগুলো যেমনঃ ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, ও নগদ রয়েছে। 

তবে সবচেয়ে পপুলার হল বিকাশ মোবাইল ব্যাংকিং।বিকাশ এতটাই প্রপুলার যার কারণে, প্রায় সবাই  জানে বিকাশ একাউন্ট খোলার জন্য এনআইডি কার্ড প্রয়োজন হয়। 

 মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দূর-দূরান্তে টাকা পাঠানো বা টাকা উঠানোর জন্য বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে এবং বিকাশ একাউন্ট খোলার জন্য পরিবারের অন্য একজন সদস্যের জাতীয় পরিচয় পত্র দিয়ে হলেও বিকাশ একাউন্ট খুলে থাকে। যা পরবর্তীতে পরিবারের যে কেউ ব্যবহার করতে পারে। 

অন্যের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করাটা যদি ঠিক না তবে, অনেকেই এনআইডি কার্ড হাতে না পাওয়ার জন্য অন্যের এনআইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে থাকে। 

অনেকে তো আবার পুরাতন বিকাশ একাউন্ট বন্ধ করে নতুন বিকাশ একাউন্ট খুলতে চায়। 

নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম

আজকের এই পোষ্ট পড়লে জানতে পারবেন, 

  1. কিভাবে বিকাশ একাউন্ট বন্ধ করতে হয়। 
  2. কিভাবে বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে হয়। 
  3. একটি অ্যাকাউন্ট দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খুলতে পারবেন। 
  4. কিভাবে বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন করবেন। 
  5. কিভাবে আপনার বিকাশ একাউন্ট এর টাকা হ্যাকারদের হাত থেকে বাঁচবেন। 
প্রথমে আসি, 

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম গুলো নিয়ে।প্রথমত, 

কিভাবে বিকাশ একাউন্ট বন্ধ করা যায়।

অনেকেই বিকাশ একাউন্ট ব্যবহার করছে, কিন্তু এখন বিকাশ একাউন্টে লেনদেন করতে চায় না। যার কারণে বিকাশ একাউন্ট বন্ধ করতে চায়। 

তাদের মধ্যে অনেকেই গুগোল এ সার্চ করে থাকে, কিভাবে বিকাশ একাউন্ট বন্ধ করা যায় বা বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে জানতে চায়। 

আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিকাশ একাউন্ট ব্যবহার করে খুশি বা সন্তোষজনক। আবার অনেকেই বিকাশের প্রতি ট্রান্জাক্শন-এ প্রতি হাজার 20 টাকা করে কেটে রাখা বা দেওয়া এটি অনেকে পছন্দ করে না। 

তাছাড়া সিম হারিয়ে যাওয়া, হারানো সিম একটিভ না করার কারণে বিকাশ একাউন্ট বন্ধ করা। পুরাতন বিকাশ একাউন্ট বন্ধ করে নতুন একটি বিকাশ একাউন্ট খোলা। 

বিকাশ একাউন্ট এর পরিবর্তে আরো অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করার জন্য বিকাশ একাউন্ট বন্ধ করা ইত্যাদি সমস্যার কারণে অনেকেই বিকাশ একাউন্ট বন্ধ করতে চায়। 

তাই আজকের বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম গুলো নিয়ে এখন আলোচনা করবো বা বিকাশ একাউন্ট ডিলিট করার নিয়ম গুলো সম্পর্কে জানাবো।

বিকাশ একাউন্ট ডিলিট করার নিয়ম 

বিকাশ একাউন্ট ডিলিট করার নিয়ম


আপনি যদি চান আপনার পুরাতন বিকাশ একাউন্ট ডিলিট করে নতুন বিকাশ একাউন্ট খুলবেন সেটাও সম্ভব কী। তবে আপনি যদি মনে করেন বিকাশ একাউন্ট বন্ধ করার জন্য বা বিকাশ একাউন্ট ডিলিট করার জন্য সিম্প্লি বিকাশ অ্যাপস বা বিকাশ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে নিবেন। সেটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ, বিকাশ একাউন্ট খোলার মত বিকাশ একাউন্ট বন্ধ করতে ও সামান্য একটু কষ্ট হয়ে থাকে। (how to closing bkash account)

বিকাশ একাউন্ট বন্ধ করার জন্য প্রথমে আপনাকে নিকটবর্তী বিকাশ অফিসে যোগাযোগ করতে হবে। তাছাড়া 


how to closing bkash account
তাছাড়া যিনি বিকাশ একাউন্টের ওরজিনাল মালিক অর্থাৎ মনে করুন, আপনার এনআইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খোলা হয় নাই বা আপনার কোন এনআইডি কার্ড নাই। আপনার পরিবারের যে কোনো সদস্য যেমনঃ ভাই, বোন, বাবা, মা, তাদের মধ্যে একজনের এনআইডি কার্ড দিয়ে আপনার মোবাইলে থাকা বিকাশ একাউন্ট খোলা হয়েছে। 

এক্ষেত্রে বিকাশ একাউন্টের প্রকৃতপক্ষে মালিক আপনি না। প্রকৃতপক্ষে মালিক হচ্ছে আপনার পরিবারের যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খোলা হয়েছে সেই প্রকৃত পক্ষে সেই বিকাশ একাউন্টের মালিক।

তো বিকাশ একাউন্ট বন্ধ করতে হলে প্রথমে প্রকৃতপক্ষে যিনি মালিক তাকে সঙ্গে করে নিকটবর্তি বিকাশ অফিসে যেতে হবে এবং সেখানে আপনার বিকাশ একাউন্ট বন্ধ করতে চান সেটি বিকাশ অফিসের কাস্টমার সার্ভিস অর্থাৎ বিকাশ কাস্টমার কেয়ার অফিসার কে জানাতে হবে। 

তাহলে তিনি আপনাকে আপনার বিকাশ একাউন্ট বন্ধ করার জন্য যথেষ্ট পরিমান হেল্প করবে বা সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করবে।

বিকাশ একাউন্ট বন্ধ করার জন্য বা বিকাশ অফিসে বিকাশ একাউন্ট বন্ধ করার উদ্দেশ্যে যাওয়ার আগে দুটি কাজ করতেই হবে।
  • প্রথমত যিনি বিকাশ একাউন্টের প্রকৃতপক্ষে মালিক সরাসরি তিনি ও তার এনআইডি কার্ড সহ বিকাশ অফিসে নিয়ে যেতে হবে। 
  • বিকাশ অফিসে যাওয়ার পূর্বে, বিকাশ একাউন্ট বন্ধ করার পূর্বে অবশ্যই আপনাকে বিকাশ একাউন্টের ব্যালেন্স 0 করে দিতে হবে।

কিভাবে বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন করতে হয়ঃ


বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন করার জন্য আপনি সরাসরি বিকাশ এপসের মাধ্যমে কিংবা বিকাশ হেল্প লাইন থেকে সরাসরি বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন করতে পারবেন না। 

বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন করার জন্য যার এনআইডি কার্ড বা বিকাশ একাউন্ট খুলার সময় যে ডকুমেন্ট দিয়ে একাউন্ট খোলা হয়েছে সরাসরি বিকাশ অফিসে সে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং সাথে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেগুলো বিকাশ কাস্টমার অফিসারদেরকে দিলে সেগুলো চ্যাক করে বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন করতে চেষ্টা করবে, সেগুলো হলঃ



একটি nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়

একটা nid দিয়ে শুধু মাএ একটি বিকাশ একাউন্ট খোলা যায়। বিকাশ একাউন্ট খোলার জন্য নরমাললি আপনি বিকাশ পয়েন্ট ও বিকাশ এপস এর মাধ্যমে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। 


বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ১০ এপ্রিল, ২০২১ এ ৪:৫৩ PM

    বিকাশ এজেন্ট দিতেছে না

Add Comment
comment url