ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম, বিষয়টি নতুন একটি ফেসবুকের আপডেট। ফেসবুক এই আপডেটের নতুন একটি আপশন This Profile is Locked এই অপশনটি চালু করেছে। আপনি চাইলে "This Profile is Locked" এই অপশনটির মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল লক  করতে পারবেন।

ফেসবুক প্রোফাইল লক কেন করবেনঃ

আমাদের প্রত্যেকের ফেসবুক একাউন্ট আছে, আবার কিছু কিছু লোক আছে যারা লোকজনের ফেসবুক আইডি হ্যাক করে মানুষের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিতে চায়। আবার বিভিন্ন কারনে ফেসবুক আইডি হ্যাক করার উপায় জানতে চায়। কিছু কিছু লোক আছে যারা মেয়েদের আইডি থেকে ফটো ডাউনলোড করে ফেক আইডি খোলে বিভ্রান্তি করতে চায়, তাই আপনার ফেসবুক আইডি সিকিউর করার জন্য  "This Profile is Locked"এই অপশনটির মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল লক করা থাকলে সবচেয়ে বেশি ভাল হয়। 

ফেসবুক প্রোফাইল লক  করার সুবিধাগুলো

ফেসবুক প্রোফাইল লক করা বা This Profile is Locked করা থাকলে অনেকগুলো সুবিধা আছে যেমনঃ

অচেনা বা ফ্রেন্ড লিস্টে নেই এমন কেউ আপনার প্রফাইলের ছবি সম্পূর্ন রূপে দেখতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না। এতে অন্য কেউ আপনার ছবি ডাউনলোড করে ফেক আইডি খোলার কোন সম্ভাবনা থাকে না। This Profile is Locked থাকলে কিছুটা হলেও আগের থেকে প্রফাইল সিকিউর  থাকবে।

This Profile is Locked যেভাবে করবেন

প্রথমত  facebook profile locked করা অনেকটাই কঠিন ছিল। বর্তমানে ফেসবুকেরর নতুন আপডেটের
সাথে সাথে ফেসবুক প্রফাইল লক করা খুব সহজ হয়ে গেছে। এখন চাইলে সবাই তার ফেসবুক প্রফাইল লক করতে পারবে।






This Profile is Locked করার জন্য ফেসবুক অফিসিয়াল এপসটি ডাউনলোড করতে হবে, facebook app  ডাউনলোড করতে এখানে ক্লিক করুনবর্তমানে বেশিরভাগ লোকজন মোবাইলে ফেসবুক ইউস করে তাই মোবাইল দিয়ে ফেসবুক প্রফাইল লক করা দেখাব।

 
Step 1
 Facebook Apps টি ডাউনলোড হলে মোবাইল ইনস্ট্রল করে নিবেন। তারপর আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নিবেন। 

এখন আপনার ফেসবুকে প্রফাইলের পিকচারে ক্লিক করে আপনার ফেসবুক প্রফাইলে চলে যাবেন যাবেন।
যেমন,
ফেসবুক প্রোফাইল লক


ফেসবুক প্রফাইলে আসলে আপনার ফেসবুক প্রফাইল দেখতে পারবেন।
Step 2 এখন খেয়াল করুম add to story ডান পাশে তিনটি ফোটা আছে, ফোটা তিনটির উপর ক্লিক করুন


Step 3
ফোটা তিনটির উপর ক্লিক করলে নিচে নতুন করে, lock profile অপশনটি পেয়ে যাবেন lock profile ক্লিক করুন
ফেসবুক প্রোফাইল লক

Step 4
lock profile ক্লিক করলে একটু লোডিং নিয়ে নতুন একটি পেইজ ওপেন হবে নিচে থেকে lock your profile টাচ করবেন, তারপর আবার ok ক্লিক করবেন, 


lock your profile টাচ করলে আরও একটি পেইজ ওপেন হবে সেখানে ok টাচ করলে আপনার ফেসবুক প্রফাইল লক হয়ে যাবে 



উপরের ছবিটি খেয়াল করুন you locked your profile অপশনটি চলে আসছে মানে আপনার ফেসবুক প্রফাইলটি লক হয়ে গেছে।
আপনি চাইলে আপনার লক করা প্রফাইলটি আবার আনলক করতে পারবেন।
কিভাবে ফেসবুক প্রফাইল আনলক করবেন সেটি এখন দেখাব।
-------------------------------------------

ফেসবুক প্রোফাইল আনলক করার উপায়

Step 1
আপনার ফেসবুকে প্রফাইলের পিকচারে ক্লিক করে আপনার ফেসবুক প্রফাইলে চলে যাবেন যাবেন।
যেমন,
ফেসবুক প্রোফাইল লক


ফেসবুক প্রফাইলে আসলে আপনার ফেসবুক প্রফাইল দেখতে পারবেন।
Step 2 এখন খেয়াল করুম add to story ডান পাশে তিনটি ফোটা আছে, ফোটা তিনটির উপর ক্লিক করুন


Step 3
ফোটা তিনটির উপর ক্লিক করলে নিচে নতুন করে unlock profile অপশনটি পেয়ে যাবেন unlock profile ক্লিক করুন


Step4..
unlock profile ক্লিক করলে নতুন একটি পেইজ ওপেন হবে, এখান থেকে সিম্পলি তালা অপশন মানে unlock ক্লিক করুন।


Step5..
Unlock ক্লিক করলে নিচে আরও একটি পেইজ ওপেন হবে, এখন আপনি unlock your profile click  করুন।


unlock your profile click  করুলে নতুন আরও একটি পেইজ ওপেন হবে শুধু আপনি ok click করলে আপনার লক করা প্রফাইলটি খুলে যাবে মানে  facebook profile unlock  হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url