ডোমেইন কি? (What is domain in bangla)- বিস্তারিত



ডোমেইন কি? (What is domain in bangla)- বিস্তারিত

ডোমেইন কি? (What is domain)- ডোমেইন শব্দটির সাথে আমরা কম বেশি অনলাইন জগতে পরিচিতি। যারা ডোমেইন শব্দটির সাথে নতুন তাহলে ভাবছেন ডোমেইন কাকে বলে? আর যারা ডোমেইন কি সেটা জানে তাহলে কিভাব ডোমেইন কিনব বা কিনবে সেটা সম্পর্কে জানতে চায়। তাই আজকে যারা নতুন বা পুরাতন ডোমেইন কি? বিষয়টি না জানেন বা কম জানেন তাহলে ডোমেইন এর ব্যাপারটি সম্পূর্ন জানতে পারবেন। প্রথমে আসি ডোমেইন কি? (What is domain)?

ডোমেইন কি? (What is domain)

ডোমেইন জিনিসটা বোঝতে হলে আগে বুঝতে হবে ডোমেইন নেম কি? ডোমেইন নেম বলতে গেলে সাধারনত একটি নির্দিষ্ট ডোমেইন এড্রেসকে বোঝায়। ডোমেইন এর এড্রেসকে সাধারনত ওয়েবসাইট এর নাম কে বোঝায়। এবং এই ডোমেইন এর নামটি আপনার সাইটের এড্রেস ও বলে থাকে। হয়ত বা আপনি কিছুই বোঝতে পারছেন না বিষয়টি বিস্তারিত ভাবে বোঝানোর জন্য সিম্পলি একটি উদাহারন দিয়ে ক্লিয়ার করে দিব। 

ধরুন, আপনি ঢাকায় থাকেন। আপনার বন্ধুরা মিলে প্লান করলেন কোথাও বেড়াতে যাবেন এবং সাবাইকে বলে দিলেন আগামী দিন সবাই সকাল ১০ টায় মিরপুর ১০ নম্বর ওভার ভ্রিজের নিচে থাকতে। সেখান থেকে সবাই এক সাথে বেড়ানোর উদ্দ্যেশে রওনা দিবেন। এখানে কিন্তুু সবাই একসাথে বেড়ানোর জন্য  মিরপুর ১০ নম্বর ওভার ভ্রিজকে এড্রেস হিসেবে ব্যাবহার করছেন। কারন ওখানে সবাই এসে একসাথে হওয়ার পর যাবেন। 

আমি বোঝাতে চাইছি, কোনো ওয়েবসাইটের এড্রেস জানলে ব্রাউজ করে সেই সব সাইটে প্রবেশ করতে পারবেন। যেমনঃ বাংলাদেশের বহুল জনপ্রিয় সংবাদ পএ হল prothomalo আপনি যদি অনলাইনে prothomalo থেকে খবর পড়তে চান তাহলে আপনাকে প্রথম আলো সাইটে প্রবেশ করতে হবে। তারজন্য আপনাকে prothomalo.com লিখে সার্চ করে সেই ওয়েবসাইটে যেতে হবে। এখানে জাস্ট prothomalo হলো প্রথম আলো সাইটের এড্রেস এবং prothomalo.com সম্পূর্নটি হল প্রথম আলো সাইটের ডোমেইন নেম এবং prothomalo পরে যে .com হল সেটা হল ডোমেইন এক্স টেইনশন।

এখন আপনার প্রশ্ন হতে পারে

আপনি prothomalo সাইটের মত আপনি একটি ওয়েব সাইট তৈরী করবেন। আপনি কোন ডোমেইন এক্সটেইনশন ব্যাবহার করবেন। আপনি যদি প্রথম-আলো রিলেটেড সাইট তৈরী করতে চান তাহলে . Com এই টপ লেভেল ডোমেইন নিলে বেস্ট। এখন হয়তবা ভাবছেন টপ লেভেল ডোমেইন কি? এটা আপনাকে নিচে বুঝিয়ে দিব।

ডোমেইন কত প্রকার ও কি কি?


আমরা জানলাম, যে কোনো ওয়েবসাইটের নামকে ডোমেইন নেম বলে। এখন জানব, ডোমেইন এর প্রকারভেদ নিয়ে। ডোমেইন বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমনঃ
    1. TLD = Top. Level. Domain 

    2. gTLD = Generic. Top. Level. Domain 

    3. 0SLD = Sub. Level. Domain

    4.. CcTLD = Country. Code. Top. Level. Domain 

    আপনি হয়তবা এই ডোমেইনগুলো কি বুঝতে পারছেন না তাই নিচে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

    ডোমেইন কি?,What is domain,ডোমেইন রেজিস্ট্রেশন কি,গণিতের ডোমেইন কি, ডোমেইন কি কত প্রকার,ডোমেইন কাকে বলে,ডোমেইন নেম কি,ডোমেইন এর কাজ কি,ডোমেইন হোস্টিং,
    ডোমেইন কি? (What is domain)

    Top Level Domain (LTD)

    টপ লেভেল ডোমেইন হচ্ছে ডোমেইন এর শেষের এক্সটেইনশন বা ডোমেইনের শেষের অংশটা যেমনঃ .Com, .bd, .Uk.  টপ লেভেল ডোমেইন  : ১) country code top level domain এবং ২) Generic top-level domain
    প্রথমে,

    country code top level domain  : 

    যে কোনো দেশের শেষের . দুই অক্ষর বিশিষ্ট ওয়ার্ডগুলোকে country code top level domain বলে। যেমন : ধরা যাক, http://www.passport.gov.bd  এটি একটি বাংলাদেশী সরকারী ওয়েবসাইট। এখানে http://www.passport.gov এই অ্যাড্রেসটির শেষের দুই অক্ষর . bd থাকার কারনে বোঝতে পারা যায় এটি একটি বাংলাদেশী সরকারী সাইট। শুধু বাংলাদেশে নয় বিভিন্ন দেশের সরকারী সাইটগুলোতে তাদের দেশের  country code top level ডোমেইন ব্যাবহার করে নিচে কিছু  country code top level ডোমেইনের উদাহরণ দেওয়া হলো–
    bd -  (bangladesh) top level domain
    uk - (United Kingdom) top level domain
    us -  (United States) top level domain
    sa - (saudi arabia)top level domain
    ch - (Switzerland) top level domain
    za - (South Africa) top level domain

    ja - (japan) top level domain
    ca - (canada)top level domain
    au - (australia) top level domain
    sg - (singapure) top level domain
    my - (malaysia) top level domain
    cn - (china) top level domain
    in - (india) top level domain
    pk - (pakistan) top level domain


    Generic top-level domain:


    এখন পর্যন্ত ৭ টি Generic top-level domain সবার কাছে প্রচলিত। এই ডোমেইন এর নাম দেখে বুঝা যাবে প্রতিষ্ঠানটি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন–
    .com - বাণিজ্যিক, কমারশিয়াল,প্রতিষ্ঠান,ব্যাক্তিগত সাইটে ব্যাবহার করা হয়
    .org - Organization প্রতিষ্ঠানে ব্যাবহার করা হয়।
    .gov - সরকারি প্রতিষ্ঠানের সাইটগুলোতে .gov ব্যাবহার করা হয়।
    .edu - শিক্ষা, প্রতিষ্ঠানের সাইটগুলোতে ব্যাবহার করা হয়।
    .mil - সামরিক প্রতিষ্ঠানে ব্যাবহার করা হয়।
    .net - Network
    .int -International

    কয়েকটি ডোমেইন এবং হোস্টিং প্রভাইডরের সাইট নিচে দেওয়া হল। আপনি চাইলে এখান থেকে আপনার সাইটের জন্য ডোমেইন পারসেচ করতে পারেন।



    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url