মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি


মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি

বর্তমানে ওয়েবসাইট  তৈরি করার জন্য ওয়ের্ডপ্রেস এবং ব্লগার এর মাধ্যমে সবচেয়ে বেশি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা হয়। আপনি যদি ফ্রিতে আপনার হাতের মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা আয় করতে চান।


আজকের এই আর্টিকেলটি সম্পূর্ন পড়বেন। কারন, আজ থেকে আমি মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার একটি সিরিজ চালু করেছি, এই সিরিজটি কমপ্লিট করলে, কিভাবে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখান থেকে অনলাইনে আয় করবেন তা ও সম্পূর্ন ফ্রিতে এবং হাতে কলমে শিখানো হবে হয়েছে, এবং এই আর্টিকেলটি, ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে অনলাইন থেকে আয় করার ১ম পর্ব, চলুন শুরু করি।website make


মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার প্ল্যাটফর্মঃ


মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার প্ল্যাটফর্মঃ


প্রথমে আসি, মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার বিষয়টা নিয়ে। আপনার প্রশ্ন হতে পারে, আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন আপনি জানতে আগ্রহী একটি 


ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে এবং কত টাকা খরচ হয়। build a website


ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার সিরিজটিতে  আপনি মনোযোগ সহ পড়লে সম্পূর্ন ফ্রিতে ব্লগার এর মাধ্যমে একটি সাইট তৈরী করতে পারবেন। তা ও কোন টাকা খরচ করতে হবে না।


ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে আমি ব্লগার (blogger) প্লাটফর্মটি বেছে নিলাম



ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কেন আমি ব্লগার (blogger) প্লাটফর্মটি বেছে নিলাম।

ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি


ব্লগার (blogger) প্লাটফর্মের মাধ্যমে বর্তমানে অনেকেই, ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা আয় করছে। আমার এই ব্লগ সাইটিও ব্লগারের মাধ্যমে তৈরি করা হয়েছে। এবং এই সাইটি থেকে আমি গুগোল এডসেন্সের মাধ্যমে টাকা আয় করছি।


আমার এই সাইটে কিভাবে এডসেন্স এপ্রুভাল পেলাম জানতে এখানে ক্লিক করুন


আমার এই সিরিজের মূল উদ্দেশ্য হল, ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে এবং ওয়েবসাইট এর মাধ্যমে এডসেন্স এপ্রুভ করিয়ে অনলাইন থেকে টাকা আয় করিয়ে দেখানো।


ব্লগারে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য বেষ্ট। ব্লগারে ব্লগ সাইট তৈরী করলে অপনি অনেকগুলো সুবিধা পাবেন যেমনঃ


  • ব্লগ সাইট তৈরি করার জন্য আলাদা করে ডোমেইন এবং হোস্টিং না কিনলে ফ্রিতে ব্লগ সাইট তৈরী করতে পারবেন। কারন,  ব্লগারে থেকে ফ্রি সাব- ডোমেইন এবং ফ্রি হোস্টিং পেয়ে যাবেন। তাছারা আপনি ইচ্ছা করলে পরবর্তীতে ডোমেইন কিনে আপনার ব্লগ সাইটের জন্য ডোমেইন এড করে নিতে পারবেন। ব্লগারে ডোমেইন এড করলে আপনার ব্লগ সাইটটি প্রফেশনাল দেখাবে। যদি আপনি ব্লগারে নতুন হন, তাহলে টাকা খরচ করে ডোমেইন এড না করাই বেটার।
  • থিম ফ্রি, থিমটা হল আপনি সাইটির স্ট্রাকচার কেমন হবে সেটা দেখায়। ব্লগারে অনেক অনেক থিম আছে যেগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারেন বা থিম ফ্রিতে ব্যাবহার করতে পারেন তবে এই সিরিজটিতে আমি আপনাদের একটি পেইড থিম ফ্রিতে দিয়ে দিব। থিমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
  • ব্লগারে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার আরও একটি কারন হল, ব্লগারে ব্লগ সাইট তৈরি করার সময় কোন কোডিং জানতে হবে না, যে কেউ আমার সিরিজটি পড়ে নিমিশেই মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারবেন।
  • ব্লগারে আপনার সাইটের পোষ্টগুলো খুব সহজে seo এবং সহজে সাজিয়ে নিতে পারবেন।
  • আপনি হয়তবা জানেন না যে, ব্লগার গুগোল এর প্রডাক্ট। ব্লগার গুগোল এর প্রডাক্ট হওয়ার কারনে কিছু নিয়ম মানলে, গুগোল এডসেন্স এপ্রুভ পাওয়া সহজ। যার কারনে আপনি পরবর্তীতে আপনার সাইট থেকে এডসেন্সের মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
  • ব্লগারে আপনি ব্লগ সাইট তৈরি করার জন্য আপনি কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে  ওয়েবসাইট তৈরি করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হল, আমার এই সাইটি আমি মোবাইলের দিয়ে তৈরি করেছি। এবং সমপূর্ন প্রসেসটা আমি এই সিরিজে দেখাব। How to create free blog site in your mobile চলুন এখন কিভাবে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন সেটা দেখাব।


মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি ১ম পর্ব



ব্লগারে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি( build a website)

create your own websiteকরার জন্য প্রথমে একটি জিমেইল একাউন্ট লাগবে। যদি জিমেইল একাউন্ট না থাকে তাহলে একটি জিমেইল একাউন্ট খুলে নিবেন। এটা আপনার প্রথম কাজ হবে।


তারপর, আপনার মোবাইল থেকে ক্রোম (Chrome browser) ব্রউজারটি ওপেন করে নিবেন এখন আপনাকে আপনার ফোনের Chrome browser) ব্রউজারটি  ডেস্কটপ মোড করে নিবেন। 


ডেস্কটপ মোড করার উপায়,

আপনার মোবাইল থেকে ক্রোম (Chrome browser) ব্রউজারটি ওপেন করলে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন। যেমন, নিচে চিএটি দেখুনঃ




থ্রি ডটে ক্লিক করলে বেশ কিছু অপশান পাবেন এখান থেকে সিম্পলি 



Desktop site লিখাটিতে ক্লিক করলে আপনার ব্রাউজারটি ডেস্কটপ মোড হয়ে যাবে।


ব্যাস আমাদের ফোনের ব্রাউজারটি  ডেক্সটপ মোড হয়ে গেল। 

এখন আমাদের blogger সাইটি log in বা প্রবেশ করতে হবে,

তাই ক্রোম (Chrome browser) ব্রউজারটির উপরে সার্চ বক্সে blogger.com লিখে সার্চ করবেন

তাহলে নিচের মত blogger ইন্টারফেস দেখতে পারবেন।





তারপর  create your blog অপশনে ক্লিক করলে আপনার gmail আইডি দিয়, sign in করতে বলবে।




খেয়াল করুন উপরে ছরিটিতে email or phone  এই ঘরটিতে আপনার জিমেইল আইডিটি বসিয়ে নিচে next ক্লিক করলে নিচের মত চিএটি আসবে


তারপর, enter your password এই ঘরটিতে আপনার জিমেইল এর পাসওয়ার্ডটি বসিয়ে  next ক্লিক করলে blogger একাউন্ডটি log in হয়ে যাবে বা  blogger একাউন্ডটি ওপেন হয়ে যাবে।


আশা করি, আপনার জিমেলের আইডি পাসওয়ার্ড দিয়ে blogger একাউন্টিতে প্রবেশ করেছেন। 

ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি প্রথম পর্বে শুধু blogger log in করা দেখানো হল। যদি কোথাও বোঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন।


মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি ২য় পর্বটি পড়তে এখানে ক্লিক করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url