ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির দ্বিতীয় (২য়) পর্ব
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির দ্বিতীয় (২য়) পর্ব
আজকের এই পর্বটি হল, মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির দ্বিতীয় (২য়) পর্ব।create website google
পূর্বের পর্বটিতে, আমরা জানলাম, কি কি পদ্বতিতে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। এই সিরিজে কেন আমি blogger ব্যাবহার করে ব্লগ সাইট তৈরী করব তাও বোঝানো হয়েছে। তাছারা ব্লগারে কিভাবে log in করবেন সেটাও বোঝানো হয়েছে।
আপনি যদি কোথাও বোঝতে সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন, এছারা এই সিরিজের প্রথম পর্বটি মিস করলে,
Read more also,
জেনে নিন ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে
build your own website
যাই হোক, ব্লগারে লগ ইন করতে পারলে, আপনি যদি পূর্বে blogger log in করে কোন ধরনের সাইট তৈরী না করে থাকে, তাহলে নিচের ছবিটির মত ইন্টারফেস দেখতে পারবেন।
এখানে, Tittle এর ঘরে আপনার সাইটের যে টাইটেলটি দিতে চান ইংলিশে সেই টাইটেলটি লিখে NEXT লিখাটিতে ক্লিক করবেন। আমি আমার এই নতুন সাইটের টাইটেল এর নাম উদাহারনসরূপ Earning Tach লিখে Next ক্লিক করলাম, তারপর নিচের মত একটি পেইজ আসবে।
এখানে address এরে ঘরে,আপনি যে নামে ব্লগ সাইট খুলতে চান সে নামটি লিখবেন, খেয়াল করুন address এর ঘরে Trickbd লিখার কারনে address লিখাটি এবং তার নিচে sorry, this blog address is not avaliable লিখাটি লাল কালার হয়ে আছে এবং নিচে আরও একটি জিনিস খেয়াল করুন যেমন, নিচে save লিখাটি hide হয়ে আছে।।
এর কারন হল, আপনার আগে trickbd লিখাটি দিয়ে অন্য কেউ আপনার আগে ব্লগার দিয়ে সাইট খুলে রেখেছে। তাই এটি এবেলএবেল নাই। তাই trickbd লিখাটি নিচ্চে না।
আপনাকে এমন একটি ওয়ার্ড নিতে হবে যেটি দিয়ে এখন পর্যন্ত ব্লগারে সাইট খোলা হয় নাই। আবশ্যই এমন ওয়ার্ড নিতে চেষ্টা করবেন যেন পূর্বে থেকে কেউ ঐ নাম দিয়ে সাইট খুলে না থাকে এবং ওয়ার্ডটি যেন খুবই ছোট হয় এবং ইউনিক হয়, সেই সাথে আপনি যে রিলিটেড সাইট তৈরি করতে চান সেই বিষয় এর উপর ওয়ার্ড যেন হয়। এগুলো মাথায় রেখে ওয়ার্ডটি নির্বাচন করবেন। কারন এখানে যে ওয়ার্ডটি ব্যাবহার করবেন সেটি কখনো ব্লগারে পরিবর্তন করতে পারবেন না, এবং এই ওয়ার্ডটি আপনার সাইটের নাম বা এড্রেস বা ডোমেইন নেইম হবে।
আমি অনলাইনে আয়, এবং ভিবিন্ন টেক এবং টেকনোলজির বিষয় পোষ্ট লিখার জন্য সাইটি খুলব তাই নিচে earningtach ওয়ার্ডটি address বারে লিখব দেখি কি হয়, নিচে ছবিটি খেয়াল করুন
address লিখাটি সবুজ কালার এবং save লিখাটি হলুদ হয়ে গেছে তার মানে earningtach এই এড্রেসটি দিয়ে এখন পর্যন্ত কেউ ব্লগারে সাইট খুলে নাই। মানে এবেলএবল রয়েছে। এবেলএবল থাকলে save লিখাটি হলুূদ হয়ে থাকবে যদি এবেলএবল না থাকে save লিখাটি hide হয়ে থাকবে।আর অবশ্যই address বারে ওয়ার্ড লিখার সময় ওয়ার্ডের মাঝে স্পেস দেওয়া যাবে না।যেমন earning tach লিখা যাবে না। লিখতে হবে স্পেস ছারা যেমন একসাথে earningtake এভাবে লিখতে হবে
যেহেতু address টি এবেলএবল আছে সেহেতু নিচে save অপশনে ক্লিক করলে সাথে সাথে আপনার নিচের মত একটি সাইট তৈরি হয়ে যাবে।
এখন যে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি হয়েছে বা তৈরি করেছেন সেই সাইডটি একদম সাদা মাতা একটি সাইট।
এই সাইটি এখন কারো কাছে কিন্তু গ্রহনযোগ্য হবে না, কারন সাইটের লোকিং ভাল না, পেইজ নাই, কনটেন্ট নাই সমস্যা নাই আমাদের সাথে থাকলে এগুলো সবকিছু সহজে সাইটে সাজিয়ে, গুছিয়ে নিতে পারবেন। আপনি সবার কাছে গ্রহনযোগ্য এমন একটি সাইট তৈরি করতে চাইলে, প্রথমে আপনার একটি থিমস এর প্রয়োজন হবে। প্রফেশনাল ভাবে ব্লগ সাইটি তৈরি করতে চাইলে একটি ভাল মানের থিমস ডাউনলোড করতে হবে। তাই SEO PRO থিমস টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। তাহলেনিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির দ্বিতীয় (২য়) পর্বে টারগেট হবে, tittle, address, ঠিক মত ব্যাবহার করে একটি সাদামাতা ব্লগ সাইট তৈরি করা এবং সেই সাথে একটি থিমস ডাউনলোড করা, যদি কোথাও বোঝতে সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন।
------------৷৷৷৷৷ ----------++--++++++++++++++++++যদি কোন কারন বসত,নিচের চিএটির মত আসে তাহলে থিমটি ডাউনলোড করার জন্য
থ্রি ডটে ক্লিক করবেন তাহলে নিচের মত অপশন আসবে,
সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
address লিখাটি সবুজ কালার এবং save লিখাটি হলুদ হয়ে গেছে তার মানে earningtach এই এড্রেসটি দিয়ে এখন পর্যন্ত কেউ ব্লগারে সাইট খুলে নাই। মানে এবেলএবল রয়েছে। এবেলএবল থাকলে save লিখাটি হলুূদ হয়ে থাকবে যদি এবেলএবল না থাকে save লিখাটি hide হয়ে থাকবে।
আর অবশ্যই address বারে ওয়ার্ড লিখার সময় ওয়ার্ডের মাঝে স্পেস দেওয়া যাবে না।যেমন earning tach লিখা যাবে না। লিখতে হবে স্পেস ছারা যেমন একসাথে earningtake এভাবে লিখতে হবে
যেহেতু address টি এবেলএবল আছে সেহেতু নিচে save অপশনে ক্লিক করলে সাথে সাথে আপনার নিচের মত একটি সাইট তৈরি হয়ে যাবে।
এই সাইটি এখন কারো কাছে কিন্তু গ্রহনযোগ্য হবে না, কারন সাইটের লোকিং ভাল না, পেইজ নাই, কনটেন্ট নাই সমস্যা নাই আমাদের সাথে থাকলে এগুলো সবকিছু সহজে সাইটে সাজিয়ে, গুছিয়ে নিতে পারবেন। আপনি সবার কাছে গ্রহনযোগ্য এমন একটি সাইট তৈরি করতে চাইলে, প্রথমে আপনার একটি থিমস এর প্রয়োজন হবে। প্রফেশনাল ভাবে ব্লগ সাইটি তৈরি করতে চাইলে একটি ভাল মানের থিমস ডাউনলোড করতে হবে। তাই SEO PRO থিমস টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। তাহলে
নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির দ্বিতীয় (২য়) পর্বে টারগেট হবে, tittle, address, ঠিক মত ব্যাবহার করে একটি সাদামাতা ব্লগ সাইট তৈরি করা এবং সেই সাথে একটি থিমস ডাউনলোড করা, যদি কোথাও বোঝতে সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন।
------------৷৷৷৷৷ ----------++--++++++++++++++++++
যদি কোন কারন বসত,
নিচের চিএটির মত আসে তাহলে থিমটি ডাউনলোড করার জন্য
থ্রি ডটে ক্লিক করবেন তাহলে নিচের মত অপশন আসবে,
সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।