ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির তৃতীয় (৩য়) পর্ব

হাটি হাটি পা পা করে, আমাদের ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির ১ম এবং ২য় পর্ব শেষ হয়ে গেল, আজকের পর্বটি হল, ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির তৃতীয়  (৩য়) পর্ব। 


আগের পর্বগুলো মিছ করলে নিতে ক্লিক করে জেনে নিন।

ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির ১ম  পর্ব 

ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির ২য় পর্ব


ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির তৃতীয়  (৩য়) পর্ব

এখন আসি মূল টপিকছে,

ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির তৃতীয়  (৩য়) পর্ব

ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির ১ম ও ২য় পর্বে জানতে পারলাম,

কিভাবে blogger log in করা যায়। blogger সাদামাতা একটি ব্লগ সাইট তৈরি করা যায়।

নতুন একটি ব্লগ সাইট তৈরি হলে, সেই ব্লগ সাইটিকে নিজের মত কাস্টমাইজ করা এবং seo করার জন্য কিছু অপশন এর সাহায্য লাগবে। 


এবং উপরে মার্ক করা থ্রি ডটে ক্লিক করলে অনেক গুলো অপশন আসবে যেমন,
নিচের, চিএটি খেয়াল করুন, যখনই একটি ব্লগারে একটি নতুন ব্লগ সাইট তৈরি করবেন তখন নিচের মত অনেকগুলো অপশন দেখতে পারবেন। যেটাকে ব্লগার ডেসবোর্ড বলে। চলুন ব্লগার ডেসবোর্ড এর সাথে পরিচিতি হয়ে নেই


এখানে, Earning Tach  লিখাটি হল অপনার ব্লগ সাইটের টাইটেল। আপনি ইচ্ছা করলে আপনার সাইটের টাইটেল চেইন্জ করতে পারবেন। সেটা পরে দেখাব।

+ NEW POST: এই অপশনটির মাধ্যমে আপনার ব্লগ সাইটের পোষ্ট গুলো লিখতে পারবেন। ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির তৃতীয়  (৩য়) পর্ব  এই লিখাটিও কিন্তুু আমার সাইটের পোষ্ট।
এবং এই পোষ্টটি লিখার জন্য আমি + NEW POST অপশনটি ব্যাবহার করিছি।

 STATS: এই অপশনের মাধ্যমে 
এই অপশনের মাধ্যমে  আপনার ব্লগ সাইটের ভিজিটর সংখ্যা এবং কোন দেশের ভিজিটর আপনার সাইটে ভিজিট করছে সেটা দেখতে পারবেন।
All timeসবসময় কত জন ভিজিটর ব্লগ সাইটি ভিজিট করছে।
Todayআজ কত জন ভিজিটর ব্লগ সাইটি ভিজিট করছে
Yesterday  গতকাল  কত জন  ভিজিটর ব্লগ সাইটি ভিজিট করছে
This monthএই মাসে কতজন ভিজিটর ব্লগ সাইটি ভিজিট করছে
Last month লাষ্ট মাসে কত জন  ভিজিটর ব্লগ সাইটি ভিজিট করছে সবকিছু দেখতে পারবেন।
Comments: এই অপশনটির মাধ্যমে আপনার সাইটে কি কি কমেন্ট করছে সেগুলো দেখতে পারবেন

Earnings: এই অপশনটির মাধ্যমে আপনার সাইটিতে গুগোল এডসেন্স এর এড সাইটে লাগিয়ে ইনকাম করার অপশন।

Page:  এই অপশনটির মাধ্যমে আপনার সাইটের about us,  বা ভিবিন্ন পেইজগুলো তৈরি করা হয়।

Layout: থিমের লে৷ আউট চেইন্জ করা হয়।

Theme: এই অপশনে থিম চেইন্জ থেকে শুরু করে থিম কাস্টমাইজ পর্যন্ত করা যায়। এগুলো পরে দেখাব।

Setting আশা করি বোঝতে পেরেছেন সেটিং জিনিসটা কি? এই সেটিং অপশন দ্বারা আপনার ব্লগ এর সেটিং করে নিতে পারবেন। মানে আপনার ব্লগ সাইটের সেটিংস গুলো ভুল থাকলে ঠিক করে নিতে পারবেন।

 View blog: এই অপশনে ক্লিক করলে আপনার ব্লগ সাইটে হোম পেইজে বা সরাসরি আপনার ব্লগ সাইটে নিয়ে যাবে।

মোটামোটি আমরা ব্লগার এর ডেসবোর্ডের সাথে পরিচয় হয়ে গেলে, পরবর্তীতে এই  অপশন গুলো আমাদের প্রয়োজন হবে তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এখন আমাদের আজকের মূল কাজ হল, কিভাবে ব্লগারে একটি থিম এড করে সমপূর্ন ব্লগ সাইটি প্রফেশনাল করা।

ব্লগারে থিম এড করার জন্য এখানে ক্লিক করে আগে থিমটি ডাউনলোড করবেন তা না পারলে ১ম পর্বটি দেখে আসতে পারেন।


কিভাবে ব্লগারে থিম এড করব

প্রথমে ব্লগার ডেসবোর্ড থেকে থিম অপশনে ক্লিক করব।


Them  অপশনেে ক্লিক করবেন তাহলে নিচের মত কিছু অপশন দেখবেন




এখন customise এর নিচের এরো চিহ্নটি ক্লিক করলে নিচের মত দেখতে পারবেন


 এখন আবার restore অপশনে ক্লিক করলে
নতুন করে আপলোড নামে অপশন আসবে


এখন সিম্পলি upload অপশনে ক্লিক করে যে থিমটি ডাউনলোড করতে বলেছি সেই থিমটি ডাউনলোড করে আপলোড করে দিলে আপনার সাইটির থিম চেইন্জ হবে এবং সাইটি দেখতে অনেক জুস লাগবে 
নিচে দেখুন,
ব্যাস আজকে কিভাবে ব্লগ সাইটের থিম চেইন্জ করবেন সেটা দেখনো হল, পরবর্তী পর্বে দেখাবো কিভাবে থিমটি কাস্টমাইজ করবেন। 

তাছারা পূর্বের ২ টি পর্ব মিস করলে নিচে ক্লিক করে পড়ে আসতে পারেন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url