সহজে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির চতুর্থ (৪র্থ) পর্ব

সহজে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির চতুর্থ  (৪র্থ) পর্ব


সহজে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির চতুর্থ  (৪র্থ) পর্ব



মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির আজকের পর্বটি চতুর্থ পর্ব। ইতিপূর্বে আমি ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি তিনটি পর্ব আকারে পোস্ট করেছি। যদি তিনটি পর্ব  না পড়ে আসেন তাহলে এই পর্বটি  কিছুই বুঝবেন না। তাই নিচের লিঙ্কে ক্লিক করে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরীর পর্ব গুলো দেখে আসতে পারেন। 




আগের পর্ব গুলোতে আমি দেখিয়েছি কিভাবে একটি ব্লগারে ব্লগ সাইট তৈরি করা হয়। পরিচয় করিয়েছি, ব্লগারের ডেসবোর্ডের সাথে। এবং ব্লগারে একটি থিম আপলোড করে ব্লগ সাইটের চেহারা বা গঠন চেইন্জ করে দেখিয়েছি। আজকের পর্বে থাকবে, কিভাবে ব্লগারের থিম কাস্টমাইজ করে একটি গ্রহনযোগ্য ব্লগ সাইট তৈরি করা যায়।


কিভাবে ব্লগারে থিম কাস্টমাইজ করবেন

আমি আগের পর্বে মানে ৩য় পর্বে দেখিয়েছি কিভাবে ব্লগারে একটি থিম আপলোড করা হয়। এখন, সেই থিমটি কাস্টমাইজ করে দেখাব। এখন আপনাকে পুনরায় আপনার ব্লগারের ডেসবোর্ডে চলে যেতে হবে, আশা করি কিভাবে ব্লগারের ডেসবোর্ড যেতে হয় সেটা পারবেন। না পারলে নিচে কমেন্ট করে জানাবেন।






ব্লগার ডেসবোর্ড থেকে আমাদের layout ক্লিক করতে হবে, তাহলে আপনাকে আপনার ব্লগের layout কাস্টম করে কাস্টমাইজ করে নিতে হবে।

layout ক্লিক করলে নিচের মত layout পেইজে নিয়ে যাবে।



এখন আমরা ব্লগের লগো চেইন্জ করব। তারজন্য আমাদের মোবাইটা ডেক্সটপ মোড করে নিব।

Header logo এই অপশনে একটি কলমের মত দেখতে পারবেন সিম্পলি ওখানে ক্লিক করুন। তাহলে নিচের মত একটি পপ আপ পেইজ শো করবে



এখানে,

Blog title : এই ঘরে আপনার ব্লগ সাইটের টাইটেল চেইন্জ করতে পারেন। বা এই ঘরের টাইটেল লিখাটি মুছে নতুন করে আপনার সাইটের টাইটেল দিতে পারবেন।

Blog discription : এই ঘরে আপনার সাইটেল কিসের উপর তার একটি টাইটেল দিতে পারবেন।


Remove image: এই অপশনটির মাধ্যমে সাইটের ইমেইজটি চেইন্জ করা হয়। আপনার সাইটের ইমেইজটি যদি চেইন্জ করতে চাইলে Remove image  একটি ক্লিক করবেন প্রথম অবস্থায় যদি ইমেইজ চেইন্জ করতে নাও চান তাও করবেন কারন Remove image ক্লিক না করলে বাই ডিফল্ট৷ seo pro  এই থিমের ইমেজটি আপনার সাইটে থেকে জাবে, তাই Remove image ক্লিক করবেন,  যদি ইমেইজ চেইন্জ করতে চান তাহলে নিচের মত chooes file click  করে আপনার লগোটি আপলোড করবেন



যদি Remove image click    করে কোনো লগো সিলেক্ট না করে নিচে save অপশনে ক্লিক করুন তাহলে আপনার সাইটের নামে একটি text  লগো আপনার সাইটে ক্রেইট হয়ে যাবে তার জন্য অবশ্যই save অপশনে ক্লিক করতে হবে।এনং আপনার সাইটি দেখাবে জোস যেমন নিচে খেয়াল করুন



ব্যাস সাইটের টাইটেল, ডিসক্রিপশন, এবং লগো এভাবে চেইন্জ করে নিবেন।


এখন আমাদের ফেসবুক এর লিংকগুলো এই সাইটে এড করব,

তারজন্য ফেসবুক একাউন্টে লগ ইন করে প্রফাইলের লিংটি কপি করবেন


এখন আমরা আমাদের ব্লগারের Layout অপশন আবার চলে যেতে হবে, নিচে মার্ক করা Layout ২ টিতে সোশাল মিডিয়ার লিংকগুলো এড করব,





উপরের follow us এই লেআউট এর কলম মত আইকনটিতে ক্লিক করব।




এখন আমি ফেসবুকের লিংকটি এড করব, তারজন্য facebook এর পাশে edit অপশনে ক্লিক করবেন

তাহলে নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।




এখন url এই খালি ঘরে ফেসবুকের লিংকটি পেস্ট করে, ডানপাশে save ক্লিক করবেন। একই পদ্বতিতে বাকি সোশিয়াল মিডিয়াগুলো youtube, ইন্সটাগ্রাম, লিংকগুলো এড করে নিবেন।লিংকগুলো এড কমপ্লিড হলে নিচে থেকে save ক্লিক করলে লিংকগুলো এড হয়ে যাবে। এভাবে এই থিমের লে আউটে সোশাল মিডিয়া গুলো এড করার জন্য ২ টি follow us অপশন পাবেন। উপরের follow us  অপশনে কিভাবে সোশিয়াল মিডিয়াগুলো এড করবেন সেটা দেখিয়েছি। আপনি একই উপায়ে নিচের follow us অপশনটিতে সোশাল মিডিয়ার লিংকগুলো এড করে নিবেন।


এখন আমারা সবশেষে লেআউট থেকে About secton থেকে আমার সাইটে about us চেইন্জ করে সাইটের সম্পর্কে কিছু লিখব।



এখন নিচে, about us অপশনের পাশে কলম চিহ্নটিতে ক্লিক করুন, তাহলে নিচের মত অপশন গুলো পাবেন


এখানে, 

Tittle : এ অপশনে about us লিখবেন।

caption: এখানে আপনার সাইটি কি রিলিটেড সেই রিলিটেড কেপশন দিয়ে দিবেন।


link: এ অপশনে আপনার home page এর লিংক দিবেন। যেমন; https://earningtake.blogspot.com



তারপর remove image এ ক্লিক করবেন তাহলে ডিফল্ট ইমেজটি মুছে যাবে এবং নতুন একটি ইমেজ আপলোড দিয়ে নিচে থেকে save অপশনে ক্লিক করলে about us অপশনটি চেইন্জ হয়ে যাবে।


আজকে এই পর্যন্ত

আমরা আজকে শিখলাম

lay out অপশন এর

১/ header logo change.

২/

Follow us অপশনে সোশাল মিডিয়া লিংক এড করা।


৩/about us চেইন্জ করে নিজের কেপশন, ইমেজ চেইন্জ করা।


সহজে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির পঞ্চম  (৫ম) পর্বে আমরা lay out এর কাজটা সমপন্ন করে ফেলব।

আমরা ৫ম পর্বে শিখব

১/ কিভাবে ওয়েবসাইটে মেনু এড করা যায়।

২/ কিভাবে ওয়েবসাইটের গুরুত্ব পূর্ন পেইজ গুলো যেমন,অ্যাবাউট আস', কন্টাক আস, প্রাইভেসি পলিসি ,টার্মস এন্ড কন্ডিশন, এই পেইজগুলো অ্যাড করা শিখব।


 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url