ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে আপনার জানতে চাওয়ার কারন হল, আপনি হয়তবা আপনার পার্সোনাল ওয়েবসাইট বা বিজনেসের জন্য ওয়েবসাইট, অথবা ওয়েবসাইট খুলে অনলাইন থেকে আয় করার জন্য ওয়েবসাইট তৈরী করতে চান।তাছারা আপনার ওয়েবসাইট তৈরী করার জন্য, আরও কারন থাকতে পারে। তাই মূলন ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে সেগুলো জানার জন্য আজকের আর্টিকেলটি পড়তে বসেছেন।
তাই আজকের আর্টিকেলটি পড়লে জানতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন হয়, ওয়েবসাইট তৈরির খরচ,
অথবা একটি ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে, সেগুলোর সম্পর্কে জানতে পারবেন। তাছারা এখানে ক্লিক করলে জানতে পারবেন, কিভাবে মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করে ১০০০ ডলার ইনকাম করা যায়।
আরও জানুন,
এখন আমরা মূল টপিকে চলে যাব। ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে,
ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন হয় এবং একটি ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে।
আপনি যদি একটি ওয়েবসাইট বা একটি ব্লগ সাইট তৈরী করতে চান, তাহলে সর্বপ্রথম অনলাইনে যে উপায়ে ব্লগ বা ওয়েবসাইট তৈরী করা হয়, এমন একটি প্লাটফর্ম নির্বাচন করে নিতে হবে।
ব্লগ বা ওয়েবসাইট তৈরী, করার জন্য অনলাইনে অনেক প্লাটফর্ম রয়েছে। তার মধ্যে দুটি প্লাটফর্ম বেস্ট।
- ওয়েবসাইট তৈরী করার জন্য ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম।
- ব্লগ সাইট তৈরী করার জন্য ব্লগার প্লাটফর্ম।
ব্লগার এবং ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে, ব্লগ বা ওয়েব সাইট তৈরী করতে কি কি লাগে এবং এই দুই প্লাটফর্মে একটি ব্লগ সাইট বা একটি ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে এখন জানব।
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরী এবং খরচ
ওয়ার্ডপ্রেস হল বর্তমান এমন একটি প্লাটফর্ম। যার মাধ্যমে খুব সহজে যে কোনো ওয়েবসাইট তৈরী করা যায়।
বর্তমান ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে বেশির ভাগ লোকেরা ওয়েবসাইট তৈরী করছে। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরী করতে চাইলে আপনাকে ; ডোমেইন,হোস্টিং,এস এস এল সার্টিফিকেট,থিম এবং কিছু প্লাগিন্স প্রয়োজন হবে।
এই সবগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আপনি হয়তবা এগুলোর নাম পূর্বে শুনেননি, তাহলে চিন্তা করার কারন নেই, কারন এগুলো আমি নিচে বুঝিয়ে দিব। প্রথমে আসি ডোমেইন কি ?
ডোমেইন কি
ডোমেইন হল একটি ওয়েবসাইটের নাম। বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য একটি উদাহারন দিব। বাংলাদেশের জনপ্রিয় একটি পএিকার নাম হল prothom alo.
আশা করি, prothom alo সাইটি সম্পর্কে কম বেশি সবাই জানি। যখন prothom alo সাইটি ভিজিট করি তখন উপরে ব্রাউজারের এড্রেস বারে দেখতে পারবেন www.prothomalo.com
এখানে prothomalo হল আপনার ডোমেইন নেইম। এবং
.com ডোমেইন এক্সটেনশন। এবং prothomalo.com হল প্রথম আলো সাইটের ঠিকানা বা এড্রেস। এখানে আপনি পএিকা পড়ার জন্য, prothomalo লিখে সার্চ করলে।
প্রথম আলো সাইটি পেয়ে যাবেন, তাই আপনি prothomalo লিখে সার্চ করে prothomalo ওয়েবসাইটে প্রবেশ করলেন, এখানে prothomalo হল prothom alo সাইটের ডোমেন। কোনো একটি ওয়েবসাইটের নাম হল সেই ওয়েবসাইটের ডোমেইন
এক কথায় শেষ, আপনি যখন একটি ওয়েবসাইট তৈরী করবেন, তখন আপনার সাইটে ভিজিটর এর কথা চিন্তা করে একটি ডোমেইন চয়েস করে নিতে হবে। ডোমেইন হল আপনার ওয়েবসাইটের এড্রেস।
আপনার ওয়েবসাইটের ডোমেইন অর্থাৎ ওয়েব সাইটের ঠিকানা বা এড্রেস জানলে যে, কেউ আপনার সাইটে প্রবেশ করতে পারবে।
তাই ডোমেইন নেওয়ার সময় আপনার ভিজিটর এর কথা চিন্তা করে একটি ইউনিক ডোমেইন নিয়ে নিবেন। যদি ডোমেইন কি? কেন ডোমেইন কিনবেন এখন ও পর্যন্ত বোঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন।
ডোমেইন কিনতে কত খরচ হয়,
আমরা জানলাম একটি ওয়েব সাইটের নামকে ডোমেইন বলে। এখন আপনি বলতে পারেন, ডোমেইন কোথায় থেকে পাব এবং ডোমেইন কিনতে কত টাকা লাগবে?
ডোমেইন কোথায় থেকে পাবেন
অনলাইনে কিছু ডোমেইন, হোস্টিং প্রভাইডর আছে যারা আপনাকে টাকা বা ডলার, এক কথায় অর্থের বিনিময়ে ডোমেইন ও হোস্টিং দিয়ে থাকে।
কিছু ডোমেইন,হোস্টিং প্রভাইডর কম্পানির নাম নিচে দেওয়া হলঃ
ডোমেইন কিনতে কত টাকা লাগবে
বর্তমানে আপনি যদি একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরী করতে চান তখন আপনি একটি. COM ডোমেইন নিলেই সবচেয়ে ভাল হয় প্রথমত. Com ডোমেইন ৮০০ থেকে ১০০০ টাকা ভিতরে পেয়ে যাবেন। একটি কথা বলে রাখা ভাল যে ডোমেইন প্রতি বছর পর পর টাকা দিয়ে ডোমেইন রিনিউ করতে হয়।
কিছু কিছু প্রভাইডর আছে যারা প্রথমে ২০০ থেকে ৪০০ টাকার ভিতরে ডোমেইন দিবে কিন্তু এক বছর পর সেই ডোমেইন কে রিনিউ করার জন্য ৮০০ থেকে ১০০০ টাকা পে করতে হবে। আপনি যদি ডোমেইন ক্রয় করতে চান অবশ্যই উপরিক্ত প্রভাইডর কম্পানি গুলো থেকে ডোমেইন কিনবেন এবং আপনার সাইটি সেইফ থাকে
ওয়েব সাইট তৈরী করতে হোস্টিং বা হোস্টিং কি?
হোস্টিং কি? কেন প্রয়োজন
আমরা জানলাম ডোমেইন জিনিসটা কি। এখন জানব হোস্টিং কি? ওয়েবসাইটের জন্য হোস্টিং কেন প্রয়োজন হয়? ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে বা ওয়েবসাইট তৈরি করতে হোস্টিং এর গুরুত্ব অপরসীম।
একটি ওয়েব সাইটের গুরুত্ব পূর্ন একটি অংশ হল হোস্টিং। একটি ওয়েব সাইটের প্রান হল হোস্টিং।
একটি ওয়েবসাইট এর পেইজ খুব দ্রুত লোড নিলে, সেই ওয়েবসাইটের কনটেন্টগুলো খুব দ্রুত গুগোলে র্যাংক করবে। ওয়েবসাইট এর পেজ দ্রুত লোড নেওয়ার জন্য প্রয়োজন হয় ভালো মানের হোস্টিং। তাহলে আশা করি বুঝতে পেরেছেন একটি ওয়েবসাইটের জন্য হোস্টিং কতটা ইনপর্টেন্ট।
ভালো মানের হোস্টিং নির্বাচন,
হোস্টিং একটি ওয়েবসাইট এর জন্য গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে।
তাই আপনাকে ভালে মানের হোস্টিং নির্বাচন করতে হবে। ভালো মানের হোস্টিং পাওয়া জন্য হোস্টিং যাচাই করাটা অনেক কষ্টের ব্যাপার।
অনলাইনে অনেক প্রভাইডর আছে যারা অর্থের বিনিময়ে হোস্টিং দিয়ে থাকে। আপনি প্রথমত ভালো মানের হোস্টিং নেওয়ার জন্য, যে প্রভাইডর এর কাছ থেকে হোস্টিং নিবেন, সেখান থেকে সেই প্রভাইডর এর কাস্টমার বা ব্যাবহারকারীদের রিভিও দেখে নিবেন।
কাস্টমার যদি ভালো ফিডব্যাক দেয় বা প্রভাইডর যদি ভালো সার্ভিস দিয়ে থাকে তাহলে সেখান থেকে হোস্টিং নিতে পারেন। সেইজন্য অবশ্যই দেখে বুঝে হোস্টিং নিবেন।
হোস্টিং সাধারনত, জিবি স্টোরেজ হিসেবে নেওয়া হয়। প্রাথমিক অবস্থায় যদি একটি ওয়েবসাইট তৈরী করতে চান তাহলে কম হোস্টিং নিতে পারেন।
আপনি কতটুকো হোস্টিং নিবেন সেটা আপনার সাইটের ভিজিটর এর উপর নির্ভর করে। প্রথম অবস্থায় যদি একটি ব্লগ সাইট কিংবা নিউজ পেপার সাইট তৈরী করতে চান তাহলে ১ থেকে ৫ জিবি শেয়ার্ড হোস্টিং ক্রয় করতে পারেন।
হোস্টিং ক্রয় করার জন্য উপরে কিছু ডোমেইন ও হোস্টিং প্রভাইডর কম্পানির নাম উল্লেখ করেছি সেখান থেকে কিনতে পারেন।
প্রাথমিক পর্যায়ে একটি সাধারন ওয়েবসাইট তৈরী করতে হলে বাংলা টাকায় ১ বছরের জন্য ৮০০ থেকে ১৫০০ টাকা দিয়ে শেয়ার্ড হোস্টিং কিনতে পারবেন।
অপনি যখন ১ জিবি বা ৫ জিবি বা তারচেয়ে বেশি হোস্টিং কিনবেন তখন আপনার হোস্টিং এর ভিতরে কন্টেন্ট রাখতে হবে। সেই সাথে বিভিন্ন ইমেজ, ভিডিও অডিও রাখা হতে পারে।
যখন আপনার সাইটিতে ভিজিটর প্রবেশ করবে তখন আপনার সাইটের কন্টেন্ট, বিভিন্ন ইমেজ, ভিডিও অডিও গুলো হোস্টিং থেকে এনে আপনার ভিজিটরকে দেখাবে। তাছারা হোস্টিং আপনার ওয়েবসাইটি ২৪ ঘন্টা ভিজিটরকে দেখানোর জন্য সচল রাখবে।
অপরদিকে আপনি যদি একটি ই-কমার্স ওয়েব সাইট তৈরী করতে চান তাহলে আপনাকে ভালো মানের হোস্টিং নিতে হবে। সেই সাথে অনেক স্পেস হোস্টিং প্রয়োজন হবে। এর কারন হল ই-কমার্স ওয়েবসাইটে একসাথে অনেক পরিমানে ভিজিটর একটিভ থাকে।
অপনার একটি ই-কমার্স ওয়েবসাইটে প্রচুর পরিমানে একসাথে ভিজিটর একটিভ থাকে তাহলে, আপনাকে ভিজিটরের প্রয়োজনের সাপেক্ষে ভিপিএস বা ডেডিকেটেড সার্ভার প্রয়োজন হবে।
এই ধরনের হোস্টিং এর জন্য শুধুমাএ হোস্টিং এর জন্য প্রতি মাসে ১০০০ টাকা গুনতে হবে এবং বাৎসরিক হিসাব করলে ১২০০০ টাকা গুনতে হবে।
নরমারলি ব্লগ, পার্সোনাল ওয়েবসাইট বা সংবাদপএ এর মত ওয়েবসাইট তৈরী করতে হোস্টিং খরচ হিসেবে, এক বছরের জন্য বাংলা টাকা ১৫০০ টাকা প্রয়োজন হবে এবং প্রতি বছর পর পর অর্থের বিনিময়ে হোস্টিং রিনিও করতে হয়।
ওয়েবসাইট তৈরী করার জন্য থিম এবং খরচ
ওয়েবসাইট তৈরী করার জন্য অবশ্যই একটি থিমের প্রয়োজন হবে। ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে এর উপর নির্ভর করে ওয়েবসাইট তৈরি করতে ডোমেইন, হোস্টিং সহ একটি ভালো মানের থিম লাগে।
থিম আপনি ফ্রি এবং পেইড উপায়ে নিতে পারবেন। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরী করার জন্য আপনি ফ্রিতে একটি থিম নিতে পারেন। আবার অর্থের বিনিময়ে থিম নিতে পারেন। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরী করার জন্য সর্বোনিম্ন ৩০ ডলার প্রয়োজন হয় এবং
জনপ্রিয় থিমগুলো ৫০-৬০ ডলার দিয়ে কিনতে পারবেন। এই পেইড থিমগুলো আপনি এক বার কিনলেই চলবে মানে ডোমেইন, হোস্টিং এর মত রিনিও করতে হবে না।
আপনি যদি ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে চান এবং থিম ব্যাবহার করার জন্য কোনো টাকা ইনভেস্ট করবেন না তাহলে ফ্রি থিম ব্যাবহার করবেন।
অন্যদিকে আপনার কাছে যদি টাকা থাকে আপনি যদি সেই লেভেলের ওয়েবসাইট তৈরী করতে চান। তাহলে আমি বলব, একটি থিম কিনে নেওয়া ভাল কারন ফ্রি থিম তো ফ্রি এর মতই কাজ করবে।
তবে আপনার কাছে যদি থিম কিনার জন্য যদি টাকা না থাকে তাহলে ফ্রি থিম ইউস করেন।
থিমটা হল আপনার ওয়েবসাইটা দেখতে কেমন হবে সেটাকে বোঝায়।
মানে, একটা সাইটের ডিজাইন কেমন হবে সেই সাইটের থিম এর উপর নির্ভর করে।
তবে আপনি জিপিএল বা নাল থিম কখনো ব্যাবহার করবেন না।
কয়েকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিমের নাম হলঃ
১)generatepress
২)astra
৩)oceanwp
এখন থিম এর উপর নির্ভর করে বাংলা টাকায় ৩৫০০ থেকে ৫০০০ টাকার ভিতরে একটি প্রিমিয়াম থিম কিনতে পারবেন।
এস এস এল সার্টিফিকেট এবং ডোমেইন প্রাইভেসি
এস এস এল সার্টিফিকেট এটি ব্যাবহার করার মূল কারন হল সাইটের তথ্য বা ইনফরমেশনগুলো সিকিউর থাকে। কিছু প্লাগিন আছে যেগুলো ব্যাবহার করে ফ্রিতে এস এস এল সার্টিফিকেট এর সুবিধাটি নিতে পারবেন।
অধিকাংশ ডোমেইন প্রভাইডর এখন এস এস এল সার্টিফিকেট এর অপশন রাখে, তাই আপনি namecheap এবং dreamhost থেকেই একটি এস এস এল সার্টিফিকেট কিনতে পারেন।
namecheap এবং dreamhost থেকে যদি ডোমেইন হোস্টিং কিনেন তাহলে আজিবন ডোমেইন প্রাইভেসি বা who.is সুবিধাটি ফ্রিতে নিতে পারবেন
একটি নরমাল ওয়েবসাইট তৈরী করার জন্য
ডোমেইন=১০০০ টাকা
হোস্টিং=১৫০০ টাকা
থিম=৩৫০০ টাকা
সর্বোমোট ৬০০০ টাকার মধ্যে অপনি নিজে একটি ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
যদি ফ্রি থিম ব্যাবহার করেন তাহলে ২৫০০ টাকার মধ্যে হয়ে যাবে। তবে আমি মনে করি সিরিয়াস হলে প্রিমিয়াম থিম নেওয়াটা বেস্ট।
অপরদিকে অন্য কাউকে দিয়ে একটি ওয়েবসাইট তৈরী করলে সবগুলো প্যাকেজ হিসেবে ৭০০০-৮০০০ ভিতরে একটি ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
তবে টাকার হিসাবটা যদিও অনেকটা কাছা কাছি সেহতু আপনি যদি নিজেই ওয়েবসাইট তৈরী করতে পারেন, তাহলে আপনি নিজে বানানোটা সবচেয়ে ভালো হবে।
ব্লগ সাইট তৈরী করার জন্য ব্লগার প্লাটফর্ম
ব্লগারে আপনি ইচ্ছা করলে আপনি ব্লগার দিয়ে ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরী করতে পারবেন,
এটি পড়ুন,
ব্লগারে ফ্রিতে ব্লগ সাইট তৈরী করার কারন হল, এখানে একটি সাব ডোমেইন যেমন https://earningtake.blogspot.com এখানে earningtake. এ পড়ে blogspot একটি সাবডোমেইন তারপর দেওয়া আছে
.com ডোমেইন। অর্থাত আপনি ইচ্ছা করলে এখানে একটি ফ্রিতে সাবডোমেইন নিতে পারবেন। যার জন্য আপনাকে ডোমেইন না কিনলেই চলবে।
আবার হচ্চা করলে ডোমেইন নিতে পারবেন।
এবার আসব হোস্টিং এ ব্যাপারটা কারন এখানে হোস্টিং একদম ফ্রি।
এখন থিম নিয়ে কথা বলব ৩০০ থেকে ৫০০ টাকার ভিতরে একটি প্রিমিয়াম থিম নিতে পারবেন।
আপনি যদি ব্লগার দিয়ে একটি প্রফেশনালভাবে ব্লগ সাইট তৈরী করতে চান তাহলে ডোমেইন এবং প্রিমিয়াম থিম সহ মোট ১৫০০ টাকার ভিতরে একটি ব্লগ সাইট তৈরী করতে পারবেন।
ব্লগার এর চেয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ বা ওয়েবসাইট তৈরী করা সবচেয়ে বেস্ট। কারন, ওয়ার্ডপ্রেসে আপনি যে সুবিধাগুলো পাবেন ব্লগারে সেগুলো পাবেন না।
আপনার ডেইলি আরনিং কেমন হচ্ছে?
ভালই