কিভাবে ফেসবুক প্রোফাইল সুন্দর করা যায়

কিভাবে ফেসবুক প্রোফাইল সুন্দর করা যায়

বর্তমানে আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকিফেসবুক ব্যবহার করার কারণে আমরা চেষ্টা করি সব সময় আমাদের ফেসবুক প্রোফাইলটি সুন্দর করে সাজিয়ে রাখতে। 

তার জন্য আমরা গুগোল কিংবা ইউটিউবে সার্চ করে থাকি কিভাবে ফেসবুক প্রোফাইল সুন্দর করা যায় ? বর্তমানে ইন্টারনেটের যুগে ফেসবুক ব্যবহার করে না এমন লোক নেই বললেই চলে 

কিন্তু যদি এমনিতে একজন লোক সহজ সরল হয়ে থাকে কিন্তু তার প্রোফাইলটি যদি সুন্দরভাবে সাজানো গোছানো থাকে তখন সেই প্রোফাইলটি সবার কাছে আকর্ষণীয় হয়ে পড়ে

ধরুন, আপনি ফেসবুকের মাধ্যমে একটি পোষ্ট দেখেছেন ,যদি পোস্টটি ভাল লাগে তখন অবশ্যই আপনি সেই লোকটি সম্পর্কে জানতে আগ্রহী হতে পারেন তখন আপনি তার প্রোফাইলে গিয়ে তার সম্পর্কে জানতে পারবেন

কিভাবে ফেসবুক প্রোফাইল সুন্দর করা যায়

 আর সবার কাছে প্রোফাইলটি আকর্ষণীয় করে তোলার জন্য ফেসবুক প্রোফাইল সুন্দর করার বিকল্প নেই আপনার ফেসবুক প্রোফাইল কিভাবে সুন্দর বা আকর্ষণীয় করবেন  এই আর্টিকেলটি পড়ছেন তাই ধরে নিচ্ছি আপনি একজন ফেসবুক ব্যবহারকারী।


যাই হোক, আপনি ব্যক্তিগত ভাবে যেইরকম হয়ে থাকেন না কেনো, আপনার সামাজিক পরিচয় কি রকম তার একটি প্রতিলিফি নির্ভর করে আপনার ফেসবুক প্রোফাইলের উপর। তবে এটা তখনই হবে যখন আপনার ফেসবুক প্রোফাইল সুন্দর ভাবে সাজানো থাকে।

এই আর্টিকেলে আমি আপনাকে জানাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল সুন্দর করবেন।

READ MORE:  


 আমরা সবাই চাই আমাদের ফেসবুক প্রোফাইল টা সুন্দর সাজানো-গোছানো থাকুক সেইসাথে সেটাও চাই আমাদের ফেসবুক আইডিটি সবার কাছে পপুলার করতে এবং সবার কাছে আমাদের ফেসবুক প্রোফাইল আকর্ষণীয় করতে কিভাবে ফেসবুক প্রোফাইল সুন্দর করা যায় এই লিখাটি গুগলে লিখে হয়তো বা আপনি এই পোস্টটি পড়তে এসেছেন 

আপনার মনে যেহেতু ফেসবুক প্রোফাইল সুন্দর বা আকর্ষণীয় করার ইচ্ছা জাগছে সেহেতু ধরে নিলাম আপনি একজন ফেসবুক ইউজার আপনি বাস্তবে সহজ সরল কিংবা চালাক যেটাই হোক না কেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর তে আপনার পরিচয় কি রকম হবে সেটা নির্ভর করে আপনার ফেসবুক প্রোফাইল এর উপর 

সুতরাং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সবার কাছে আপনার ফেসবুক প্রোফাইলটি আকর্ষণীয় করে তুলবেন 

ফেসবুক প্রোফাইলের নাম নির্বাচন

ফেসবুক প্রোফাইলের নাম নির্বাচন 

বর্তমানে কিছু কিছু ফেসবুক ইউজার আছে, যারা তাদের ফেসবুক আইডি গুলো সবার কাছে জনপ্রিয় করার জন্য ফেসবুক প্রোফাইলে নিজের নাম ব্যবহার না করে, অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে থাকে 

আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলে অদ্ভুত অদ্ভুত নাম দিবেন তখন কেউ আপনার প্রোফাইলটি ভিজিট করার পর আপনার সম্পর্কে নেতিবাচক ধারনা পাবে। 

 কারণ, মনে মনে ভাববে তার ফেসবুক প্রোফাইলের নাম অদ্ভুত বাস্তবে সে কেমন হবে সেটা বুঝার বাকি থাকে না।


 মানে ব্যক্তি হানি করে। তাঁর জন্য আপনি সব সময় চেষ্টা করবেন ফেসবুক প্রোফাইলে আপনার রিয়েল নাম টি দিয়ে দেওয়ার জন্য। আপনি যদি কোথাও কর্মরত থাকেন পারলে আপনার পদবী নামটিও দিতে পারেন।

প্রোফাইল পিকচার নির্বাচন 


কথায় আছে, ব্যবহারে বংশের পরিচয়। আপনি যখন আপনার ফেসবুক আইডিটি তৈরি করতে যাবেন, তখন অবশ্যই আপনার সুন্দর নামটি নির্বাচন করার পর দ্বিতীয় ধাপটি হল প্রফাইল পিকচার নির্বাচন করা।

 কারণ হলো কেউ যদি আপনার ফেসবুকে এসে ভিজিট করে তখন আপনার আইডির নাম এর পরে সেই ব্যক্তির নজর যাবে। আপনার প্রোফাইল পিকচারে তাই অবশ্যই আপনার প্রোফাইল পিকচারটা আপনার নিজের সুন্দর একটি রিয়েল পিকচার দিবেন। 

অনেকে আছে যারা ফেসবুক প্রোফাইলে বিভিন্ন উচ্চ শ্রেণীর ব্যক্তি, নায়ক-নায়িকা কিংবা ভাইরাল ব্যক্তিদের ছবি প্রফাইল পিকচার হিসেবে ব্যবহার করে। এতে করে যদি কোন ব্যক্তি ওই ফেসবুক আইডির ভিতরে প্রবেশ করে তখন ভিজিটরের কাছে মনে হবে এটি একটি ফেক আইডি। 

তাই সব সময় চেষ্টা করবেন আপনার সুন্দর একটি ছবি ফেসবুক প্রোফাইলে দেওয়ার জন্য। আপনি আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার টা সব সময় সিম্পল সাদামাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন।

 আর পিকচার দেওয়ার সময় সব সময় হাই কোয়ালিটি সম্পন্ন পিকচার দিয়ে থাকবেন। তাই সব সময় চেষ্টা করবেন মিডিয়াম কোয়ালিটি পিকচার ব্যবহার করার জন্য। 


ফেসবুক বায়ো


ফেসবুক বায়ো মানে, আপনার সম্পর্কে 100 থেকে 150 টি ওয়ার্ডের মধ্যে আপনার সম্পর্কে লিখতে হবে। আপনার সম্পর্কে বায়ো লেখা শেষ হলে আপনার রক্ত grop কোনটা সেটা দিয়ে দিবেন। তাহলে আপনার প্রোফাইল একটি ইতিবাচক প্রভাব পড়বে আর এখানে কিন্তু আপনি আপনার নিজের সম্পর্কে লিখবেন। কখনো অন্যের সম্পর্কে লিখবেন না। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, কোথায় চাকরি করেন কোন ডিপার্টমেন্ট এ চাকরি করেন সেগুলো পাবলিক ডিটেলস হিসেবে যুক্ত করতে পারেন। 

আমরা এখন শুধু সবাই ফেসবুকের মাধ্যমে যুক্ত নই তাছাড়া আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া গুলোর সাথে যুক্ত। আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে মাধ্যমে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো একাউন্ট আপনার ফেসবুক প্রোফাইল এর সাথে যুক্ত করতে পারেন। 

তাছাড়া এ বর্তমান ডিজিটাল যুগে কমবেশি সবারই একটি ঘরে ওয়েবসাইট রয়েছে, আপনি আপনার ওয়েবসাইটের লিংক গুলো ফেসবুক প্রোফাইলে যুক্ত করতে পারেন। এতে আপনার প্রোফাইল আগের থেকে অনেক সুন্দর হবে।


লাইক এবং কমেন্ট সর্তকতা অবলম্বন 


 আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোস্টে লাইক দিয়ে থাকি, কমেন্ট করে থাকি অথবা বিভিন্ন ফেসবুক grop অ্যাড হয়ে বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকি এটাও কিন্তু আপনার প্রোফাইল এর উপর নেতিবাচক প্রভাব ফেলে।

 তো সবসময় রুচিসম্মত পোস্টগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন।

পাবলিক ডিটেইলস 


এখানে আপনি আপনার প্রতিটা মুহূর্তের ইভেন্ট সম্পর্কে তুলে ধরতে পারেন। যেমন আপনি কোথায় থাকেন, আপনি কোথায় থেকে শিক্ষা জীবন শেষ করেছেন, জন্মস্থান কোথায়, আপনি কোন বিদ্যালয়, কলেজ, ভার্সিটি থেকে লেখাপড়া করেছেন সেগুলো পাবলিক ডিটেলস হিসেবে উল্লেখ করবেন।

কি ধরনের পোস্ট শেয়ার করবেন


এখন আলোচনা করব কি ধরনের পোস্ট ফেসবুকে শেয়ার করবেন। আমরা কোন সময় নেতিবাচক পোস্ট ফেসবুকে শেয়ার করবো না সব সময় চেষ্টা করব ইতিবাচক ও যথার্থ পোস্ট শেয়ার করব। 

কারণ, আপনার পোষ্ট শেয়ার করার কারণে আপনার প্রোফাইলে কেউ ভিজিট করলে সে বুঝতে পারবে আপনি কোন ধরনের লোক।

প্রতিভা শেয়ার করা 


ফেসবুক এমন একটা মাধ্যম, আপনি ইচ্ছা করলে যেকোনো পোস্ট ফেসবুকের মাধ্যমে করতে পারেন। তাই ফেসবুকের মাধ্যমে আপনি আপনার প্রতিভা ও শেয়ার করতে পারেন। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভালো গুণ অথবা প্রতিদিনের ভালো কাজের বিশেষ মুহূর্তগুলো সুন্দর ক্যাপশন দিয়ে পোস্ট করুন।

 এবং আপনার প্রতিভাকে শেয়ার করুন।

grop অ্যাড হওয়া 

ফেসবুককে যেমন অনেকে খারাপ কাজে ব্যবহার করে থাকে। তেমনি ভাল কাজে ব্যবহার করে থাকে। তেমনি অনেক অশ্লীল ও খারাপ খারাপ grop আছে তেমনি চমৎকার চমৎকার ভালো ভালো শিক্ষনীয় সৃজনশীল grop ও আছে এই সমস্ত grop অ্যাড হয়ে আপনি আপনার নিজের প্রতিভাকে বিকাশিত করতে পারেন। যেন আপনার ব্যাপারে সবাই জানতে পারে এবং আপনার প্রতি সবাই আকর্ষিত হয়। 



FAQ 

বর্তমানে আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আমরা সবাই আমাদের ফেসবুক প্রোফাইলটা কে সবার চেয়ে আলাদা ও আকর্ষণীয় করার জন্য অনেক কাজ অবলম্বন করে  কোনক্রমে তো আমরা সবাই আমাদের ফেসবুক প্রোফাইল টাকে সবার চেয়ে আলাদা করে ফেলি।

কিন্তু ফেসবুক প্রোফাইল আকর্ষণীয় করার চেয়েও ফেসবুকের অনেকগুলো নিয়ম কানুন আছে যেগুলো আমাদেরকে মানতে হবে। বা যেগুলো মানলে আমাদের প্রোফাইল এর উপর কোন ধরনের নেতিবাচক ইফেক্ট পড়বে না, 

সেই সমস্ত নিয়মগুলো বা দিকনির্দেশনা গুলো আমি উপরে উল্লেখ করেছি। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url