ফেসবুকে অটো লাইক পাওয়ার উপায়

ফেসবুকে অটো লাইক পাওয়ার উপায়

আপনি অবশ্যই একজন ফেসবুক ইউজার, তাই আপনি চাইছেন আপনার ফেসবুক পোস্টে কিংবা ফেসবুক পেইজে লাইকের সংখ্যা দ্রুত বাড়াতে।

 তার জন্য আপনি 2021 সালে কিভাবে ফেসবুকে অটো লাইক পাওয়া যায় সেটা জানতে আগ্রহী। 

বর্তমান বিশ্ব প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রযুক্তির কারণে আমাদের নিত্যদিনের কাজ থেকে শুরু করে কারো সাথে যোগাযোগ করা খুব সহজ হয়ে পড়েছে।

আর অনলাইনে যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে একটি হল ফেসবুক। বর্তমানে বিশ্বে এমন কোন লোক নেই ফেসবুক ব্যবহার করে না, তাইতো ফেসবুক নামটি সবার কাছে খুব পরিচিত। 

ফেসবুকে মূলত আমরা আমাদের নিত্যদিনের জীবনযাত্রা নিয়ে পোস্ট করে থাকি এবং আমরা চাই সবসময় আমাদের পোস্ট এর উপর অনেক অনেক লাইক আসুক। 

কিভাবে ফেসবুকে অটো লাইক পাওয়া যায়

তার জন্য আমরা গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে থাকি ফেসবুকে অটো লাইক পাওয়ার উপায় সম্পর্কে জানতে ।

 আমরা সাধারণত ফেসবুকের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড গুলো ফেসবুকে মাধ্যমে শেয়ার করে থাকি। কেউ কেউ ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে শেয়ার করে থাকি । আমরা কখন! ফেসবুকের মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় কর্মকাণ্ড গুলো ফেসবুকে শেয়ার করতে চাই ?

আমরা যখন খুশি থাকি কিংবা কষ্টের মধ্যে থাকি তখন আমরা চাই আমাদের কর্মকাণ্ড গুলো ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দুঃখ-কষ্ট আনন্দ গুলো বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিতে। 

যখনই আমরা আমাদের পোস্টগুলো শেয়ার করে থাকি তখনই আমাদের পোস্টের মাধ্যমে অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করে থাকে ।একজন ফেসবুক ইউজার সবসময় চায় তার পোস্টে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট আসুক ।

তার জন্য অনেকে ফেসবুকে অটো লাইক পাওয়ার জন্য অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে, আজকে এমন কিছু পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ব্যবহার করলে ফেসবুকে অটো লাইক অটোমেটিক পেয়ে যাবেন। আজকে আমরা জানতে চলেছি ,
  1. অটো লাইক কি ? 
  2.  অটো লাইক কিভাবে কাজ করে? 
  3.  অটো লাইক নেওয়ায় সুবিধা 
  4.  অটো লাইক নেওয়ার অসুবিধা
  5.  ফেসবুক অটো লাইক apps 
  6.  অটো লাইক সফটওয়্যার 
  7.  ফেসবুক পেজে অটো লাইক 


ফেসবুকে অটো লাইক পাওয়ার উপায়


ফেসবুকে অটো লাইক পাওয়ার উপায় 

আমরা প্রত্যেকে ফেসবুক ব্যবহার করে থাকি। আমরা চাই আমাদের পোস্টে কিংবা আমাদের পিকচারে কিংবা আমাদের ফেসবুকে আপলোড করা ছবিতে , প্রচুর পরিমাণে লাইক কমেন্ট এবং ফলো আসার জন্য চেষ্টা করি।  

বিশেষ করে, যারা সেলিব্রিটি তারা যে কোন একটি পোষ্ট তাদের ফেসবুক পেজে কিংবা ফেসবুকে আইডিতে পোস্ট করলে রাতারাতি ভাইরাল হয়ে যায়। মানে সাথে সাথে হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার হয়ে যায়। 

আমরা তো সেলিব্রিটি না, তাই আমাদের ফেসবুক পোস্টে কিংবা ফেসবুকে আপলোড করা ছবিতে হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার হবে না। তাই আমরা সবসময় চেষ্টা করি অটো লাইক পাওয়ার জন্য।

আমাদের মধ্যে অনেকে চেষ্টা করে থাকি অটো লাইক নেওয়ার জন্য, আমাদের লিখাটি আজকে অটো লাইক সম্পর্কে অটো লাইক নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি বা ফর্মুলা রয়েছে সেগুলো সম্পর্কে আজকে জানাবো ।

শুরু থেকে শেষ পর্যন্ত লেখা টি মনোযোগ সহকারে পড়বেন অটো লাইক এর বিস্তারিত সম্পর্ক জানতে পারবেন ।

প্রথমে আসি, অটো লাইক কি?

অটো লাইক কি ? 

আমরা সবাই কিন্তু অটো শব্দটির সাথে পরিচিত। অটো মানে নরমাল ভাবে বুঝাতে গেলে এমনি এমনি কোন কিছু হওয়াকে বুঝায় । মানে নিজে নিজে কোন কাজ সংঘটিত হওয়া কে বোঝায় ।

মানে আপনি কোন কাজ করবেন না এমনি এমনি সব কিছু হয়ে যাবে এখানে ফেসবুক অটো লাইক বলতে বোঝানো হয়েছে আপনার ফেসবুক আইডিটি এমন একটি পদ্ধতি চালু করে অটোমেটিক ভাবে লাইক কমেন্ট ফলোয়ার বাড়ানো কে বোঝায়। 

বর্তমানে কিছু কিছু সফটওয়্যার বা ওয়েবসাইট রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে হাজার হাজার লাইক কমেন্ট ফলোয়ার নিতে পারবেন । সবচেয়ে মজার ব্যাপার হলো শুধু ফেসবুক নয় অন্যান্য সোশ্যাল মিডিয়ার গুলোতে লাইক কমেন্ট শেয়ার নিতে পারবে।

অটো লাইক কিভাবে কাজ করে? 


বর্তমানে অনলাইনে এমন কিছু সফটওয়্যার বা অ্যাপস কিংবা ওয়েবসাইট রয়েছে যে গুলো ব্যাবহার করে আপনি আপনার ফেসবুক একাউন্টে বা ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং শেয়ার নিতে পারবেন ।

বর্তমানে অধিকাংশ সফটওয়্যার অ্যাপস কিংবা ওয়েবসাইটে মাধ্যমে অটো লাইক দেওয়া যায় তবে এই সমস্ত সাইটে কিংবা সফটওয়্যার অথবা অ্যাপস প্রচুর পরিমাণে ব্যবহারকারী থাকলে, আপনি প্রচুর পরিমাণে অটো লাইক নিতে পারবেন ।

এখানে এ সমস্ত সাইটগুলোতে ব্যবহারকারীর সংখ্যা বেশি হলে বেশি লাইক, কম হলে কম লাইক পাবেন কারণ ব্যবহারকারীগণ একে অন্যের ফেসবুক আইডি অথবা পেজে লাইক আদান প্রদান করে থাকে । 

অটো লাইক নেওয়ায় সুবিধা 

ফেসবুক অটো লাইক নেওয়ার সুবিধাগুলো মধ্যে কিছু সুবিধা নিচে দেওয়া হল,

 আপনি যদি ফেসবুকে প্রচুর পরিমাণে ফ্রেন্ড না থাকে তা হলে অটো লাইক এর কারনে প্রচুর পরিমানে লাইক করবে ,কাউকে ইনভাইট কিংবা কারো হাতে পায়ে ধরতে হবে না লাইক নেওয়ার জন্য । আপনি আপনার ইচ্ছামত অটো লাইক নিতে পারবেন ।

 অটো লাইক নেওয়ার অসুবিধা 

আমরা সবাই চাই আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদের ফেসবুক পোস্টে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার আসতে। তার জন্য আমরা বিভিন্ন ধরনের অটো লাইক এর অ্যাপস সফটওয়্যার কিংবা ওয়েবসাইট ব্যবহার করে থাকি এবং এগুলোর মাধ্যমে অটো লাইক নিয়ে থাকে । 

আজকে আমার এই আর্টিকেলটিতে শুধু কিভাবে ফেসবুকে অটো লাইক নিতে হয় সেটা তো দেখাব, সেইসাথে অটো লাইক নেয়ার ফলে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের কি পরিমান ক্ষতি হবে তা নিয়ে আলোচনা করব ।

 আপনি যদি ফেসবুকে  অটো লাইক নিতে চান অথবা নিচ্ছেন তাহলে আপনার ফেসবুক আইডিটি বিপদের মুখে আছে। 

আজকে আমি সাধারণত অটো লাইক নেয়ার ফলে গুরুত্বপূর্ণ তিনটি ক্ষতির দিক নিয়ে আলোচনা করবো ।তারপরও যদি আপনার মনে হয় আপনি অটো লাইক নিবেন। শেষের দিকে দেখাব কিভাবে অটো লাইক নেওয়া হয় তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করব । 

আপনার ফেসবুক একাউন্টে বা ফেসবুক পেজ প্রাইভেসি

বর্তমানে যেসব ওয়েবসাইটগুলো থেকে ফেসবুকে অটো লাইক নেওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ধরনের সমস্যা  রিকোয়ারমেন্ট হল ফেসবুক পেজের প্রাইভেসি পলিসি অন করে দেওয়া। 

মানে ওই সফটওয়্যার বা ওয়েবসাইট গুলো যে কোন মুহূর্তে আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজ থেকে এক্সেস নিতে পারবে । কিছু কিছু স্পন্সর আছে যারা তাদের অ্যাড গুলো প্রচার করার জন্য ফেসবুক অটো লাইক ওয়েবসাইটে অ্যাডগুলো বসিয়ে কাজ করে থাকে । 

আপনাকে অটো লাইক দেওয়ার বিনিময়ে তারা এড স্পন্সর দিয়েই লাভবান হয়। তবে এসব অ্যাড এর মধ্যে এমন কিছু অ্যাড থাকে যেগুলো আপনার ইমেজের সঙ্গে যায় না। যেমন –Hot girls,Huge Boobs,Sex Pills,Sex Partners……. Etc.

আপনার কাছে কেমন মনে হয়, আপনার প্রোফাইলে কেউ প্রবেশ করে বা আপনার ফেসবুক পেজে কেউ প্রবেশ করলে এইরকম অ্যাড দেখালে সে ব্যক্তি আপনার সম্পর্কে কেমন ধারণা পাবে , এক্ষেত্রে আপনার প্রাইভেসি পলিসি কি থাকল ।

 আপনার অজান্তে হাজার হাজার পেজে লাইক যাওয়া 

আপনি অটো লাইক নেওয়ার ফলে আপনি শত শত লাইক পাচ্ছেন, আবার আপনাকে শত শত লাইক অন্য পেজে দেওয়া হচ্ছে। আপনার ইচ্ছাকৃত বা অনা ইচ্ছাকৃতভাবে ফেসবুক একাউন্ট বা ফেসবুক পেজে লাইক দিতে হচ্ছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত লাইক যাওয়ার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু হুমকির মাধ্যম হচ্ছে ।

কারণ , প্রতিনিয়ত হাজার হাজার লাইক দেয়া বা লাইক নেওয়ার কারণে ফেসবুক আপনার একাউন্টে আস্তে আস্তে স্পামিং একাউন্ট হিসেবে ধরে নিবে ।যার কারনে আপনার ফেইসবুক একাউন্টটি ডিজেবল হয়ে যেতে পারে ।আর এইরকম স্পামিং করার কারণে ফেসবুক একাউন্ট ডিজেবল হয়ে যায় । তখন আপনার ফেইসবুক একাউন্টটি ফিরিয়ে আনতে অনেক কষ্ট হবে বা কোন কোন সময় ফিরিয়ে আনা যায় না ।

 অ্যাকাউন্ট ব্যান্ড খাওয়ার সম্ভাবনা 

আমি মনে করি ,ফেসবুকে অটো লাইক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ফেসবুকের মাধ্যমে অটো লাইক নিয়ে থাকেন বা নিচ্ছেন আপনি কিন্তু আপনার অজান্তে ফেসবুকের পলিসি ব্রেক করছেন । যার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি হারাতে পারেন। 

আর ফেসবুকের রুলস এন্ড রেগুলেশন না মানলে আপনার একাউন্টটি কিছুদিনের জন্য বন্ধ করে দিতে পারে ।এমনও হতে পারে সারা জীবনের জন্য আপনার ফেইসবুক আইডিটা ব্যান করে দিতে পারে।

যদিও আপনার ফেসবুক আইডিটি সচল থাকে , কিছু কিছু ক্ষেত্রে আপনার পরিচিত ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে কনটেন্ট শেয়ার করা বন্ধ করে দিতে পারে । শুধু কনটেন্ট শেয়ার নয় অনেক কমিউনিটিতে আপনার লাইক শেয়ার কমেন্ট অপশন বন্ধ করে দিতে পারে।

READ MORE ALSO: 

ফেসবুকে অটো লাইক কিভাবে করব ?

প্রথমে এখানে ক্লিক করে like 4 like  ওয়েবসাইটিতে  চলে যাবেন এখান থেকে Register রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন



ফেসবুকে অটো লাইক কিভাবে করব ?


নিচের চিত্রটি খেয়াল করুন এবং ফিলাপ করুন


এবার এমন ইন্টারফেস দেখতে পাবেন –এখানে নিচের ছবির মতো ইউসেরনাম, পাসওয়ার্ড, ইমেইল দিয়ে ক্যাপচা পুরণ করে সাবমিট করুন ।

অটো লাইক নেওয়ার অসুবিধা

চিত্রটি খেয়াল করুন উপরে ভেরিফাই নামক একটি অপশন দেখতে পাবেন verify ক্লিক করুন




এবার এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনার ইমেইলে একটি কোড যাবে সেই কোডটি এখানে বসাবেন

তারপর ক্যাপচাটি পূরণ করে সাবমিট এ ক্লিক করে দিবেন


 থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

তারপর add and manage tasks  একটি অপশন চলে আসবে add and manage tasks ওপর ক্লিক করুন


এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব আমরা যেহেতু ফেসবুক অটো লাইক নিবো তাই  Facebook likes ক্লিক করব




নিচের মত . একটি চিত্র দেখতে পাবেন  আপনি যে ফেসবুক একাউন্টে বা ফেসবুক পেজে লাইক নিতে চান সেই লিংকটি এখানে দিতে হবে । 


ডেসক্রিপশন অপশনে আপনার ইচ্ছামত লিখা লিখতে পারেন এবং সেইসাথে পয়েন্ট সেট করতে হবে


মানে, আপনার ফেসবুকে পেজে  ফেসবুকের পোস্টে কেউ লাইক করলে সে কত পয়েন্ট পাবে  সেটা দিতে হবে তবে এখানেও সমস্যা হল  আপনাকে এখান থেকে পয়েন্ট আর্ন করতে হবে



এখান থেকে লাইক নেওয়ার জন্য আপনাকে পয়েন্ট আর্ন করতে হবে আপনার কাছে যদি টাকা-পয়সার থেকে থাকে তাহলে আপনি এখান থেকে পয়েন্ট কিনে নিতে পারবেন । আমরা যেহেতু এখানে নতুন সেহেতু আমরা ফ্রিতে পয়েন্ট আর্ন করব তার জন্য উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করে EARN ক্লিক করব




এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারব আমরা যেহেতু ফেসবুকে লাইক নিব সেহেতু FACEBOOK CLICK করব



এবার একটি ইন্টারফেজ দেখতে পারবেন আপনাকে এখান থেকে ফেসবুকের লাইক করতে হবে এখান থেকে ফেইসবুক এ ক্লিক করলে নতুন একটি পেজে নিয়ে যাবে ,সেখান থেকে লাইক এ ক্লিক করতে হবে লাইক এ ক্লিক করার পর আমাদের ক্রেডিট  বাড়বে এবং সেই ক্রেডিট ব্যবহার করে আমরা আমাদের ফেসবুক পেজে অটো লাইক নিয়ে আসতে পারবো


আপনারা যদি না বোঝে  থাকেন, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের  বুঝানোর সুবিধার্থে আমি নিচে একটি ভিডিও দিয়ে দিলাম ভিডিওটি দেখে নিতে  পারেন....





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url