ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো

 কিভাবে নিবো ফেসবুকে অটো ফলোয়ার 


আমরা প্রত্যেকে ফেসবুক ব্যবহার করে থাকি । তার মধ্যে অনেকেই ফেসবুকে অটো ফলোয়ার নিতে চাই। তাই গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে থাকি ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো

ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো
ফেসবুকে অটো ফলোয়ার

ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে বাড়াবো


তাই আজকে যারা ফেসবুকের  জন্য অটো ফলোয়ার নিতে চান, আজকের এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন। কিভাবে আপনার ফেসবুকে ফলোয়ার বাড়াবেন?  কিংবা কিভাবে অটোমেটিক ভাবে ফলোয়ার দ্বিগুণ করবেন, সেই  ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

কিভাবে ফেসবুকে অটো ফলোয়ার নেওয়া যায়

বর্তমানে বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক। তাই আমরা আমাদের নিত্য প্রয়োজনীয়  কর্মকাণ্ড গুলো শেয়ার করে  থাকি।

আবার তো অনেকে ফেসবুক কে ব্যবহার করে তাদের ব্যবসা কে প্রসিদ্ধ  করেছে,  আমরা প্রত্যেকে চাই আমাদের ফেসবুক একাউন্টে লাইক কমেন্ট এবং ফলোয়ার বাড়াতে এবং তার জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি।

তাছাড়া পূর্বে আমি একটি পোস্ট লিখেছি কিভাবে ফেসবুকে নিরাপদে অটো লাইক জেনারেট করা যায় সে ব্যাপারে। ফেসবুকে অটো লাইক জেনারেট করার মত, আপনি ফেসবুক একাউন্টে অটো ফলোয়ার নিতে পারবেন।

আজকে আমি কিছু পদ্ধতি দেখাব যেগুলো ব্যবহার করে আপনি অটো ফলোয়ার নিতে পারবেন।

ফেসবুকে ফলোয়ার বৃদ্ধি করার উপায়

আমরা প্রায় সময় ফেসবুকে প্রবেশ করার পর কিছু কিছু ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে থাকি। সেখানে দেখি হাজার হাজার ফলোয়ার আর, তখনই আমাদের মাঝে চিন্তা চলে আসে যদি আমার ফেসবুক প্রোফাইলে হাজার হাজার ফলোয়ার থাকতো কত না ভালো হতো।

আপনি যদি এইরকম আফসোস করে থাকেন, তাহলে এখন লিখাটি মনোযোগ সহকারে পড়বেন। কারণ এখন আমি আপনাদেরকে কিছু টেকনিক শেয়ার করবো। যেগুলো মাধ্যমে আপনার  ফেসবুক ফলোয়ার আগের চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে।


আপনি যদি ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান প্রথমত, আপনাকে আপনার ফেসবুকের ফলোয়ার অপশন টি ওপেন করে রাখতে হবে। আপনি যদি ফেসবুকে ফলোয়ার অপশন টি ওপেন না করে তাহলে এই টেকনিকগুলো প্রয়োগ করলেও আপনার ফলোয়ারের সংখ্যা বাড়বে না।

তার জন্য এখনই চট করে ফেসবুকে প্রোফাইল অপশনটি অন করে নিন।

READ MORE ALSO,


ফেসবুকে প্রোফাইল অপশনটি ওপেন করার পর আপনাকে নজর দিতে হবে, কিভাবে ফেসবুকে  ফলোয়ার বাড়ানো যায়। এখন দেখাবো কিভাবে কি কি উপায় আছে যেগুলো প্রয়োগ করলে আপনার ফেসবুক ফলোয়ারের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে  যাবে।


আমরা প্রায় সময় ফেসবুকে প্রবেশ করার পর কিছু কিছু ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে থাকি, সেখানে দেখি হাজার হাজার ফলোয়ার আর তখনই আমাদের মাঝে চিন্তা চলে আসে যদি আমার ফেসবুক প্রোফাইলে হাজার হাজার ফলোয়ার থাকতো কত না ভালো হতো।

আপনি যদি এইরকম আফসোস করে থাকেন তাহলে এখন লিখাটি মনোযোগ সহকারে পড়বেন কারণ এখন আমি আপনাদেরকে কিছু টেকনিক শেয়ার করবো যেগুলো মাধ্যমে আপনার  ফেসবুক ফলোয়ার আগের চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে।

আপনি যদি ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান প্রথমত আপনাকে আপনার ফেসবুকের ফলোয়ার অপশন টি ওপেন করে রাখতে হবে,

আপনি যদি ফেসবুকে ফলোয়ার অপশন টি ওপেন না করে তাহলে এই টেকনিকগুলো প্রয়োগ করলেও আপনার ফলোয়ারের সংখ্যা বাড়বে না তার জন্য এখনই চট করে ফেসবুকে প্রোফাইল অপশনটি অন করে নিন।


ফেসবুকে প্রোফাইল অপশনটি ওপেন করার পর আপনাকে নজর দিতে হবে কিভাবে ফেসবুকে  ফলোয়ার বাড়ানো যায় তখন দেখাবো।

কিভাবে কি কি উপায় আছে যেগুলো প্রয়োগ করলে আপনার ফেসবুক ফলোয়ারের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে  যাবে।

ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে বাড়াবো



ফেসবুকে প্রতিনিয়ত স্ট্যাটাস আপডেট  রাখুন


ধরুন, আপনি একটি ফেসবুক  প্রোফাইল ক্রিয়েট করেছেন । আপনি প্রতিনিয়ত সেখানে পোস্ট করেন, যার কারণে আপনার বন্ধুবান্ধবের কাছে আপনার ফেসবুক প্রোফাইলের পোস্টগুলো নজরে আসে।

সে ক্ষেত্রে আপনার ফেসবুকের পোস্টগুলো যদি খুব মজাদার বা ইন্টারেস্টিং হয় মানে আপনার পোস্ট গুলো সবার মন কারে, তাহলে সবাই আপনার পোস্টগুলো তাদের টাইমলাইনে শেয়ার  করবে।

যেহেতু অন্যরা আপনার পোস্টগুলো বা স্ট্যাটাস গুলো তাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে থাকে, তখন তাদের ফ্রেন্ডলিস্টে যারা আছে তারা আপনার পোস্টগুলো দেখতে পারে।

যার কারনে আপনার টাইমলাইনে ভিজিটর আসে এবং তারা আগ্রহী হয় আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এবং আপনার ফলোয়ার বাড়তে থাকবে। তাই সব সময় চেষ্টা করবেন মানুষের মনে ধরে এইরকম ইন্টারেস্টিং ফেসবুকে প্রতিনিয়তই স্ট্যাটাস আপডেট করবেন।

READ MORE ALSO,

পোস্ট করার সময়  পোস্ট চুরি না করা 

আপনি হয়তো ভাবছেন পোস্ট চুরি বলতে কি বুঝাচ্ছেন! পোস্ট চুরি বলতে, আমি অন্য কারো স্ট্যাটাস বা পোস্ট কপি করে নিজের প্রোফাইলে নিজের নামে চালিয়ে দেওয়া কে বোঝানো হয়েছে।

উদাহরণ দিয়ে বলি ধরুন, আপনার একটু ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে আমি প্রতিনিয়ত স্ট্যাটাস দিয়ে থাকেন।

হঠাৎ করে আপনি কারো পোস্ট স্ট্যাটাস কপি করে  আপনার প্রোফাইলে পেস্ট করে আপনার নামে চালিয়ে দিলেন। এটা কখনও করা যাবে না। কারণ, আপনি যদি কপি পেস্ট করেন তাহলে সবাই ভাববে আপনি কপি পেস্ট করে অন্যের পোস্ট নিজের নামে চালিয়ে দিচ্ছেন।

এটা আপনার ফেসবুক প্রোফাইলে  প্রতি খুব বাজে ইফেক্ট ফেলবে যার কারণে দিন দিন আপনার ফলোয়ার সংখ্যা কমে যাবে।

তাই আপনি অবশ্যই যখনই আপনার প্রোফাইল একটি স্ট্যাটাস দিবেন তখন আপনার নিজের লেখা  ইন্টারেস্টিং স্ট্যাটাস দিয়ে থাকবেন, এতে করে আপনার ফলোয়ার দিন দিন বাড়তে থাকবে। যদি কপি পেস্ট করে দেন তাহলে আপনার ফলোয়ার সংখ্যা দিনদিন কমতে থাকবে।

প্রতিনিয়ত ফেসবুক বড় বড় গ্রুপে পোস্ট করুন 

আপনি সব সময় চেষ্টা করবেন, প্রতিদিন বড় বড় গ্রুপে জয়েন হয়ে ইন্টারেস্টিং পোস্ট করতে। আপনি চাইলে ট্রেন্ডিং টপিকস এর উপর পোস্ট বড় বড় গ্রুপে করতে পারেন।

ট্রেন্ডিং গ্রুপ বলতে  বর্তমান সময়ে বহুল আলোচিত যে কোন একটি টপিক নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। আপনি যদি বর্তমান সময়ের কোন একটি  টপিক নিয়ে বড় বড় গ্রুপে শেয়ার করেন, আর মডারেটর যদি আপনার পোস্টটি একসেপ্ট করে তখন আপনি কিন্তু ওই পোস্ট এর বিনিময়ে হাজার হাজার ফলোয়ার পেতে  পারেন।

ফেসবুকে অটো ফলোয়ার বৃদ্ধি করার উপায়


আপনি যদি দ্রুত ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান, তাহলে অটো ফলোয়ার নিতে পারেন। অটো ফলোয়ার নিলে আপনার কয়েকদিনের ভিতরে ফলোয়ারের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে।

এখন আমি যে, পদ্ধতিতে শেয়ার করব সেটি অবলম্বন করে আপনি  ইচ্ছামত ফলোয়ার নিতে পারবেন। তার জন্য আপনাকে বেশি কিছু ভোগান্তি পোহাতে হবে না।

আপনাকে অবশ্যই প্রথমে ফেসবুক ফলোয়ার অপশন টি অন রাখতে হবে, আর আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন অবশ্যই আপনার পোস্টগুলো কি প্রাইভেসি পাবলিশ করতে হবে।

যদি এই কাজটি না করেন তাহলে আপনার ফলোয়ার অ্যাড হবে না, আমাদের মধ্যে অনেকেই আছি যারা ফেসবুকের  ফলোয়ার অপশন টি অন করতে পারেন। আবার অনেকে ফলোয়ার অপশন টি অন করতে পারেন না। যারা পারেন না তারা নিচের লিখাটি খেয়াল করুন।

প্রথমে আপনার ফেসবুক একাউন্টে চলে যাবেন, সেখান থেকে সেটিং অপশনটিতে ক্লিক করবেন। তারপর পাবলিক পোস্ট অপশন টি তে ক্লিক করলে আমাদের সবগুলো পোস্ট পাবলিক করে নিবেন

Account- Setting- Pubic Post” 

ফেসবুকে অটো ফলোয়ার নেওয়ার উপায়

প্রথমে আপনার পছন্দের ব্রাউজারটি অন করে নিচের ওয়েবসাইটিতে চলে যান লিংক vipfbauto.Com
নিচে চিএটি খেয়াল করুন।

ফেসবুকে অটো ফলোয়ার নেওয়ার উপায়


এখন নিচে Click Here For Access Token এই অপশনটিতে ক্লিক করুন।

তারপর আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটি দিয়ে log in করে নিবেন। এখানে পাসওয়ার্ড কিংবা আইডি হ্যাক হওয়ার নিয়ে চিন্তার কোন কারন নেই। তারপর Get Token এই অপশনে ক্লিক করুন তারপর একটি কোড আসবে কোডটি কপি করুন এখন নিচের চিএটি খেয়াল করুন।



নিচে বক্সে কোডটি পেস্ট করুন, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তারপর নিচে থেকে ক্যাপচাটি পূরন করুন।না জানলে ভিডিও আছে ভিডিও দেখুন
তারপর log in click করুন।.

তারপর Menu - থেকে menu auto- তারপর Auto Followers এ ক্লিক করলাম।


এখন যত Auto Followers নিবেন তা select করুন এবং Auto Follow বাটনে ক্লিক করুন।কিছুক্ষন অপেক্ষা করুন আপনার আইডিতে Auto Followers চলে যাবে।সাকসেস হলে নিচের Screenshort এর মত দেখতে পাবেন।




তারপর  আপনার ফেসবুকে প্রবেশ করুন ।দেখেন নোটিফিকেশন চলে এসেছে।এভাবে ফলেয়ার বাড়াতে পারবেন।

কিছু কথা FAQ,

আচ্ছা কথায় আছে, কষ্ট করলে মিষ্টি মিলে। আপনি যদি ফলোয়ার বাড়াতে চান, তাহলে আপনি টেকনিক ব্যাবহার করে ফলোয়ার বাড়াবেন। কোনো শর্ট কার্ড যেমন আটো ফলোয়ার না বাড়ানো বেটার। 

যদি বাড়াতে চান তাহলে উপরের লিখাটি পড়তে পারেন যদি না বুঝেন নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url