টেলিটক নাম্বার দেখার উপায়

 

টেলিটক নাম্বার দেখার উপায়

টেলিটক নাম্বার দেখার উপায় ২০২২ - teletalk number check code বর্তমানে ঘরে ঘরে সবার হাতে একটি করে মোবাইল ফোন আছে এবং ফোনের মাধ্যমে আমরা দূর-দূরান্ত থেকে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে   থাকে 

মোবাইল ফোনের মাধ্যমে একজনের সাথে আরেকজনের কথাবার্তা বলার জন্য প্রয়োজন হয় সিম কার্ড । সিম কার্ডের মাধ্যমে আমরা ব্যালেন্স রেখে কিংবা এমবি খরচ করে কথাবার্তা সহ ফেসবুক ইউটিউব এর মাধ্যমে বিনোদন নিয়ে দিয়ে থাকে ।

টেলিটক নাম্বার দেখার উপায় ২০২২ - teletalk number check
teletalk number check


মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম প্রত্যেকে যারা মোবাইল ফোন ইউজ করে তাদের জন্য একটি  গুরুত্বপূর্ণ হলো  সিম কার্ড  বর্তমানে বিভিন্ন ধরনের সিম কার্ড পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সিম হল টেলিটক সিম আজকে আমরা টেলিটক সিমের এ টু জেড সব কিছু জানবো আমরা  আজকে জানতে চলেছি,

{tocify} $title={Table of Contents}

  1. টেলিটক নাম্বার চেক কোড 
  2. টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম 
  3. টেলিটক প্যাকেজ দেখার নিয়ম 
  4. টেলিটক টাকা দেখার উপায়
  5. টেলিটক প্যাকেজ দেখার নিয়ম 
  6. টেলিটক এমবি অফার 
  7. টেলিটক এমবি কেনার কোড' 
  8. টেলিটক এমবি চেক করার কোড 
  9. টেলিটক মিনিট প্যাক কেনার উপায় ' 
  10. টেলিটক মিনিট অফার  
  11. টেলিটক মিনিট অফার চেক 
  12. টেলিটক এস এম এস কেনার কোড 
  13. টেলিটক এস এম এস চেক কোড 
  14. টেলিটক গ্রাহক সেবা

 teletalk number check

আমি নিশ্চিত আপনি টেলিটক সিম ইউজ করেন বা ইউজ করবেন তাই আপনি টেলিটক নাম্বার চেক কোড গুলোর সম্পর্কে জানতে  চান  তার জন্য আপনি আজকে টেলিটক নাম্বার দেখার উপায় teletalk number check এই পোস্টটি পড়তে  এসেছেন,

বাংলাদেশের যতগুলো মোবাইল সিম প্রোভাইডার রয়েছে তার মধ্যে অন্যতম একটি মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হল টেলিটক তাই যারা টেলিটক ইউজার আছেন তারা অবশ্যই আমার এই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন কোথাও সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন এখন আমি আপনাদেরকে শেয়ার করব টেলিটক সিমের নাম্বার দেখার কয়েকটি পদ্ধতি নিয়ে

টেলিটক নাম্বার চেক করার পদ্ধতি

আমরা ইউটিউবে কিংবা গুগলের সার্চ করে  থাকি টেলিটক নাম্বার চেক করার পদ্ধতি গুলো জানতে কিন্তু অনেকে আর্টিকেল পড়ে কিংবা ইউটিউবে ভিডিও দেখে টেলিটক সিমের নাম্বার চেক করার সঠিক পদ্ধতি জানতে পারে আবার অনেকে জানতে পারে না 

যারা জানতে পেরেছে, তারা তো জানতেই  পেরেছে অন্যদিকে যারা জানতে  পারে নাই  আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে টেলিটক সিমের এটুজেট বিস্তারিত সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন যদি না বুঝেন আমিতো আছি নিচে কমেন্ট করে জানাবেন তো চলুন এখন সিমের নাম্বার চেক করার দুটি পদ্ধতি সম্পর্কে জানব এবং ট্রাই করবো




টেলিটক নাম্বার দেখার উপায় -Teletalk Number Check USSD Code

আপনি যদি ইউএসডি কোড এর মাধ্যমে টেলিটক সিমের নাম্বার জানতে চান তাহলে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটি হাতে নিয়ে *551#  এই কোডটি  বা নাম্বারটি ডায়াল করতে হবে  কিভাবে ডায়েল করবেন,

  1. প্রথমে আপনার মোবাইল ফোনে টেলিটক  সিম সেট করে নিবেন 
  2.  তারপর মোবাইল টি ওপেন করে নেবেন  
  3. তারপর আপনার মোবাইল ফোনটি ডায়াল প্যাডে  *551# এই কোডটি বা নাম্বারটি উঠাবেন 
  4. তারপর কল বাটনে প্রেস করবেন 
  5. আপনাকে 10 সেকেন্ডের মত ওয়েট করতে হবে 
  6. তারপর আপনার মোবাইলের স্ক্রিনে আপনার টেলিটক সিমের নাম্বার টি দেখতে পারবেন 
সময় উপযোগী ব্যবহার করার জন্য এই নাম্বারটি আপনি মুখস্থ করে রাখতে  পারেন কিংবা খাতায় লিখে রাখতে পারেন 

টেলিটক সিমের নাম্বার দেখার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো এই পদ্ধতি আপনি যদি এই পদ্ধতিতে ব্যর্থ হন তাহলে নিচের পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারেন এখন দেখাবো কিভাবে এসএমএসের মাধ্যমে টেলিটক এর নাম্বার দেখা যায়

কিভাবে এসএমএসের মাধ্যমে টেলিটক এর নাম্বার দেখা যায়

এসএমএসের মাধ্যমে টেলিটক সিমের নাম্বার জানা পূর্বের তুলনায় একটু কঠিন সমস্যা নাই তবে, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন এখানে আমি মোট চারটি পদ্ধতি দেখাবো যেগুলোর মাধ্যমে এসএমএস পাঠিয়ে টেলিটক সিমের নাম্বার জানতে পারবেন সর্বশেষ পদ্ধতি অনুযায়ী চেষ্টা করলে আপনাকে কিন্তু এক টাকার অর্ধেক  চার্জ দিতে হবে এবং উপরের তিনটি পদ্ধতি অবলম্বন করলে কোন ধরনের চার্জ আপনাকে দিতে হবে না মানে প্রথম তিনটি একদম ফ্রি সর্বশেষ পদ্ধতিটি  ট্রাই করলে 0.50 টাকা আপনার কাছ থেকে কেটে নিবে

1st.সর্বপ্রথম আপনাকে আপনার মেসেজ বক্সে চলে যেতে হবে, মানে আপনাকে একটি মেসেজ লিখতে হবে তার জন্য মেসেজ বক্সের চলে যাবেন এবং ক্যাপিটাল লেটার মানে বড় হাতের W লিখবেন এবং 321 এই নাম্বারটিতে সেন্ড করে দিবেন  তারপর কিছুক্ষন ওয়েট করুন হয়তোবা বড়জোর 30 সেকেন্ড ওয়েট করতে হবে তারপর আপনার সিমে একটি রিটার্ন মেসেজ চলে আসবে  এবং মেসেজটি ওপেন করলে আপনার টেলিটকের নাম্বারটি দেখতে পারবেন তারপরও যদি না আসে তাহলে


2nd.মেসেজ বক্সে WHOAMI  লিখাটি লিখে 321  নাম্বারে  সেন্ড করে দিন তারপরও যদি না আসে তাহলে
 
3rd.মেসেজ বক্সে থেকে বড় হাতের  P লিখে 154  এই নাম্বারে সেন্ড করে দিন সর্বশেষ পদ্ধতি

4.last. মেসেজ বক্সে TAR  লিখাটি লিখে 321  নাম্বারে  সেন্ড করে দিন উপরের সবগুলো পদ্ধতিতে যখন আপনি অসফল হন আপনি সর্বশেষ এই পদ্ধতিটি অবলম্বন করবেন ইনশাল্লাহ  এই পদ্ধতির মাধ্যমে 100%  টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন আমি পূর্বেই বলেছি এই পদ্ধতিটি ট্রাই করলে আপনার কাছ থেকে 0.50  পয়সা কেটে নিন  তাই উপরের পদ্ধতিগুলোর বলে সর্বশেষে এই পদ্ধতিটি ট্রাই করবেন তারপরও যদি না হয় তাহলে আমাকে নিচে কমেন্ট করে  জানাবেন


টেলিটক প্যাকেজ দেখার নিয়ম


টেলিটক প্যাকেজ দেখার নিয়ম 

এখন আমরা জানতে চলেছি টেলিটক সিমের প্যাকেজ কেনার নিয়ম এবং টেলিটক প্যাকেজ দেখার নিয়ম আপনি হয়তো বা টেলিটক ইউজার হতে পারেন বা আদার্স যে  বাংলাদেশ  যে মোবাইল সিম প্রোভাইডার গুলো রয়েছে আপনি হয়তো বা টেলিটকের সাথে অন্যান্য সিম ইউজ করে থাকেন তাই হয়তো বা আপনি জানেন না কিভাবে টেলিটক প্যাকেজ কিনা যায় বা টেলিটক প্যাকেজ দেখার নিয়ম সম্পর্কে জানেন না তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে এখন আমরা জানতে চলেছি কিভাবে টেলিটকের ইন্টারনেট প্যাকেজ টি কিনবেন এবং প্যাকেজটি কিভাবে দেখবেন

টেলিটকের প্যাকেজ কেনার নিয়ম

টেলিটক ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য প্রথমে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি নিয়ে ডায়াল অপশন থেকে *১১১# এই নাম্বারটা ডায়াল করতে হবে 

তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এই অপশন গুলো দেখে আপনার পছন্দ অনুযায়ী ইন্টারনেট প্যাকেজ নিয়ে নিতে পারবেন 

এখন তো আমরা টেলিটকের  পছন্দ অনুযায়ী একটি ইন্টারনেট প্যাকেজ নিয়ে নিলাম এখন আমাদের দেখতে হবে কিভাবে টেলিটকের ইন্টারনেট প্যাকেজ দেখা যায়  

টেলিটকের প্যাকেজ দেখার নিয়ম

প্রথমে আপনাকে আপনার টেলিটক ফোন টি ওপেন করে *১৫২# নাম্বারটা ডায়াল করতে হবে ডায়াল করার পর  এখানে আপনার টেলিটক সিমে কত টাকা রয়েছে সেটা দেখাবে এবং 10 থেকে 40 সেকেন্ড পর আপনার টেলিটক সিমে কত এমবি রয়েছে সেটা দেখাবে মানে টেলিটক ইন্টারনেট প্যাকেজ দেখাবে  

এখন কথা হল আপনি যদি টেলিটকের প্যাকেজ কিনে থাকেন তাহলে আপনার ব্যালেন্স দেখার পর পর আপনার টেলিটক সিমের ইন্টারনেট প্যাকেজ টি দেখাবে আপনি যদি টেলিটক ইন্টারনেট প্যাকেজ না কিনে থাকেন তাহলে শুধু আপনার সিমের ব্যালেন্স টা দেখাবে 

টেলিটক টাকা দেখার উপায়

টেলিটক সিমের ব্যালেন্স চেক করা একদম সহজ  যদি একবার দেখেন টেলিটক সিমের ব্যালেন্স চেক করা শুধুমাত্র একটি কোড মনে রাখার মাধ্যমে সব সময় আপনি আপনার টেলিটক সিমের ব্যালেন্স দেখতে পারবেন 

আমরা আমাদের মোবাইল সিম ব্যবহার করে থাকি কারো না কারো সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য এই যোগাযোগ করার জন্য সিমে ব্যালেন্স থাকা খুব জরুরী

তার জন্য আমরা সিমে ব্যালেন্স  রেখে মোবাইল এর মাধ্যমে যোগাযোগ করতে হয় এবং তার জন্য প্রতি মিনিটে নির্দিষ্ট টাকা ব্যয় করতে হয় 

তার জন্য আমাদেরকে জানতে হয় আমাদের সিমে কত টাকা রয়েছে সিমে কত টাকা রয়েছে সেটি জানার জন্য প্রত্যেকটা সিম  কোম্পানির আলাদা আলাদা কোড করেছে  সেই কোডগুলো ডায়াল করে জানতে পারে আমাদের মোবাইল  সিম গুলো তে কত ব্যালেন্স রয়েছে  

আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টেলিটক সিমের ব্যালেন্স কিভাবে দেখবেন এখন সেটি নিয়ে আলোচনা করব


টেলিটক সিমের ব্যালেন্স দেখার জন্য প্রথমে আপনার মোবাইলে ডায়াল অপশন থেকে *152#  এই কোড নাম্বারটি হুবহু ডায়াল করে নিবেন ডায়াল করা শেষ হলে জাস্ট 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করলে আপনি দেখতে পারবেন আপনার সিমে কত টাকা ব্যালেন্স রয়েছে

 এবং এই কোডটি ডায়াল এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ইন্টারনেট ব্যালেন্স যেটি আমি ইতিমধ্যে  আলোচনা করেছি

টেলিটক এমবি অফার


টেলিটক এমবি অফার 


আপনি যেহেতু টেলিটক সম্পর্কে জানতে চেয়েছেন অবশ্যই আপনি একজন টেলিটক ইউজার  
আমরা সবাই জানি টেলিটক সিমের স্পিড খুব স্লো 

তাই আমরা সবসময় টেলিটক সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করে তেমন একটা মজা পাই না তবে আমাদের মধ্যে অনেকেই টেলিটক সিমে ইন্টারনেট ইউজ করে  থাকি যদিও টেলিটক সিমের ইন্টারনেট স্পিড তেমন একটা ভাল না তবে টেলিটকের ইন্টারনেট প্যাকেজ গুলো খুব কম দামে সাশ্রয়ী হয়ে থাকে  

টেলিটক একটি  বাংলাদেশের নিজস্ব কোম্পানি, কিছু কিছু বাংলাদেশ জায়গা রয়েছে যেখানে টেলিটক সিমের স্পিড খুব ভালো টেলিটক সিমের মাধ্যমে ইন্টারনেট চালাতে কোন ধরনের সমস্যা হয় না তারাই সাধারণত টেলিটক সিমে ইন্টারনেট  ব্যবহার করে অনেক মজা পেয়ে থাকে 

আবার অনেকের টেলিটক সিমের ইন্টারনেট স্পিড স্লো যার কারণে অনেকে ব্যবহার করে না যারা হয়তো বা টেলিটক সিম ব্যবহার করে থাকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পাওয়ার জন্য টেলিটক সিমের ইন্টারনেট প্যাকেজ গুলো একটিভ করে ইউজ করে থাকে 

আবার অনেকেই  ইন্টারনেট প্যাকেজ গুলো অ্যাক্টিভ করার জন্য  টেলিটক সিমের কোড গুলো  জানে না তাদের জন্য এখন আমি দেখাবো কিভাবে টেলিটক সিম থেকে ইন্টারনেট প্যাকেজ গুলো একটিভ করতে হয় অর্থাৎ আপনাদেরকে আমি টেলিটক সিমের সাশ্রয়ী মূল্যে নিয়মিত এবং বিশেষ বিশেষ প্যাকেজ গুলো শেয়ার করব


টেলিটক সিমের এমবি অফার গুলো অনলাইনে দেখার জন্য এখানে ক্লিক করুন


টেলিটক সিমের বিশেষ সীমিত সময়ের এমবি প্যাকেজ লিস্ট





টেলিটক সিমের নিয়মিত এমবি প্যাকেজ লিস্ট






টেলিটক সিমের বর্ণমালা এমবি প্যাকেজ লিস্ট



টেলিটক সিমের  বর্ণমালা এমবি প্যাকেজ লিস্ট

টেলিটক সিমের অপরাজিতা এমবি প্যাকেজ লিস্ট


টেলিটক সিমের  অপরাজিতা  এমবি প্যাকেজ লিস্ট



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url