টেলিটক সিম 4G করার নিয়ম - 2022

 টেলিটক সিম 4G করার নিয়ম 

টেলিটক সিম 4G করার নিয়ম - বাংলাদেশের  বর্তমানে অনেক  ধরনের মোবাইল সিম প্রোভাইডার রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাংলাদেশি মোবাইল সিম অপারেটর সার্ভিস হচ্ছে টেলিটক  


টেলিটক সিমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কম টাকায় ইন্টারনেট প্যাকেজ তাছাড়া কম  টাকা কল রেট পাওয়া যায় বর্তমানে বাংলাদেশের নিজস্ব একটি সিম কোম্পানি হল টেলিটক  

পূর্বে বাংলাদেশের যে সকল মোবাইল সার্ভিস   প্রোপাইটার গুলো টুজি থ্রিজি সার্ভিস দিয়েছিলে সময়ের সাথে সাথে এখন বর্তমানে সেই  মোবাইল সিম  অপারেটরগুলো এখন 4 G  সার্ভিস দিচ্ছে  


টেলিটক সিম 4G করার নিয়ম


সেই সাথে  টেলিটক কেন পিছিয়ে থাকবে  তার জন্য এখন টেলিটক 4 G  সার্ভিস দিচ্ছে,  টেলিটক সিম 4g করার জন্য টেলিটকের কাস্টমার কেয়ারে যেতে হয় না যদি সঠিক  গাইডলাইন জানা থাকে ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনার টেলিটক সিম 4g করে নিতে পারবেন


টেলিটক সিম কিভাবে 4G  করবেন

বর্তমানে সবচেয়ে দ্রুততম নেটওয়ার্ক হচ্ছে 4G  মানি ফোরজি হচ্ছে একটি ইন্টারনেট স্পিড  4G পূর্বে  2 এবং 3 জি স্পিড ছিল এখন বর্তমানে আস্তে আস্তে মোবাইল সিম গুলো ইন্টারনেট স্পিড আপডেট করতে করতে  4G  নিয়ে এসেছে 


হয়তোবা আমরা সামনের দিকে 5G এবং 6G ইন্টারনেট স্পিড দেখতে পারি  এটা কোন অবিশ্বাস কিছু নয় এখন আমরা মূল কথায় চলে  আসি টেলিটক সিম 4G করার নিয়ম টেলিটক সিম 4g করার জন্য কিছু শর্ত আছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে সেগুলো হলো


READ MORE:   টেলিটক এর নাম্বার দেখার উপায় , টেলিটকের A TO Z

টেলিটক 4G করার শর্তাবলী নিচে দেওয়া হল

  • সর্বপ্রথম আপনার মোবাইল ফোনটি 4g সাপোর্ট করতে হবে, মানে কিছু কিছু  মোবাইল ফোন আছে খুব পুরাতন মডেলের সেই পুরাতন মডেলের মোবাইল গুলোতে 4G সাপোর্ট নেই  হতে পারে টুজি এবং 3g সাপোট  করে  তাহলে আপনি  মোবাইল ফোনটি মাধ্যমে ইন্টারনেট স্পিড টুজি থ্রিজি করে নিতে পারবেন  4G করতে পারবেন না 4G করার জন্য অবশ্যই অবশ্যই আপনার মোবাইল ফোনটি ফোরজি সাপোর্টেড হতে হবেআপনার মোবাইল ফোনটি 4g সাপোর্ট হলেই হবে না আপনার টেলিটক সিম 4G সাপোর্ট করতে হবে
  •  যদি ফোরজি সাপোর্ট না করে তাহলে আপনি আপনার টেলিটক সিম কাস্টমার কেয়ার থেকে ফোরজি করে নিয়ে আসতে পারেন 
  • আপনার মোবাইল ফোনটি 4g  সেই সাথে সিম 4g করলেন এখন বর্তমানে আপনি যেই জায়গায় থেকে টেলিটক সিম টি ইউজ করবেন সেই জায়গায় অবশ্যই 4g কভারেজ এরিয়া হতে হবে  তাহলে আপনি  টেলিটক 4G সেবা নিতে পারবেন


টেলিটক 4G  সিম চেক করার নিয়ম 


টেলিটক সিম 4g কিনা তা দেখার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলটি হাতে নিয়ে মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে 


সেখান থেকে টাইপ করতে হবে chk তারপর আপনাকে সেন্ট করতে হবে 157  এই নাম্বারে  কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার মোবাইল ফোনে একটি ম্যাসেজ চলে আসবে সেখানে ম্যাসেজ টি পরে আপনি বুঝতে পারবেন আপনার সিম 4g সাপোর্ট কিনা যদি না হয় তাহলে অবশ্যই কাস্টমার কেয়ারের সাথে কথা বলে  টেলিটক sim 4g করে নিতে পারবেন




টেলিটক সিম 3G একে 4G  মাইগ্রেট করার  নিয়ম

আপনার টেলিটক সিম মাইগ্রেট করার জন্য আপনার হাতের মোবাইল ফোনটি টেলিটক সিম টি প্রবেশ করিয়ে মোবাইল ফোনটি ওপেন করার পর অবশ্যই প্রথমে মেসেজ অপশনে চলে যাবেন 

সেখান থেকে টাইপ করবেন 4G  তারপরে 111  এই নাম্বারটি  লিখে সেন্ড করে দিবেন  তার জন্য আপনাকে কোন টাকা দিতে হবে না বা টেলিটক কোম্পানি আপনার কাছ থেকে কোন ধরনের টাকা চার্জ কাটবে না  এইভাবে আপনার টেলিটক সিম 3g থেকে 4g রূপান্তরিত করতে  পারবেন


টেলিটক সিমের 4G  স্পিড কেমন হতে পারে

বর্তমানে বাংলাদেশে এখন খুব ডিজিটাল হয়ে গিয়েছে সেইসাথে মোবাইল সিম কোম্পানিগুলো আরো বেশি উন্নত হয়ে গিয়েছে আমরা সাধারণত মোবাইল সিম গুলো ব্যবহার করে থাকি  দূরদূরান্ত থেকে কমিউনিকেশন করার জন্য 

তাছাড়া ইন্টারনেট ব্যবহার করার জন্য মোবাইল  ব্যবহার করে থাকে একটা সময় ছিল যখন বাংলাদেশে ইন্টারনেট স্প্রিড খুব ভাল ছিল না 


এখন বর্তমানে সকল সিম গুলো এতটাই ভাল সার্ভিস দিচ্ছে যার জন্য ইন্টারনেট ব্যবহার করতে তেমন কোনো সমস্যায় পড়তে হয় না 


তবে একটি সমস্যা তো আছেই টেলিটক সিম নিয়ে তবে হ্যাঁ বর্তমানে টেলিটক সিম গুলো পূর্বের চেয়ে অনেক উন্নত হয়েছে বর্তমানে ঢাকা সিটি থেকে শুরু করে ঢাকার বাহিরে গ্রাম অঞ্চলের টেলিটক তাদের গ্রাহক 4G  সেবাটি নিতে পারছে 


তাছাড়া কিছু কিছু এলাকায় আছে এখনো ফোরজি সেবাটি তেমনভাবে নেই  তার জন্য আপনি টেলিটকের কাস্টমার কেয়ারে টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার ০১৫৫০-১৫৭৭৫০ ফোন করে জেনে নিতে পারবেন আপনার এলাকায় ফোরজি সেবাটি চালু আছে কিনা 


বর্তমানে টেলিটকের ফোরজি স্পিড অনেক ভালো এটা তাদের কোম্পানির স্টাফরা দাবি করে আসছে এটাও দাবি করছে  টেলিটক ফোর-জি’র ডাউনলোড স্পিড থাকবে ৪০ এমবিপিএস ও আপলোড স্পিড থাকবে ১৫ এমবিপিএস 


ভবিষ্যতে তারা তাদের ইন্টারনেট স্পিড সবার চেয়ে আলাদা সবার চেয়ে বেটার করবে  তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার এলাকা যদি  টেলিটক সিম 4g সাপোর্ট করে তাহলে আপনি  দ্রুত স্পিডে ইন্টারনেট খুব সহজে চালাতে পারবেন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url