ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ওয়াইফাই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। আমরা তো অনেকেই বৈধ-অবৈধভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কে জানতে চাই।
প্রথমে ওয়াইফাই কি? জানতে হবে। না জানলেও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন আমার মতে ওয়াইফাই হল আনলিমিটেড ডাটা মানে,
আমরা যখন বিভিন্ন মোবাইল অথবা সিম অপারেটর থেকে এমবি কিনে Facebook-youatu কিংবা ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে সার্চ করে থাকি।
তখন আমাদেরকে টাকা দিয়ে নির্দিষ্ট এমবি কিনে সেই কাজগুলো করতে হয়। একটা সময় দেখা যায় নির্দিষ্ট এমবি শেষ হয়ে গেলে আবার পুনরায় টাকা দিয়ে এমবি কিনতে হয়, যেটা অনেক অর্থবহুল বটে।
তাই, আমরা সবাই চেষ্টা করে থাকি যেসব, এলাকায় যেসব শহরে ওয়াইফাই আছে সেইসব এলাকা বা সেই সব শহরের লোকজন ওয়াইফাই এর সুবিধা নিয়ে থাকি।
বর্তমানে বাংলাদেশে সর্বনিম্ন 500 টাকা হলে সবাই ওয়াইফাই সেবাটি নিতে পারে। কেউ কেউ তো আবার কয়েকজন বন্ধু মিলে ওয়াইফাই শেয়ারে এনে ইউজ করে থাকে।
পরিশোধ করার সময় সবাই মিলে প্রতিমাসে বিল দিয়ে পরিশোধ করে থাকে এবং বিলের পরিমান এত সর্বনিম্ন হয়ে থাকে যেটা কারো গায়ে লাগে না।
যার কারণে যেসব এলাকায় ওয়াইফাই আছে সেইসব এলাকায় সবাই ওয়াইফাই ব্যবহার করে থাকে। তাই আমার মনে হয় ওয়াইফাই খুব গুরুত্বপূর্ণ জিনিস।
তাই ওয়াই-ফাই সম্পর্কে যারা জানেন না তারা আজকের এই লিখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। আজকের পোস্টে আমি আপনাদের কে হাতে-কলমে দেখাতে যাচ্ছি সেগুলো নিচে দেওয়া হল মানে আমরা আজকে যেগুলো শিখব সেগুলো হলো,
- মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে দেখবেন
- কিউআর কোডের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড দেখার নিয়ম ‘
- রাউটারের সাথে কানেক্ট করে ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়
- কম্পিউটার কিংবা ল্যাপটপে কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়
- ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার নিয়ম
- সফটওয়্যার কিংবা অ্যাপসের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়
- ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার সফটওয়ার
আসলে কি ওয়াইফাই হ্যাক করা যায়
পৃথিবীতে এমন কোন কাজ নেই মানুষ পারে না , তবে ওয়াইফাই হ্যাক করা টা কিন্তু সম্ভব তার জন্য আপনাকে সেই লেভেলের হ্যাকার হতে হবে।
আমরা ইউটিউবে যদি সার্চ করি, ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার নিয়ম গুলো সম্পর্কে জানতে।
তখন বিভিন্ন ধরনের ভিডিও আসে যে 5 মিনিটে হ্যাক করুন ওয়াইফাই পাসওয়ার্ড। দুই মিনিটে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করুন। আসলে সত্যি কথা বলতে কি আপনি যতটা সহজ ভাবছেন ওয়াইফাই হ্যাক করা ততটা সহজ নয়। তবে কিছু টেকনিক খাটিয়ে আপনি চাইলে আপনার বন্ধুর ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারেন।
আপনার যদি WiFi পাসওয়ার্ড হ্যাক করতে চান কিংবা ওয়াইফাই হ্যাক করতে চান তার জন্য প্রথমে আপনাকে ওয়াইফাই এর সিকিউরিটি সম্পর্কে জানতে হবে। সিকিউরিটি সম্পর্কে পরে না হলে জানলাম এখন যাব কি কি টেকনিকগুলো অবলম্বন করে ওয়াইফাই এর পাসওয়ার্ড জানতে পারি।
READ MORE ALSO,
ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন
ধরুন, আপনার বন্ধুর ওয়াইফাই আপনি চালাচ্ছেন। আপনার বন্ধু আপনাকে ওয়াইফাই কানেক্ট করে দিয়েছে। কিন্তু আপনাকে ওয়াইফাই এর পাসওয়ার্ড টি বলে নাই। আপনি কিন্তু চাইলে আপনার বন্ধু ওয়াইফাই এর পাসওয়ার্ড জানতে পারবেন তার জন্য কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন ।
কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দুটি মাধ্যমে জানা যায় । একটি হল ওয়াইফাই এর ভিতরে প্রবেশ করে পাসওয়ার্ড জানতে পারেন। অন্যটি হলো স্ক্যানার মাধ্যমে অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে পাসওয়ার্ড জানতে পারেন।
এখন দেখাবো, কিভাবে আপনার কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড টি বের করার জন্য কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করা মোবাইল দিয়ে কিভাবে রাউটার ভিতরে প্রবেশ করে, পাসওয়ার্ডটি জানবেন।
যদি এই প্রসেসটি আপনি ব্যর্থ হন নিচে দ্বিতীয় প্রসেসটি খেয়াল করবেন। কারণ দ্বিতীয় প্রসেসটি আমি দেখাবো কিভাবে কানেক্ট করা মোবাইল টির মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে কানেক্ট করা পাসওয়ার্ড টি জানবেন এবং 100% কার্যকরী।
ওয়াইফাই পাসওয়ার্ড শো,
ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করা মোবাইল এর মাধ্যমে রাউটার থেকে সরাসরি ওয়াইফাই পাসওয়ার্ড শো করার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করবেন যথা
প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। সেখান থেকে WIFI বাটনে ক্লিক করুন। মানে আপনার ওয়াইফাই অপশনটি অন করুন। তাহলে নিচে থেকে আপনার আশেপাশে সকল ওয়াইফাই এর সিগনাল গুলো বা ওয়াইফাই এর নাম গুলো দেখতে পারবেন নিচের চিত্রটি খেয়াল করুন,
ওয়াইফাই হ্যাক ১০০%
এখন যে পদ্ধতটি দেখাব আপনি যে রাউটারের ভিতরে প্রবেশ করে ওয়াফাই এর পাসওয়ার্ডটি জানবেন সেই রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন না করলে এই টেকনিকটি ১০০% কার্যকর হবে। যদি রাউটার এর পাসওয়ার্ডটি পরিবর্তন করে থাকে তাহলে কোন কাজে আসবে না তবে বেশিরভাগ রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করা হয় না তাই অনেকটা চান্স থেকে যায়।
এখন আমাদের ওয়াফাই IP address অথবা Getaway এড্রেসটি কপি করতে হবে। তারজন্য কানেক্ট থাকা ওয়াফাই নাম এর ওপর ক্লিক অথবা কানেক্ট করা ওয়াফাই নাম এর সেটিংটি ওপেন করুন তারপর
IP setting টি পরিবর্তন করতে হবে তারজন্য IP setting click করবেন তারপর
static ক্লিক করে IP setting টি static করে দিবেন, নিচের চিএটি খেয়াল করুন
এখন IP address কিছু সংখ্যা নিচে Getaway অপশনে কিছু সংখ্যা বা লিংক দেখা দিচ্ছে এখান থেকে সংখ্যাগুলো কপি করে গুগলে সার্চ করুন কারো কারো মোবাইলে IP address ঘরে সংখ্যাটি কপি করে সার্চ করলে কাজ করবে আবার
কারো কারো মোবাইলে Getaway ঘরে সংখ্যাটি কপি করে সার্চ করলে কাজ করবে তাই একটি কাজ না করলে অন্যটি কাজ করবে আমার Getaway সংখ্যা বা কোড আপনি যেটা বলেন সেটা কাজ করেছে। তারপর নিচের মত ডেসবোর্ডটি আসছে।
আমি যেহেতু টিপি লিংক রাউটার ইউজ করছি সেহেতু টিপি লিংক এর ড্যাশবোর্ড দেখাচ্ছে। আপনি যদি অন্য রাউটার ইউজ করেন তখন অন্য রাউটার ড্যাশবোর্ড দেখাবে।
উপর একটু খেয়াল করুন এখানে ইউজারনেম UGER NAME এবং পাসওয়ার্ড PASSWORD চাচ্ছে।
এখন কথা হচ্ছে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড এর ঘরে কি দিবেন, বর্তমানে বাজারে যেসব রাউটার বিক্রি হচ্ছে সেইসব রাউটার গুলোতে ডিফল্ট ভাবে পাসওয়ার্ড দেওয়া থাকে। আপনাকে রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড খুঁজে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হবে।
ইউজারনেম এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনি গুগল এ সার্চ করতে পারেন tp link default router password আমি যেহেতু tp-link ইউজ করছি সেহেতু tp-link লিখাটি লিখেছি। আপনি যদি অন্য রাউটার ইউজ করে থাকেন তখন আপনি অন্য রাউটারের নাম লিখে সার্চ করবেন।
এক্সাম্পল example এখানে আপনার রাউটার কোম্পানির নামটি লিখে বাকি এই লিখাটি লিখতে হবে। default router password তারপর গুগলে সার্চ করতে হবে। তাহলে আপনি ওই কোম্পানির রাউটারের ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড টি গুগল থেকে পেয়ে যাবেন। এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে log in করে নিবেন।
এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হল, যদি রাউটার মালিক রাউটার এর ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে তখন ডিফল্ট রাউটার এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে রাউটার ভিতরে প্রবেশ করতে পারবেন না।
উপরের চিত্রটি খেয়াল করুন ওয়াইফাই রাউটার এর ভিতরে প্রবেশ করার পর Wireless Security অপশনটি খুজে নিতে হবে। অপশনটিতে ক্লিক করলে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারবেন
কিছু গুরুত্বপূর্ণ কথা,
আপনি যদি রাউটার ভিতরে প্রবেশ না করতে পারেন তখন কিন্তু আপনি পাসওয়ার্ড টি পাবেন না। এখন আপনার কোন টেনশন করার প্রয়োজন নেই, আমি দ্বিতীয় স্টেপ এ দেখাবো কিভাবে খুব সহজে বিকল্প ভাবে কানেক্ট করা পাসওয়ার্ড টি পেতে পারেন
কিউআর কোডের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড দেখার নিয়ম
প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন সেখান থেকে WIFI বাটনে ক্লিক করুন। মানে আপনার ওয়াইফাই অপশনটি অন করুন।
তাহলে নিচে থেকে আপনার আশেপাশে সকল ওয়াইফাই এর সিগনাল গুলো বা ওয়াইফাই এর নাম গুলো দেখতে পারবেন নিচের চিত্রটি খেয়াল করুন,
দেখতে পাচ্ছেন, আপনার ওয়াইফাই এর নাম টি জাস্ট নামের উপর ক্লিক করুন। তাহলে একটি কিউআর কোড দেখতে পাবেন নিচের চিত্রটি খেয়াল করুন
কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ডটি পাব। তার জন্য এখানে ক্লিক করুন তাহলে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে নিচে ওয়েবসাইটির চিএটি দেখুন।
এখন আমাদের আপলোড ফাইল লিখাটিতে ক্লিক করে কিউআার কোডটি আপলোড করে দিবেন।
তারপর Read Barcode ক্লিক করলে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আবার নিচে খেয়াল করুন পাসওয়ার্ডটি চলে এসেছে।
কম্পিউটার কিংবা ল্যাপটপে কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়
বর্তমানে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার জন্য অনেক সফটওয়্যার কিংবা অ্যাপস পেয়ে যাবেন। সেগুলো দিয়ে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করলেও করতে পারেন।
তবে হ্যাঁ আমি ইতিমধ্যে উপরে আপনি যদি ভালো করে উপরের লিখাটি পড়ে থাকেন তাহলে আপনি অলরেডি বুঝে গিয়েছেন কিভাবে কানেক্ট করা মোবাইল থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায়।
এখন বর্তমানে সবার হাতে মোবাইল আছে, সবাই এ কাজটি মোবাইল দিয়ে করতে পারবে। তবে কিছু কিছু লোক আছে যারা ওয়াইফাই পাসওয়ার্ড টি কম্পিউটার দিয়ে বের করতে চায়।
এই পোস্টটি তাদের জন্য যারা কম্পিউটার বা ল্যাপটপ ওয়াইফাই কানেকশন করা আছে, কিন্তু সেই ওয়াইফাই পাসওয়ার্ড ল্যাপটপ বা কম্পিউটার থেকে জানতে চায়। তাদের জন্য এখন এই পোস্টটি তো চলুন শুরু করি।
প্রথমে, আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ টি ওপেন করে নেবেন।
তারপর নিচে কর্নার থেকে WIFI ওয়াইফাই অপশনটিতে ক্লিক করবেন।
তারপরে আরো নতুন একটি অপশন চলে আসবে জাস্ট network and internet setting এই Option লেখাটির উপর ক্লিক করুন।
এখন নিচের চিত্রটি খেয়াল করুন, নিচে বামদিকে WI-FI এ অপশনটিতে ক্লিক করলে ডানদিকে Change Adapter Options এই অপশনটি শুরু করবে।
এখন Change Adapter Options অপশনটিতে ক্লিক করবেন তাহলে নিচের মত একটি চিত্র দেখতে পারবেন।
এখানে ল্যাপটপ কিংবা ওয়াইফাই এর সাথে যে ওয়াইফাই সংযুক্ত আছে সে ওয়াইফের নাম এখানে দেখাবে। তারপরে আপনি ওয়াইফাই এর উপর মাউস রেখে মাউসের ডান বাটন ক্লিক করলে বাকি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে স্ট্যাটাস এ ক্লিক করে নিচের চিত্রটি দেখতে পারবেন।
তারপর এখানে Security ট্যাবে ক্লিক করতে হবে
আপনি কিন্তু, এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড টি দেখতে পারেন। যদি কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ।
qr code scanner online from imageUsing an online QR code scanner from an image allows users to easily scan QR codes without the need for a dedicated app