ইন্টারনেট স্পিড চেক করুন কার্যকরী পদ্ধতিতে - ইন্টারনেট স্পিড চেক

ইন্টারনেট স্পিড চেক করুন কার্যকরী পদ্ধতিতে 

ইন্টারনেট স্পিড চেক - তথ্যপ্রযুক্তির যুগে ইন্টার নেট ছাড়া চলা যেন দুষ্কার্য হয়ে পড়েছে। অনলাইনে মাধ্যমে আমরা বর্তমানে অধিকাংশ মানুষই ঝুঁকে পড়েছি।

 

কেউ অনলাইন হতে মার্কেটিং করতে চায়,  আবার কেউ অনলাইন কে কাজে লাগিয়ে অনলাইন থেকে আয় করতে চায়, তাই অনলাইন প্লাটফর্ম গুলো গুরুত্ব অপরিসীম। 


আপনি অনলাইনে যেটাই করুন না কেন, অনলাই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়ে থাকে। কেউ কেউ মোবাইলের সিম দিয়ে  মেগাবাইট ক্রয় করে ইন্টারনেট ব্যবহার করে থাকে।


 কেউ বা আবার ওয়াইফাই এর মাধ্যমে  ইন্টারনেট ব্যবহার করে, আবার কেউ কেউ ব্রডব্যান্ড কে কাজে লাগে ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার  করে থাকে। 


অনলাইনের মাধ্যমে যে যেটাই করুক না কেন। অবশ্যই ইন্টারনেট ব্যবহার করতেই হবে, আর ইন্টারনেট ব্যবহার করার সময় মাঝে মাঝে ইন্টারনেট স্পিড  এতটাই স্লো হয়ে যায়, কাঙ্খিত অনলাইন প্লাটফর্ম গুলো ব্যবহার করার খুব কঠিন হয়ে পড়ে।


আপনি কিন্তু চাইলে আপনার ইন্টারনেটের স্পিড কতটুকু পরিমাণে আছে যাচাই করতে  পারেন, আজকের এই আর্টিকেলটি মাধ্যমে আমি আপনাদেরকে শুরু করতে যাচ্ছি ইন্টারনেট স্পিড চেক করার ওয়েবসাইট  কিংবা অ্যাপস  এর কার্যকরী উপায় গুলো নিয়ে।


ইন্টারনেট স্পিড চেক করুন কার্যকরী পদ্ধতিতে



ইন্টারনেট স্পিড কি

আপনি যদি আপনার ইন্টারনেট স্পিড চেক করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার ইন্টারনেট mbps স্পিরিট এর ওপর খেয়াল রাখতে হবে। 


আপনি হয়তো বা mbps এর মানে জানেন না mbps ফুল মেনিং হচ্ছে megabits per second মানে, আপনার ইন্টারনেট mbps পরিমাণ যত বেশি হবে, তত দ্রুত আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

মানে আপনার ইন্টারনেটের এমবিপিএস যদি সবচেয়ে বেশি হয় তাহলে আপনি আপনার কাংখিত আপলোড থেকে শুরু  যেকোনো জিনিস ডাউনলোড অল্প  সময় করতে পারবেন। 


কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট স্পিড চেক করবেন



কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট স্পিড চেক করবেন (Internet speed test online)

আপনি আপনার ওয়াইফাই ব্যান্ডউইথ কিংবা মোবাইল অপারেটর সিম গুলো ইন্টারনেট স্পিড কেমন তা জানার জন্য অবশ্যই আপনাকে প্রথমে ইন্টারনেট কানেকশন অন করে নিতে হবে।


মানে আমি এখানে বোঝাতে চাইছি, আপনি যদি কম্পিউটার ল্যাপটপ অথবা টেপ  বা আরো অন্যান্য ডিভাইস গুলো দিয়ে আপনার ইন্টারনেট স্পিড চেক  করতে চান তাহলে অবশ্যই এই ডিভাইস গুলোর সাথে আপনাকে ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। 


এখন আমি আপনাদেরকে এমন কিছু ইন্টারনেট স্পিড চেক করার ওয়েবসাইট এর সাথে  পরিচয় করিয়ে দিবো  যে সাইটগুলো ব্যবহার করে আপনি আপনার ইন্টারনেট স্পিড দেখতে পারবেন।


1. Fast.com


ইন্টারনেট স্পিড চেক করার জন্য এই ওয়েবসাইটে একটি আমার কাছে বেস্ট ওয়েবসাইট মনে হয়েছে। 


 কারণ, এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি ঝামেলা মুক্তভাবে আপনার ইন্টারনেট স্প্রিড জানতে পারবেন।


আপনারা যারা ইন্টারনেট স্পিড চেক করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিংবা টুলস অথবা অ্যাপস   নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য অবশ্যই এই সাইটটি বেস্ট হবে। 


কারণ এ ওয়েব সাইটে প্রবেশ করলে সাথে সাথে আপনার ইন্টারনেট স্পিড কতটুকু সেটা দেখাবে। যার কারণে আপনি জানতে পারবেন আপনার ইন্টারনেট স্প্রিড কতটুকু আছে। 


এই  সাইটটির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে অন্যান্য সাইটের মত কোন অপশনে টাচ করে বা ক্লিক করে ইন্টারনেট স্পিড দেখতে হয় না। 


আপনি শুধু জাস্ট ওয়েবসাইট এর ভিতরে প্রবেশ করবেন, সাথে সাথে দেখতে পারবেন আপনার ইন্টারনেট স্পিড। 


আপনার ইন্টারনেট স্পিড কতটুকু দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন।




2.Testmy.net 


উপরের প্রথম সাইটটিতে যদি আপনি প্রবেশ করেন, তাহলে সাথে সাথে আপনার ইন্টারনেট স্পিড দেখাবে।


কিন্তু কোনো কোনো সময় এ সাইটটি  যদি সমস্যা করে ইন্টারনেট স্পিড চেক করার জন্য Testmy.net  এই সাইটটি ব্যবহার করতে পারেন।


এ সাইটটিতে প্রবেশ করার পর আপনি কিন্তু সাথে সাথে আপনাদের ইন্টারনেট স্পিড দেখতে পারবেন না।


 ইন্টারনেট স্পিড দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে অথবা Testmy.net  সাইটটিতে প্রবেশ করতে হবে। 


প্রবেশ করার পর অপর একটি test my internet নামে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে সিম্প্লি test my internet  অপশনে ক্লিক করে নিবেন। 


তাহলে নতুন করে আরও চারটি অপশন চলে আসবে যেমন download, upload, combined, latency এই চারটি অপশন পেয়ে যাবেন। আপনার ইন্টারনেট স্পিড দেখার জন্য শুধুমাত্র আপনি download অপশনে ক্লিক করবেন।


download অপশনে ক্লিক করার পরে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে জাস্ট। লোড নেওয়ার জন্য কিছুক্ষণ টাইম নিবেন,তারপর 5 সেকেন্ড পর আপনি আপনার  ইন্টারনেট স্পিড  কত আছে দেখতে পারবেন।


আমাদের শেষ কথা


আজকে আমাদের এই আর্টিকেলটি লিখা হয়েছে শুধুমাত্র আপনার ইন্টারনেট স্পিড নির্ধারণ  করার বিষয়ে উপর, আপনি যদি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে পারেন অথবা বুঝতে পারেন তাহলে অবশ্যই ওপরে  লিখিত ওয়েবসাইটগুলো ব্যবহার করে আপনার ইন্টারনেট স্প্রিড  কত সেটি দেখতে পারবেন  

যদি কোন কারনে আপনাদের ইন্টারনেট স্পিড দেখতে না পারেন, অথবা আমাদের আর্টিকেলটি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন 


আমরা যথাসাধ্য আপনাকে কমেন্টে উত্তর দিয়ে দেব, যদি ভালো লাগে আর্টিকেলটি সবার কাছে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url