কোডিং কি? কোডিং শেখার সহজ উপায়

কোডিং কি?

আমরা সবাই কোডিং শব্দটির সাথে পরিচিত। অনেকেই আছে কোডিং শব্দটির সাথে পরিচিত কিন্তুু কোডিং কি? সেটা জানে না বা জানতে আগ্রহী। 

আচ্চা আমরা সবাই জানি, প্রাচীন কালে মানুষ বিভিন্ন ইঙ্গিত এর মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। একটা সময় ইঙ্গিত বাদ দিয়ে ভাষা তৈরী হয়েছে। 

এক এক দেশে এক এক ধরনের ভাষায় কথাবার্তা বলে থাকে। আমরা এক কথায় বলতে পারি কোডিং হল এক ধরনের ভাষা। মানে কোডিং হচ্ছে এক ধরনের কম্পিউটারের ভাষা। 

কোডিং কি
কোডিং কি ? কোডিং শেখার সহজ উপায়



আমরা যখন কম্পিউটারে কোন তথ্য ইনপুট করে দেখতে চাই তখন কম্পিউটার সেই তথ্যগুলো বোঝার জন্য কোডিং এর মাধ্যমে কনভার্ট করে, তারপর আমাদেরকে আমাদের ভাষায় আউটপুট দিয়ে থাকে।

কারন, একজন প্রোগ্রামার পূর্বে থেকে আপনার কম্পিউটারে এমনভাবে কোডিং করে সেট করে রেখেছে, যেন আপনার ইনপুট করা তথ্য গুলো আপনার ভাষায় প্রদান করতে পারে।

এখানে আমরা বুঝতে পারলাম একজন প্রোগ্রামার কোডিং করে থাকে এবং কম্পিউটার বা মেশিন কোডিং এর কোড গুলোকে মেশিনের ভাষায় কনভার্ট করে আমাদের সামনে তথ্য পদর্শন করে। 

কোডিং এর মূল উদ্দেশ্য কি

কোডিং এর মূল উদ্দেশ্য কি - বর্তমানে আমরা সবাই অনলাইনে নির্ভশীল হয়ে উঠেছি। একটা সময় ছিল যখন মার্কেট করার জন্য মাইল এর পর মাইল হেটে গিয়ে বাজার করা লাগত। 

বর্তমানে আধুনিকতার ছোয়ায় এখন বাজার করার জন্য মাইল এর পর মাইল হাটতে হয় না। আপনি চাইলে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আপনার কাঙ্খিত পণ্যগুলো অর্ডার করলে আপনার পন্য ঘরে চলে আসবে। 

আর নরমাললি একবার ভাবুন তো আপনি যে অনলাইনে পন্য গুলো অর্ডার করবেন ওয়েবসাইটগুলো কিংবা এপসগুলো একজন প্রোগ্রামার কোডিং করার মাধ্যমে তেরি করেছে। 

যার কারনে প্রোগ্রামার কোডিং করার উদ্দেশ্য থাকে একজন প্রোগ্রামার তার কাঙ্খিত সার্ভিসটি সবার কাছে পৌছে দেওয়া। 

তবে বেশির ভাগ প্রোগ্রামার এর মূল উদ্দেশ্য থাকে, কোডিং এর মাধ্যমে অর্থ উপার্জন করা। কোড এর মূল উদ্দেশ্য থাকে কোডগুলো মেশিনের ভাষায় কনভার্ট করে আমাদের ভাষায় পদর্শন করা।

কোডিং এর সুবিধা (কোডিং শেখার সুবিধ)

বর্তমানে কোডিং শেখার বিকল্প নেই।  এই ডিজিটাল যুগে বর্তমানে সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে। তার জন্য ব্যবসা ক্ষেত্র থেকে শুরু করে  শিল্প উন্নয়নে সবকিছু এখন বেশিরভাগই অনলাইনের মাধ্যমে বাজারজাত করা হয়।

আর এই বাজারজাত করার জন্য প্রয়োজন হয়, অনলাইন মাধ্যমগুলো যেমন  ওয়েবসাইট অথবা ব্লগ সাইট, অ্যাপস  কিংবা সফটওয়্যার। সাধারণত  এগুলো  হল পণ্য বিক্রি করা অনলাইন মাধ্যম এবং এই মাধ্যমগুলোর  একজন প্রোগ্রামার কোডিং করে অনলাইন মাধ্যমগুলো তৈরি করে থাকে।  

বর্তমানে অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য কোডিং জানার বিকল্প নেই। এই সেক্টরে প্রোগ্রামারের প্রচুর চাহিদার কারণে উচ্চ বেতন সম্পন্ন চাকরি সহজে পাওয়া যায়।

আপনি যদি চাকরি করতে না চান তাহলে আপনি যদি সেই লেভেলের কোডিং করতে পারেন, আপনার কোডিং এর দক্ষতা দিয়ে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন।

কোডিং শেখার সহজ উপায়

বর্তমানে আমরা সবাই অনলাইনে নির্ভরশীল হওয়ার কারণে, বেশিরভাগ তরুণ-তরুণী অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চায়। তার জন্য অনলাইন ভিত্তিক কাজগুলো শিখার জন্য তরুণ-তরুণীরা ঝুঁকে পড়েছে।

একটা সময় ছিল অনলাইন থেকে আয় করা যায় এটা কেউ বিশ্বাস করত না, বর্তমান এই যুগে অর্থাৎ এই সময়ে সবাই মানতে বাধ্য অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায়।

কোডিং শেখার সহজ উপায়



আর আপনি যদি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তার জন্য আপনাকে অনলাইন ভিত্তিক যে কোন একটি কাজকে নির্বাচন করে নিতে হবে।

অনলাইনে কাজ শিখার জন্য বহু ধরনের কাজ রয়েছে,  তারমধ্যে  প্রোগ্রামার  হিসেবে অনলাইন থেকে অথবা অফলাইনে অনেক ধরনের কাজ রয়েছে।


 একজন প্রোগ্রামার প্রোগ্রামিং  করার জন্য কোডিং শেখার গুরুত্ব অপরিসীম। একজন প্রোগ্রামার যদি কোডিং না জানে তখন তাকে প্রোগ্রামের বলা যায় না।

 বর্তমানে একজন প্রোগ্রামার এর ভ্যালু কতটা বেশি সেটা বলে বুঝানো যাবে না। একজন প্রোগ্রামার চাইলে সে স্বাধীনভাবে অনলাইন থেকে অথবা চাকরির মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। 

কোডিং শেখার জন্য দুটি উপায় রয়েছে একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে কোডিং শেখা অন্যটি হচ্ছে অফলাইনের মাধ্যমে কোডিং শেখা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আপনি কিভাবে অনলাইনে কোডিং শিখতে পারেন।

অনলাইনের মাধ্যমে কোডিং শেখা

আমি আগেই বলেছি বর্তমানের সবাই এখন অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে। যেটাই করতে যাচ্ছে প্রায় 70 শতাংশ কাজ অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে। 

আপনি কোডিং শিখতে চাইলে, অনলাইনে  মাধ্যমে কোডিং শিখতে পারেন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে কিভাবে কোডিং শেখা যায়  কিংবা কোডিং শেখার উপায়। 

তবে কোডিং শেখার উপায় গুলোর মধ্যে অনলাইন থেকে কোডিং শেখা একটি অন্যতম উপায়। আপনি চাইলে অনলাইন থেকে কোডিং শিখতে পারেন।

তার জন্য অনলাইনে কোডিং শিখানোর উপরে বহু ধরনের কোর্স আছে, সেই কোর্সগুলোতে অংশগ্রহণ করে আপনি চাইলে কোডিং শিখতে পারেন।

বেশিরভাগ ক্ষেত্রে কোর্স প্রোভাইডার সাপোর্ট দেওয়ার জন্য অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। কোডিং শেখার জন্য কোডএকাডেমী কোড শেখার সেই রকমই একটি কোর্স। 

ইউটিউব থেকে কোডিং শেখা

পৃথিবীতে সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব। আপনি কিন্তু চাইলে ইউটিউবকে কাজে লাগিয়ে আপনার পছন্দের যে কোন ধরনের কাজ ইউটিউব থেকে শিখতে পারেন। 

আমার মতে ইউটিউব হচ্ছে বিশাল বড় শিক্ষা কেন্দ্র ওয়েবসাইট।

কারণ হচ্ছে আপনি ইউটিউব থেকে আপনার চাহিদামত ভিডিও পেয়ে যাবেন। আপনি যদি ইউটিউব থেকে কোডিং শিখতে চান তাহলে  ইউটিউব এর  কোডিং শেখানো হয় সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। 

আপনি যদি কোডিং শেখার জন্য একদম নতুন  তাহলে প্রাথমিক জ্ঞান লাভের জন্য কোডিং শেখার জন্য ইউটিউব আপনার কাছে বেস্ট হবে। কারণ এখানে আপনি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কোডিং শেখার ভিডিও  ফ্রিতে পেয়ে যাবেন।

আপনার যদি মনে হয় আপনি ইউটিউব থেকে  কোডিং শিখতে পারবেন না, তাহলে আপনি কোডিং শেখার জন্য কোডিং ইনস্টিটিউট গুলো বেছে নিতে পারেন।


বিনামূল্যে কোডিং শেখার সাইট


গুগোল কে ব্যবহার করে  কোডিং শিক্ষা

অনলাইনে বর্তমানে ওয়েবসাইটের কোনো অভাব নেই, সেই সাথে আপনি যদি কোডিং শিখতে চান তাহলে আপনি ফ্রিতে অথবা টাকা দিয়ে এমন কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে  কোডিং শিখতে পারেন। এমনই কিছু ওয়েবসাইটের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব, 

1.Codecademy-কোড একাডেমি

আপনি একজন প্রোগ্রামার হতে চান, তার জন্য কোডিং শিখতে চাচ্ছেন। কিন্তু সঠিক গাইড লাইন পাচ্ছেন না।

আপনার কোডিং শেখার সঠিক গাইডলাইন হিসেবে  কোড একাডেমি ওয়েবসাইটটি বেছে নেওয়াই আপনার জন্য সবচেয়ে বেস্ট  হবে। 

কারণ কোডিং শেখার জন্য সবচেয়ে পপুলার একটি ওয়েবসাইট হচ্ছে কোড একাডেমি। এই ওয়েবসাইটে সবার কাছে জনপ্রিয় হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ  মতো  ফ্রিতে বিগিনার কোর্সগুলো পেয়ে যাবেন। 

এই ওয়েবসাইটটি একটি সাধারণত রেওয়ার্ড সিস্টেম এর মত কাজ করে, রেওয়ার্ড সিস্টেম বলতে এখানে বুঝানো হয়েছে আপনি এখান থেকে কতটুকু পরিমাণে কোডিং শিখতে পারছেন তার উপর ভিত্তি করে আপনাকে একটি বেজ প্রদান করা হবে।

 যার কারণে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার প্রোগ্রামিং শিক্ষার  দক্ষতা আপনি কতটুকু অর্জন করতে পেরেছেন।

2.Coursera

কোট একাডেমির পরে কোডিং শেখার জন্য বিশ্বমানের সাইট হচ্ছে coursera.

আপনি চাইলে এই সাইটটিতে জয়েন করে ফ্রিতে  কোডিং শিখতে পারেন। এ সাইটে মূলত সব ধরনের ক্যাটাগরির কোর্স রয়েছে। এ সাইটের সবচেয়ে বেশি  পজিটিভ দিক হচ্ছে এখানে যারা কোর্স করিয়ে থাকেন  সবাই ইউনিভার্সিটির অধ্যাপক হয়ে থাকে।

অন্যদিকে  এ সাইটটির এমন কোন খারাপ দিক নেই, যদি খারাপ দিক এর কথা বলতে হয় তাহলে বলা চলে এ সাইটটিতে প্রচুর নিয়ম কানুন মানতে হয়। শুরু থেকে এ পর্যন্ত এ সাইটটি খুব  ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে  এবং সর্বশেষে মজার কথা হচ্ছে আপনি যদি এখান থেকে কোর্স সম্পন্ন করেন তাহলে আপনাকে  সার্টিফিকেট প্রদান  করবে।

3.Udacity

কোডিং শেখার জন্য সবচেয়ে সহজ একটি সাইট হচ্ছে  এই সাইটটি। আপনি যদি কোডিং শেখার জন্য বিগিনার হয়ে থাকেন তাহলে এই সাইটটি আপনার জন্য ভালো হবে। কারণ এই সাইটে  বেশিরভাগ সময় কোডিং অথবা প্রোগ্রামিং এর উপর ভিডিও আপলোড করা হয়। 

অনলাইনে আরো অনেক ভালো ভালো ধরনের সাইট রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু কোডিং শিখতে পারেন। আমার দেখা মতে এই উপরের তিনটি সাইট সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে,  তাই এই  ওয়েবসাইট  আমি আলোচনা করেছি। আপনি চাইলে এই সাইটগুলিতে জয়েন হয়ে কোডিং শিখতে পারেন।

কোডিং নিয়মিত প্র্যাকটিস করা


সত্যি কথা বলতে, কোডিং শেখা অনেকটা কষ্টের কাজ। আপনি যদি কোডিং শেখার মনোবল টি ধরে রাখতে পারেন, আপনার কাছে কোডিং শেখা কোন পেপার হবে না।

যার জন্য প্রচুর সাধনা করতে হবে। এখানে সাধনা বলতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। 

আপনি যদি নিয়মিত প্র্যাকটিস না করেন তা হলে আপনার জন্য কোডিং নয়। কোডিং জানার জন্য আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে।

কোডিং শিক্ষা



অফলাইনে কোডিং শিক্ষা

কোডিং শিক্ষার জন্য সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো অনলাইনে কোডিং শেখা। আপনি যদি অনলাইনে বা অনলাইন প্লাটফর্ম গুলো ব্যবহার করে কোডিং না শিখতে পারেন তাহলে আপনাকে অফলাইনে কোডিং শিখতে হবে।

অফলাইনে কোডিং শেখার জন্য আপনাকে অবশ্যই যেখানে কোডিং সেখানে হয় সেই ইনস্টিটিউটগুলো খুঁজে বের করে নিতে হবে।  

আপনাকে ফিজিক্যালি গিয়ে সেখান থেকে কোডিং শিখতে হবে। আপনার কাছে যদি কোডিং শেখার মতো যথেষ্ট পরিমান টাকা না থাকে, তাহলে আপনার আশেপাশে যদি কেউ প্রোগ্রামার হয়ে থাকে, ভালো মানের কোডিং করতে পারে আপনি চাইলে তার কাছ থেকেও কোডিং শিখতে পারে।  



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url