অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করার পদ্ধতি অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন - এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা বা চাকরির উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় পাসপোর্ট । 

তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিদেশের চাকরী উদ্দেশ্যে অনেকেই দেশের বাইরে যেতে চায়, যার জন্য প্রয়োজন হয় পাসপোর্ট । এই পাসপোর্ট তৈরি করার জন্য আমরা অনলাইনে আবেদন করে অথবা দালালের মাধ্যমে বানিয়ে নিতে চাই । 

অনলাইনে নিজের পাসপোর্ট চেক


অনলাইনে পাসপোর্ট চেক 

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন, পাসপোর্ট এর সকল কার্যক্রম শেষ হওয়ার পর আমরা কাঙ্খিত পাসপোর্ট হাতে পাওয়ার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করে থাকি। এখন কথা হচ্ছে, পাসপোর্ট এর কার্যক্রম শেষ হওয়ার পর আপনার পাসপোর্টটি আজও তৈরি হয়েছে কিনা অথবা আপনার কাঙ্খিত পাসপোর্ট এর বর্তমান অবস্থা কি সেটা জানা কিন্তু অবশ্যই প্রয়োজন। 

এখানে মূলকথা হলো, আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো জানে না কিভাবে অনলাইনে নিজের পাসপোর্ট চেক করতে হয় অথবা পাসপোর্ট চেক করার পদ্ধতি এগুলো সম্পর্কে অবগত নয় । অনলাইনে নিজের পাসপোর্ট চেক করার পদ্ধতি এগুলো জানার পূর্বে আমাদের অবশ্যই জানতে হবে পাসপোর্ট কি ? 

তাছাড়া আজকে আমাদের এই সম্পূর্ণ লেখাটি পড়লে আপনারা পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকে আমরা জানতে চলেছি, 

  • পাসপোর্ট বলতে কি বুঝায়। 
  • পাসপোর্ট কত রকমের হয়ে থাকে ।
  •  নতুন নিয়মে পাসপোর্ট করার খরচ । 
  • নতুন নিয়মে পাসপোর্ট করার উপায় 2022 ।
  •  নতুন পাসপোর্ট হাতে পেতে কতদিন সময় লাগে। 
  • পাসপোর্ট চেক করার পদ্ধতি। 
  • এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করার পদ্ধতি। 
  • পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার পদ্ধতি। 
  • পাসপোর্ট চেক করার বিষয় নিয়ে কিছু প্রশ্নোত্তর ।
  •  আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে আপনার করণীয় কি । 
  • পাসপোর্ট হারিয়ে গেলে কি করবেন। 
  • পাসপোর্ট অফিসের হেল্প লাইন। 
  • পাসপোর্ট সম্পর্কে অজানা কিছু তথ্য। 

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন



পাসপোর্ট বলতে কি বুঝায় পাসপোর্ট কি - 

পৃথিবীতে দুটি উপায় বাহিরের রাষ্ট্রগুলোতে যাওয়া যায়, একটি বৈধ উপায়ে এবং অন্যটি হচ্ছে অবৈধ উপায়ে। বাহিরের রাষ্ট্রে যাওয়ার জন্য আপনার কাছে আপনার পাসপোর্ট থাকা অবশ্যক । কারণ, আপনি একটি দেশের নাগরিক সেটা তখনই স্বীকৃতি পাবে, আপনার কাছে নাগরিত্ব দলিল থাকবে। 

আর এই নাগরিত্ব দলিল হচ্ছে আপনার পাসপোর্ট । আপনার প্রশ্ন আসতে পারে সারা জীবন শুনলাম বাংলাদেশ কেবল মাত্র জাতীয় পরিচয় পত্র থাকলেও যেটাকে অনেকেই ন্যাশনাল আইডি কার্ড হিসেবে জানে সেটা থাকলেও বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া যায় ।

তাহলে পাসপোর্ট কেন একটি দেশের নাগরিকদের নাগরিত্ব জোরালো দলিল । পাসপোর্ট চেক আপনাদের প্রশ্নের উত্তর আমি বলব, পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্র আমাদের দুটোই নাগরিত্ব জোরালো দলিল। 

আপনি যখন আপনার দেশ হতে অন্য একটি রাষ্ট্র যাবেন তখন আপনার জাতীয় পরিচয় পত্র কোন কাজে আসবে না। তখন আপনার প্রয়োজনীয় হবে আপনার পাসপোর্ট। কারণ, আপনার দেশ হতে অন্য একটি রাষ্ট্র যাবেন আপনার পাসপোর্টটি আপনাকে পরিচয় করিয়ে দিতে পারবে আপনি বাংলাদেশের নাগরিক । 

তাই আপনার নিজের দেশ থেকে অন্য একটি রাষ্ট্র ভ্রমণ করার উদ্দেশ্যে কিংবা চাকরি করার উদ্দেশ্যে বৈধভাবে যাওয়ার জন্য পাসপোর্ট এর কোন বিকল্প নাই । তবে এখানে, একটি কথা বলে রাখা ভালো যারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে শুধুমাত্র ইসরাইল রাষ্ট্র প্রবেশ করতে পারবে না । তাছাড়া পৃথিবীর সকল রাষ্ট্রের প্রবেশ করতে পারবে । 

তাই আপনি ভ্রমণের উদ্দেশ্যে কিংবা চাকরির উদ্দেশ্যে যদি বাহিরের রাষ্ট্রে যেতে চান সর্বপ্রথম পাসপোর্ট বানিয়ে নেবেন। 

পাসপোর্ট কত রকমের হয়ে থাকে 

বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট কত রকমের হয়েছে এ ব্যাপারে জানতে অনেকেই আগ্রহী বর্তমানে বাংলাদেশের তিন রকমের পাসপোর্ট রয়েছে এক এক ধরনের পাসপোর্ট এক এক কাজে ব্যবহার করা হয় আমরা সবাই জানি প্রতিটা দেশে একেক ধরনের পাসপোর্ট হয়ে থাকে তবে বাংলাদেশে এখন পর্যন্ত তিন রঙের পাসপোর্ট রয়েছে 

  1. সবুজ পাসপোর্ট 
  2. লাল পাসপোর্ট 
  3. নীল পাসপোর্ট 

 সবুজ পাসপোর্ট 

সবুজ পাসপোর্ট কে বলা হয় অডিনারি পাসপোর্ট এটা আমার কথা নয় সবুজ পাসপোর্ট  অর্ডিনারি পাসপোর্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মিস্টার সাইদ তিনি বলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক সাধারণত এই সবুজ পাসপোর্ট বাংলাদেশের সরকারি চাকরি এবং নাগরিকদের জন্য প্রযোজ্য
 সবুজ পাসপোর্ট এর মাধ্যমে ভিসা লাগিয়ে এক দেশ থেকে অন্য দেশে বৈধভাবে আসা যাওয়া করা যায়  

নীল পাসপোর্ট 

এক কথায় শেষ, নীল পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট যারা সরকারি চাকরিজীবী, সরকারি কাজে নিয়োজিত অবস্থায় দেশের বাইরে ভ্রমণ করতে চায় তখন এই পাসপোর্টটি অফিসিয়াল পাসপোর্ট হিসেবে ব্যবহার করা হয় এই পাসপোর্টটি আমজনতা করতে পারবে না কারণ এই পাসপোর্টটি করার জন্য একমাত্র সরকারি চাকরিজীবীরা করতে পারবে কারণ , এই পাসপোর্টটি করার জন্য সরকারি কার্যালয়ের অনুমোদন বা অর্ডার প্রয়োজন হবে,  নীল পাসপোর্ট এর সাধারণ বৈশিষ্ট্য হলো বিনা ভিসায় সাতাশটি দেশে ভ্রমণ করতে পারবে 

 লাল পাসপোর্ট 

লাল পাসপোর্ট সাধারণত আপনি আমি চাইলে তৈরি করতে বা লাল পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবো না কারণ, লাল পাসপোর্ট কে বলা হয় কূটনৈতিক পাসপোর্ট

আপনি এখন বলতে পারেন কূটনৈতিক পাসপোর্ট আবার কি ? লাল পাসপোর্ট সাধারণত রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যগণ সংসদ সদস্য এবং তাদের স্পাউস স্বামী-স্ত্রী এবং বিদেশে বাংলাদেশ মিশনে কর্মকর্তারা আরো কিছু কিছু বিশেষ বিশেষ লোকজন রয়েছে 

যারা লাল পাসপোর্ট এর জন্য এপ্লাই করতে পারে বা লাল পাসপোর্ট গুলো পেয়ে থাকে  তারা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার সময় কোন ভিসা প্রয়োজন হয় না কারণ তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন এ্যারাইভাল' ভিসা পান কূটনৈতিক সব দেশের পাসপোর্টগুলো লাল হয়ে থাকে 

নতুন নিয়মে পাসপোর্ট করার খরচ 


পাসপোর্ট করার জন্য আপনাকে কিছুটা খরচ বহন করতে হবে , পাসপোর্ট করতে হলে কত টাকা খরচ করতে হবে সেটা না হয় কিছুক্ষণ পরেই বললাম কারণ, পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে সেটা জানার চেয়ে কিভাবে পাসপোর্ট করবে সেটা জানা খুবই জরুরী পাসপোর্ট করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অতিবাহিত করতে হবে সেগুলো হলো 

  1. পাসপোর্ট তৈরি করার জন্য ফি জমা দেওয়া 
  2.  পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করা 
  3. পাসপোর্ট আবেদন ফরম পূরণ করা 
  4.  পাসপোর্ট এর প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করা 
  5.  পাসপোর্ট আবেদন ফরম 
  6. পাসপোর্ট অফিসে জমা দেওয়া 
  7.  পাসপোর্ট স্ট্যাটাস চেক করা 
  8.  পুলিশ ভেরিফিকেশন 
  9.  সর্বশেষে পাসপোর্ট সংগ্রহ করা 

বর্তমানে পাসপোর্ট করতে কত টাকা লাগে

বর্তমানে বাংলাদেশে ই-পাসপোর্ট করানো হচ্ছে, আপনি যদি পাসপোর্ট তৈরি করতে চান তাহলে পাসপোর্ট এর page অর্থাৎ পাসপোর্ট এর পৃষ্ঠা উপর নির্ভর করে থাকে পাসপোর্টের ফি নিচের পিকচারটি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কত পৃষ্ঠায় কত খরচে পাসপোর্ট তৈরি করা যায় 




বর্তমানে পাসপোর্ট করতে কত টাকা লাগে পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করা ধরে নিলাম, আপনি পাসপোর্ট বানানোর জন্য ফি জমা করেছেন, তারপর আপনাকে পাসপোর্ট তৈরি করার জন্য ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো নিচে দেওয়া হল এবং এই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই পাসপোর্ট বানানোর পূর্বে রেডি করে রাখতে হবে যেমন: 

  1. পাসপোর্ট তৈরি করার জন্য দুই কপি PICTURE
  2. ফর্ম প্রয়োজন হবে 
  3. বিশেষ দৃষ্টান্ত, সরকারি চাকরিজীবীদের পরিবারের ক্ষেত্রে তাদের সন্তানের বয়স 15 বছরের কম হলে তাদের জন্য একটি ফর্ম যথেষ্ট 
  4.  পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে (সাদা কপি) ন্যাশনাল আইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের ফটোকপি লাগবে তবে যাদের বয়স 18 বছরের নিচে তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের কপি লাগবে যদি 18 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই এনআইডি কার্ডের কপি লাগবে 
  5.  আপনি যদি কর্মজীবি হয়ে থাকেন তাহলে অবশ্যই পেশাগত সার্টিফিকেট এর কপি লাগবে সরকারের চাকরিজীবীর ক্ষেত্রে তাদের কর্মস্থল থেকে NOC জমা দিতে হবে 

 উপরোক্ত ডকুমেন্টগুলো রেডী হলে প্রথমে আপনাকে পাসপোর্ট এর ফরম পূরণ করতে হবে কিভাবে পাসপোর্ট ফরম পূরণ করবেন  

পাসপোর্ট চেক করার পদ্ধতি 

আমার জানা মতে বর্তমানে এখন পাসপোর্ট কিভাবে চেক করা যায় যেমন 

  1. এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করার পদ্ধতি। 
  2. পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার পদ্ধতি। 

এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করার পদ্ধতি।

এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এসএমএসের মাধ্যমে চেক করবেন আপনার পাসপোর্ট এর অবস্থান এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য আপনাকে নাম্বার প্রয়োজন হবে 

আপনি যখন সাধারণত পাসপোর্ট তৈরি করার জন্য আবেদন করেছিলেন তখন আপনাকে একটি নাম্বার দিয়েছিল এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নাম্বারে পরবর্তীতে আপনার পাসপোর্ট এর সক্রান্ত সকল তথ্য জানিয়ে দেওয়া হয় 

এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন তারপর লিখুন একটি Spcae দিবেন এবং লিখুন ENORLLMENT_ID এবং মেসেজ পাঁঠিয়ে দিন 6969 এই নাম্বারে। এক্সাম্পল: MRP 36010000XXXXXXX to 6969. রিটার্ন এসএমএসে আপনি পাসপোর্ট স্থিতির বিজ্ঞপ্তি পাবেন। 

 পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার পদ্ধতি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url