সুপার স্টার এলইডি লাইট দাম | Super Star Led Light price
সুপার স্টার এলইডি লাইট দাম | Super Star Led Light price
বর্তমানে বাংলাদেশে এলইডি লাইট এর অনেকগুলো কম্পানি রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এলইডি লাইট কম্পানির নাম হল সুপার স্টার। নামে ও যেমন কাজেও তেমন।
তাই আজকে আমি সিদ্বান্ত নিয়েছি, আপনাদের সাথে আজকে সুপার স্টার এলইডি লাইট দাম নিয়ে আলোচনা করব।
আপনি যদি বাসা,বাড়ী,দোকান কিংবা আপনার কোম্পানিতে এলইডি লাইট লাগাতে চান তাহলে আমি পরামর্শ হিসেবে সুপার স্টার এলইডি লাইট লাগানোর জন্য বলব।
বাজারে আরো অন্য সব কোম্পানি থেকে সুপার স্টার এলইডি লাইট আমার কাছে ভালো লেগেছি।এটি বিদ্যুত সাশ্রহী, কম মূল্য, এবং অনান্য লাইটের চেয়ে উজ্জলতা বেশি এবং টিকেও বেশি।
আপনি যদি আগ্র হয়ে থাকেন সুপার স্টার এলইডি লাইট ক্রয় করার জন্য তাহলে আজকের লিখাটি আপনার উপকারে আসবে।কারন, আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কয়েকটি বেষ্ট সুপার স্টার কোম্পানি লাইট নিয়ে যেটা আপনাদের কাজে লাগবে।
আপনি যদি লিখাটি সম্পূর্ন মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন, সুপার স্টার এলইডি লাইট দাম | Super Star Led Light price সম্পর্কে।
তাছারা আপনি দোকান থেকে কিনতে চাইলে আপনার ধারনা ও হয়ে যাবে কোন লাইটের দাম কত চলুন শুরু করা যাক।
কেন সুপারস্টার এলইডি লাইট ব্যবহার করবেন
আপনারা জানলে অবাক হবেন, অন্যান্য লাইট এর তুলনায় এলইডি লাইট গুলো প্রায় 90 শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়ে থাকে।
এখানে আমি বোঝাতে চেয়েছি পূর্বের আমল এর লাইট গুলো ব্যবহার করলে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসতো,এলইডি লাইট ব্যবহার করলে মাত্র ১০ ভাগ বিদ্যুৎ বিল আসে।
বাকি ৯০ ভাগ আপনার সেইভ। অন্যান্য লাইটের তুলনায় এলইডি লাইটের উজ্জ্বলতা বেশি হওয়ার কারণে, আমরা ম্যাক্সিমাম সুপারস্টার এলইডি লাইট ব্যবহার করতে চাই।
বর্তমানে এলইডি লাইটের জগতে সুপারস্টার কোম্পানি তাদের এলইডি লাইট এর বাজার এখন পর্যন্ত ধরে রেখেছে।
তাই আমাদের মধ্যে অনেকেই সুপারস্টার এলইডি লাইট দাম জানার জন্য গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে জানতে চাই। কিছু কিছু বহু প্রচলিত দীর্ঘমেয়াদী সুপারস্টার এলইডি লাইট দাম সম্পর্কে আমি আলোচনা করব।
সুপারস্টার এলইডি লাইট অথবা যেকোন এলইডি লাইট কিভাবে কাজ করে?
এলইডি লাইটের বিদ্যুৎ কম খরচ হওয়ার প্রধান কারণ হলো ফোটন, শতকরা ১০ ভাগ শক্তি ব্যবহার হওয়ার কারণে এলইডি লাইটের বিদ্যুৎ বিল কম আসে। এলইডি লাইটের আলোর উৎস হচ্ছে ফোটন।
ফোটনএর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হলে এলইডি লাইটের আলো উৎপন্ন হয়।পূর্বের লাইটগুলো বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পর ফিলামেন্ট উত্তপ্ত হওয়ার ফলে আলোর উৎপন্ন হত। এতে ফিলামেন্ট উত্তপ্ত হওয়ার কারণে প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন হয়।
যার করণে পর্বের লাইট গুলোতে বিদ্যুৎ খরচ বেশি আসে, বর্তমানে এলইডি লাইট গুলোতে যে পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আলো উৎপন্ন করে শতকরা ৯০ ভাগ আলো হিসেবে উজ্জ্বলতা প্রকাশ পায়। মাত্র ৫ থেকে ১০ ভাগ উত্তপ্ত হয়ে শক্তি খরচ হয়। যার কারণে এলইডি লাইটের বিদ্যুৎ বিল কম আসে
সুপারস্টার এলইডি লাইট কিংবা অন্যান্য কোম্পানির এলইডি লাইট কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এক নজরে দেখে নিন,
এখন বর্তমানে আমরা সবাই এলইডি লাইট সবচেয়ে বেশি ব্যবহার করছি একটা সময় ছিল এলইডি লাইট এর পূর্বে সবচেয়ে বেশি ইনক্যান্ডেসেন্ট বাল্ব/টিউবের লাইট গুলো বেশি চলত এখন লাইটের জগতে এলইডি লাইট আধিপত্য বিস্তার করেছে প্রথমে আসি ,
এলইডি লাইটের লুমেনস
আমরা সবাই লাইট কেনার সময় আলোর উজ্জ্বলতাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। উজ্জ্বলতার পাশাপাশি আমাদেরকে ওয়াট কথাও স্মরণ রাখতে হবে।
আলোর উজ্জ্বলতা জন্য ওয়াট এর চেয়ে গুরুত্বপূর্ণ হল লুমেনস। আপনি হয়তো খেয়াল করলে দেখতে পারবেন ৬০ ওয়াটের কিংবা ১৫ ওয়াটে ফ্লুরোসেন্ট অথবা সিএফএল যে পরিমাণে আলো পাওয়া যায়, সাধারণ একটি ৫ ওয়াট এর এলইডি লাইট সেইম আলো বা উজ্জলতা পাওয়া যায়।
এখানে ওয়াট এর কাজ হল এলার্জিক ক্ষয় করা। অপরদিকে লুমেনস এর কাজ হল আলোর উজ্জ্বলতা বাড়ানোর। মানে এলইডি লাইটে যত বেশি উপরে লুমেনস থাকবে আলোর উজ্জ্বলতা তত বেশি হবে।
আলোর কালো নির্বাচন
এলইডি লাইটের মধ্যে অনেকগুলো লাইট রয়েছে যেগুলোর কালার ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন কোনো কোনো এলইডি লাইটের উজ্জ্বলতার কালার doyashe আবারো অনেকগুলোর কালার নীল কিংবা সূর্যের রস্মির মত হয়ে থাকে তাই আপনি যদি সুপার স্টার এলইডি লাইটের দাম জেনে এলইডি লাইট ক্রয় করতে চান আপনার পছন্দ অনুযায়ী কালার নির্বাচন করে ব্যবহার করতে পারবেন
এলইডি লাইটের কোয়ালিটি নির্বাচন
বাজার হয়তোবা আমরা অনেকেই দেখি 300 টাকার এলইডি লাইট 100 টাকায় বিক্রি হচ্ছে এগুলো চাইনিজ হওয়া বা দামে সস্তা হওয়ার কারণে বেশিদিন টিকে না অথবা প্রথম প্রথম আলোর উজ্জ্বলতা ঠিক থাকলেও পরবর্তীতে ডেমেজ হয়ে যায় আপনি যদি এলইডি লাইট ব্যবহার করতে চান আমি পরামর্শক হিসেবে সুপারস্টার এলইডি লাইট ব্যবহার করতে পারব এটির দামে যেমন সস্তা বিদ্যুৎ সাশ্রয়ী ও তেমন তাছাড়া টেকসই
এলইডি লাইটের সাথে সুইচ নির্বাচনঃ
আপনি সবসময় চেষ্টা করবেন আপনার বাসা বাাড়ীতে আপডেট এলইডি লাইটের সাথে আপডেট সুইচগুলো ব্যাবহার করার জন্য। আপনি যদি এখনকার একটি এলইডি লাইটের সাথে এক যুগ আগের সুইচ ব্যাবহার করেন তাহলে এক ধরনের ভু-ভু শব্দ পেতে পারেন এবং দ্রত লাইট নষ্ট হতে পারে।তাই আপডেট লাইট এর সাথে আপডেট সুইচ ব্যাবহার করুন।
LED Ledlux Slim 07 Watt Daylight
প্রথমে আসি, LED Ledlux Slim 07 Watt Daylight সুপার স্টার এলইডি লাইট দাম নিয়ে।এই সুপার স্টার এলইডি লাইট আপনি দোকান থে ক্রয় করতে গেলে ১৮০-২০০ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন।যে কোনো এলইডি লাইটের দোকানে পেয়ে জাবেন।
এই লাইটে আপনারা পেয়ে যাবেন,
ওয়াট: 07 রঙ: দিনের আলো লুমেন: 810 কার্যকারিতা: 90 রশ্মি কোণ: 270° PF: 0.9 CRI: >80 জীবনকাল: 20,000 H ক্যাপ: B22 পিন। চোখ বন্ধুত্বপূর্ণ ইকো। ফ্রেন্ডলি শক্তি সঞ্চয়। তাত্ক্ষণিক শুরু স্থিতিশীল আউটপুট। আশেপাশের দীর্ঘ স্থায়িত্ব ইনস্টল করুন এবং ব্যবহার করুন। জেনারেটর প্রস্তুত বিষাক্ত মুক্ত ওয়াইড ভোল্টেজ ফ্রিকোয়েন্সি: 50/60 Hz ভোল্টেজ: 220~240VV
Super Star Saucer LED 20 watt B-22 (pin) - Super Star Led Light bd price.
এই লাইটে আপনারা পেয়ে যাবেন,
ব্র্যান্ড :সুপার স্টার
ছোট বিবরণ:
কার্যকারিতা: 95 (lm/W) লুমেন: 1900 রশ্মি কোণ: 180° পাওয়ার ফ্যাক্টর: ≥0.50 ভোল্টেজ পরিসীমা: 85~265V জীবনকাল: 25000 ঘন্টা ওয়্যারেন্টি: 18 তম মাস
Super Star LED Ledlux Slim 18 Watt Daylight B-22- Super Star Led Light price
yRut Prime LED Emergency bulb W111-সুপার স্টার এলইডি লাইট দাম
এই লাইটির ফিচারগুলো দেখতে চাইলে এক নজরে আবার ও দেখতে পারেন।
Rut Model Name. Prime LED Emergency bulb W111 Emergency Light.Charging Time 2 hrs. Auto Start. Wall Mountable Other Convenience Features Battery Capacity 1200 mAh Power. Consumption 10 W Power. Requirements 120-300V. Details 10W RECHARGBLE INVERTER. BULB FOR EMERGENCY USE. LIGHTGONE BULB ON.