বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট গুলো


বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট

আগে একটা সময় ছিল, অনেকে ব্লগ জিনিসটা কি? জানতো না। কিন্তু বর্তমানে অনেকে চায় ব্লগ  লিখে অনলাইনে আয় করতে। আবার একটা সময় ছিল ইংলিশ এবং হিন্দি ভাষায় বেশি ব্লগ খোলা হতো। 

তাই সেই ধারণায়, এখনো অনেকে ভাবছে শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি ব্লগ এর প্রাধান্য বেশি হয়ে থাকে। তাহলে বাংলাদেশী ব্লগ সাইট গুলো ভালো হলে আর কেমন ভালো হবে। 


আমি বলব আপনার ধারণা সম্পূর্ণ ভাবে ভুল কারণ, বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট গুলোতে বাংলা ভাষায় পর্যাপ্ত পরিমাণে কনটেন্ট রয়েছে। 

সে কনটেন্টগুলো পড়ে আপনার নলেজের চাহিদা পূরণ করতে পারবেন। আজ থেকে ১০ বছর পূর্বে বাংলা কনটেন্ট এর দাম ছিল না বা বাংলা ব্লগ সাইট কম ছিল। 


বর্তমানে প্রযুক্তি এবং গুগোল এতটাই আপডেট যে, বাংলা ব্লগ সাইট গুলোতে এখন এডসেন্স এপ্রুভ করিয়ে অনেকে এডসেন্স থেকে অনলাইনে আয় করছে। 


বাংলা ব্লগ সাইট গুলোতে আপনার ইচ্ছামত কনটেন্ট বাংলায় পড়তে পারবেন বা কোন বিষয়ের উপর জানতে চাইলে বাংলায় লিখে সার্চ করে আপনার প্রয়োজনে ইনফরমেশন গেদার করতে পারবেন। 


যাই হোক আর বেশি বকবক করব না, এখন দেখাব কিছু বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট গুলোর নাম।

'আরও পড়ুন' এবং নিচে ক্লিক করুন 

 

ব্লগ সাইট বানিয়ে প্রতিমাসে অনলাইনে ইনকাম করুন ১০০০ ডলার


Techtunes.com 

বর্তমানে বাংলাদেশে বাংলা কনটেন্টের একটি ব্লগ সাইট হল Techtunes.com 

এ ব্লগসাইটটি বাংলাদেশী মানুষের কাছে একটি জনপ্রিয় ব্লগ সাইট। এ ব্লগ সাইটটিতে বড় সুবিধা হল আপনি চাইলে এখানে লেখালেখি করতে পারবেন, তার জন্য আপনাকে প্রথমে একাউন্ট রেজিস্ট্রেশন করে আপনার কনটেন্ট পাবলিশ করতে পারবেন। 

এই ব্লগ সাইটে যে কোন বিষয়ের উপর তথ্য পেয়ে যাবেন। এ ব্লগ সাইটে জনপ্রিয় ক্যাটাগরি গুলো হলঃ অনলাইনে ইনকাম, অ্যান্ড্রয়েড অ্যাপস, ব্লগিং, ইন্টার্নেট টেকনোলজি ইত্যাদি।

Techtunes.com.bd 

এ ব্লগ সাইট ও বাংলাদেশি ব্লগ সাইড, এই ব্লগ সাইটটি সাধারণ মানুষ এবং কনটেন্ট ক্রিয়েটর এর কাছে খুব বেশি জনপ্রিয়। 

কারণ এখানে যে কেউ তার কনটেন্ট লিখে সাবমিট করে আর্টিকেল পাবলিশ করতে পারে। এ ব্লগ সাইটটিতে বেশিরভাগ ব্লগিং, টেক, অ্যান্ড্রয়েড অ্যাপস, ইন্টারনেট, অনলাইন ইনকাম, মোবাইল গ্রাফিক্স ডিজাইন এর উপর বাংলা ব্লগ কনটেন্ট ক্রিয়েটর কনটেন্ট পাবলিশ করে থাকে।

বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট


Tunerpage.com 

সত্যি কথা বলতে কি, বর্তমানে বাংলাদেশের ব্লগ সাইট গুলোর মাধ্যমে প্রত্যেকটা কন্টেন্ট এতটাই ইউনিক যা পড়লে পর্যাপ্ত নলেজ পাওয়া যায়।

তেমনি প্রযুক্তি টিপস এবং টিউটোরিয়াল এর একটি জনপ্রিয় ব্লগ সাইট হলTunerpage.com 

এখানে বিভিন্ন প্রযুক্তি এবং টিপস এন্ড টিউটোরিয়াল এর বেশি পোস্ট করা হয়। তাই যারা প্রযুক্তিপ্রেমী তাদের কাছে এই বাংলাদেশের  ব্লগ সাইটটি প্রিয় হয়ে দাঁড়িয়েছে। 

আপনি যদি চান এ ব্লগ সাইট টি ভিজিট করতে, তাহলে ফ্রিতে ভিজিট করতে পারবেন। যদি চান এখানে কনটেন্ট পাবলিশ করতে, তাহলে বিনামূল্যে করতে পারবেন। 

তবে তার জন্য আপনাকে Tunerpage.com সাইটে রেজিষ্ট্রেশন করে আর্টিকেল পাবলিশ করতে পারবেন। এখানে বিজ্ঞান, ফ্রিল্যান্সিং, টিউটোরিয়াল, প্রযুক্তি বিষয়ে বেশিরভাগ আর্টিকেল পোস্ট করা হয়।

Hoicoibangla.com 

কথায় আছে কষ্ট করলে কেষ্ট মিলে, জগতে সব কিছু কষ্টের বিনিময়ে সফলতা অর্জন করা যায়। তেমনি কষ্টের বিনিময়ে অল্পসময়ের সফলতার মুখ দেখেছে Hoicoibangla.com 

বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট গুলোর মধ্যে এই ব্লগ সাইটটি অন্যতম। শুরুর মাঝামাঝি থেকে এই ব্লগ সাইটটিতে প্রচুর পরিমানে ভিজিটর আসা শুরু করে। 

এর কারণ হলো এই ব্লগ সাইটের ডিজাইন, স্টাইল, কনটেন্টগুলো এতটাই পরিষ্কার যে, কেউ এই সাইটটি নিমিষে পছন্দ করবে। 

সবচেয়ে বড় ব্যাপার হলো এই ব্লগ সাইটে আর্টিকেল পড়ার সময় আপনার বুঝার কোনো সমস্যা হবে না, খুব সহজে বুঝে যাবেন। 

এ সাইটটি বাংলা বেশিরভাগ লাইফ, টেক, ব্লগিং, ইন্টারনেট, ডিজাইন, অনলাইন আয়, মোবাইল এর উপর বেশি আর্টিকেল লিখে থাকে।

বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট গুলো


Banglatech.info 

বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট গুলোর মধ্যে Banglatech.info একটি। 

এই ব্লগ সাইটটির ২০০৮ সালে ইন্টারনেটে যাত্রা শুরু করে। ২০০৮ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এ সাইটটির জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। 

এ ব্লগ সাইটটিতে 'রাহুল দাস' তার কনটেন্ট এখানে পোস্ট করে থাকে।

এ ব্লগ সাইটটিতে অনলাইন ইনকাম, ব্লগিং টিউটোরিয়াল এবং টেকনোলজির উপর পোস্ট করা হয়। এই ব্লগে কনটেন্ট গুলো খুব সহজ ও সরল হওয়ার কারণে ভিজিটররা তাদের প্রয়োজন ইনফর্মেশন খুব সহজে পেয়ে যায় বা বুঝে যায়।

Wirebd.com 

বিশেষ করে এই বাংলা ব্লগ সাইটটিতে ব্লগের ডিজাইন, লোডিং স্পীড এবং কনটেন্টের উপর ভিত্তি করে এই ব্লগ সাইটটি অনেকের কাছে প্রিয় হয়ে উঠেছ।

এ ব্লগ সাইটের বেশিরভাগ আর্টিকেল তাহমিদ বোরহান ভাই, লিখে পাবলিশ করে থাকে।

Pcbuilderbd.com 

যারা এই ব্লগ সাইটটির নাম শুনিনি অবশ্যই তারা এখন নাম শুনে বুঝতে পেরেছেন সাইটটি কোন কনটেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

অনলাইনে আয় করার জন্য নিচে ক্লিক করে আর্টিকেলগুলো পড়তে পারেন

  1. অনলাইনে আয় করার নিশ্চিত উপায়
  2. বিটকয়েন কিভাবে খরচ এবং উপার্জন করবেন
  3. সিপিএ মার্কেটিং করে প্রতিমাসে অনলাইনে, আয় করুন ১০০০ ডলার
  4. ব্লগ সাইট বানিয়ে প্রতিমাসে অনলাইনে ইনকাম করুন ১০০০ ডলার
  5. নেটওয়ার্ক মার্কেটিং কি? কত টাকা ইনকাম করা যায়।
  6. ফ্রিল্যান্সিং কি ? কিভাবে ফ্রিল্যান্সিং করব A-Z গাইডলাইন
  7. SEO কি ? SEO কেন গুরুত্বপূর্ণ ?
  8. গুগল এডসেন্স কি ? গুগল এডসেন্স থেকে টাকা আয় A TO Z

Pcbuilderbd.com তে কম্পিউটার পিসি গেমিং, পিসি বিল্ডিং এর সাথে জড়িত সব আর্টিকেল এখানে পেয়ে যাবেন। আমরা উপরে অনেকগুলো ব্লগ সাইটের সাথে পরিচিত হয়েছি, সেখানে কিছু ব্লগ সাইট এ কম্পিউটার রিলেটেড পোস্ট রয়েছে। 

কিন্তু কম্পিউটার রিলেটেড কিছু ব্লগ সাইটে পোষ্ট রয়েছে। 

কিন্তু Pcbuilderbd.com তে কম্পিউটার রিলেটেড যাবতীয় সব কনটেন্টের পোস্ট পেয়ে যাবেন। চাইলে এই সাইটটি ভিজিট করে আসতে পারেন। 

এ ব্লগ সাইটের কনটেন্ট রাইটার এর নাম গুলো হলো সিফাত রাব্বি, ফয়সাল, ফাহাদ হোসেন।

Techshohor.com 

এটি একটি বাংলা ব্লগ সাইট এবং প্রযুক্তি বিষয়ক একটি ব্লগ সাই। এই ব্লগ সাইটটিতে অন্যান্য বিষয়ের উপর কন্টাক্ট পেয়ে যাবেন। তবে বিশেষ করে প্রযুক্তি রিলেটেড কনটেন্ট এখানে বেশি পাবেন। এ ব্লগ সাইট টিতে প্রডাক্ট রিভিউ, গেমস, সফটওয়্যার এবং খবরের বিষয়ে আর্টিকেল রাইটিং করা হয়।


Prothomalo.com 

বর্তমানে বাংলাদেশের যতগুলো ব্লগ বা ওয়েবসাইট রয়েছে তার মধ্যে প্রথম আলো বেস্ট। 

এবং সবচেয়ে সেরা ও জনপ্রিয় ওয়েবসাইটির নাম শুনে নাই এইরকম লোক কমই আছে। 

এ সাইটে প্রত্যেকদিন লক্ষ লক্ষ ভিজিটর আসে আর্টিকেল পড়ার জন্য। এ সাইটটি একটি নিউজ রিলেটেড হওয়ার কারণে বাংলা নিউজ বেশি পাবলিশ করা হয়।

Kalerkantho.com 

এ সাইটটি ও বাংলা নিউজের জন্য বাংলাদেশের জনপ্রিয়। তবে এই সাইটটিতে দেশ বিদেশের খবর এখানে পেয়ে যাবেন। এ সাইটটি অনেক আগে থেকে ইন্টারনেটে থাকার কারণে ইউজার reach প্রচুর। 

এখানে অনলাইনে খবর বা আর্টিকেল পড়ার উদ্দেশ্যে লক্ষ লক্ষ ভিজিটর আসে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url