ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম কানুন

ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম কানুন 

আমাদের প্রত্যেকেরেই একটি বা  তারচেয়ে বেশি ফেসবুক আইডি আছে। তারমধ্যে আপনার পার্সোনাল ফেসবুক আইডিটি সবসময় আপনি চান পার্সনালভাবে ব্যাবহার করার জন্য আবার অনেকে আছে  আইডি হ্যাক হওয়া দুশ্চিন্তায় ভুগে থাকে। 

তাই আপনার আইডিটি সিকিউর রাখার জন্য এবং সবার কাছে আইডিটি গ্রহনযোগ্য পাওয়ার জন্য ফেসবুক আইডি ভেরিফাই করা খুবই গুরুত্বপূর্ন।

ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম


ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম

বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যম হয়ে দাড়িয়েছে ফেসবুক। অবশ্যই আমাদের সবার ফেসবুক আইডিও রয়েছে। ফেসবুকের মাধ্যমে আমরা অনেকেই প্রতিদিন প্রায় ২-৩ ঘন্টা সময় ব্যায় করে থাকি বন্ধুদের সাথে যোগাযোগ চ্যাট করা আবার অনেকেই ফেসবুককে কাজে লাগিয়ে ফেসবুক থেকে অর্থ উপার্জন করছে,

এটা শুনে হয়তবা অনেকে অবাক হয়ে গেছে, আবার অনেকেই ভাবছে ২০২১ সালে কিভাবে ফেসবুক থেকে আয় করা যায়, ও যাই হোক না কেন ! আমরা কোনো না কোনো ভাবে ফেসবুককে ইউস করে থাকি। আর যারা ফেসবুক ইউস করে থাকে তাদের কাছে ফেসবুক আইডি ভেরিফাই  একটি কমন বিষয়।

অনেকে আছে ফেসবুক আইডি ভেরিফাই করতে চায় কিন্তু সহজ নিয়মে কিভাবে ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম জানে না, বা ফেসবুক আইডি ভেরিফাই কেন করা হয় কিভাবে করা হয় সেটা জানে না। সমস্যা নাই আজকে আর্টিকেলটির মাধ্যে ফেসবুক আইডি ভেরিফাই কেন করবেন? কিভাবে করবেন? কি কি সুবিধা আছে সব কিছু বিস্তারিত জানতে পারবেন।

ফেসবুক আইডি ভেরিফাই করা কেন প্রয়োজন?

প্রথমত বলি আপনি জানেন বা না জানেন আপনার একটি ফেসবুক আইডি থাকলে অবশ্যই ভেরিফাই করে নিবেন। বর্তমানে ফেসবুক ব্যাবহার করে ক্রিমিনালরা  ক্রাইম করে থাকে তাছারা বিভিন্ন ব্যাক্তি ফেসবুকে একের অধিক ফেসবুক আইডি খুলে থাকে। তাতে ফেসবুক বা আমাদের মত মানুষের বুঝতে কষ্ট হয় আইডিটি জেনইন কি না। তাই আপনি যদি আপনার জেনইন ফেসবুক আইডিটি ভেরিফাই করে নেন তাহলে ফেসবুক বুঝতে পারবে আপনার আইডিটি জেনইন।

 অপরদিক,  আপনি যদি আপনার ফেসবুক আইডিটি ভেরিফাই না করেন তাহলে আপনার আইডিটি যে কোনো মুহুর্তে ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একবার যদি আপনার ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে যায় তাহলে ডিজেবল ফেসবুক আইডি ফিরে পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। তখন আপনি চেষ্টা করবেন ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় খুজতে থাকবে। যদি সফল না হন তখন একটু ভুলের জন্য আফসোস হবে, যাই হোক আপনাকে আপনার ফেসবুক আইডি ভেরিফাই করে নিতে হবে।

ফেসবুক আইডি ভেরিফাই করার সুবিধাগুলো

১) ফেসবুক আইডি ভেরিফাই করার সুবিধা বলতে,আপনার ফেসবুক আইডিটি আপনার ভোটার আইটি কার্ড দিয়ে ভেরিফাই করাকে বুঝানো হয়েছে। ঠিক আছে ফেসবুক আইডি ভেরিফাই করবেন, কিন্তু কেন কি কি সুবিধা আছে? 

ধরুন, আপনার একটি টিম আছে যেখানে আপনারা অনলাইনে অফলাইনে সবার সাথে যোগাযোগ আছে। আপনার টিমের সব লোকজনের সাথে আপনি ফেসবুকে এড আছেন। আবার ও ধরুন, আপনার টিমের সাথে কোন এক পর্যায়ে ঝগড়া হলো। 

সবাই সিদ্বান্ত নিল, আপনার আইডিতে সবাই রিপোর্ট মেরে আপনার আইডিটি নষ্ট করে দিবে। এখানে আমি বোঝাতে চেয়েছি যে কোনো কারনে আপনার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেলে, সেই ডিজেবল ফেসবুক আইডি ফিরিয়ে আনার জন্য ফেসবুক আইডি ভেরিফাই করা প্রয়োজন। 

আপনার ফেসবুক আইডি যদি ভেরিফাই থাকে তাহলে আপনার ভেরিফাই আইডি যদি কোন কারনে ডিজেবল হয়ে যায় তাহলে সেই ডিজেবল আইডি আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন,  না বুঝলে নিচে কমেন্ট করে জানাবেন।


ফেসবুক আইডি ভেরিফাই করতে কি কি প্রয়োজন হয়?

বাংলাদেশ থেকে ফেসবুক আইডি ভেরিফাই করতে হলে,এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স,অথবা পাসপোর্ট  আপলোড করতে হবে। 



মনে রাখবেন,

আপনার যেই আইডিটি ভেরিফাই করছেন সেই ফেসবুক আইডির মধ্যে যে নাম দেওয়া আছে 

এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স,অথবা পাসপোর্ট  যেটা দিয়ে আইডি ভেরিফাই করবেন

সেটার মধ্যেও সেইম নাম,বয়সও ঠিকানা থাকা বাধ্যতামূলক। তা না হলে অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না


কিভাবে ফেসবুক আইডি ভেরিফাই করবেন? 

অনেক বকবক করলাম এখন দেখাব কিভাবে ফেসবুক আইডি ভেরিফাই করব,

ফেসবুক যেহেতু মেক্সিমাম লোকজন ফোনের মাধ্যমে ফেসবুক ইউস করে থাকে সেহেতু আমি দেখাব মোবাইল দিয়ে কিভাবে আইডি ভেরিফাই করা যায়? এখন আপনি আপনার মোবাইলের ফেসবুক এপস এ চলে যাবেন।  যদি ফেসবুক আইডিটি লগ ইন না থাকে তাহলে লগ ইন করে দিবেন।

তারপর, ফেসবুক এপসটির উপরের ডান দিকে তিনটি লাইন রয়েছে, লাইন তিনটিতে ক্লিক করুন,  তাহলে ফেসবুকের মেনু অপশন গুলো চলে আসবে না বুঝলে নিচের ছবিটি খেয়াল করুন।


সহজ নিয়মে ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম


মেনুর  অপশনগুলো আসার পর, নিচে খেয়াল করলে দেখতে পারবেন  Settings & Privacy অপশন দেখতে পাবেন Settings & Privacy ওপর ক্লিক করে সেটি ওপেন করুন।

এবং আবার ও Settings সেকশনটি ওপেন করুন।

না বুঝলে আবার ও নিচের ছবিটি খেয়াল করুন,





সেটিং অপশনটিতে ক্লিক করলে  আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে   (Account Settings) একটি সেকশন দেখতে পাবেন।

সেখানে Personal Information) অপশন টি দেখতে পাচ্ছেন, সেটিতে ক্লিক করুন,  




Personal Information এই অপশনির মাধ্যমে 

 আপন নাম,কন্টাক্ট ইনফো,আইডেন্টিটি কনফার্মেশন ও একাউন্ট ডিক্টিভেশনর  তথ্যগুলি ম্যানেজ করতে পারবেন।

আবার ও নিচের ছবিটি খেয়াল করুন,



Personal information অপশনটিতে ক্লিক করলে নতুন করে অনেক গুলো অপশন আবার পাবেন এবং এই অপশনগুলো ব্যাবহার করে ফেসবুক আইডিটি ভেরিফাই করে নিতে পারবেন। 

**** এখন আমাদের ফেসবুক আইডিটি ভেরিফাই করার জন্য identity confirmation অপশনটিতে ক্লিক করে  confirm your identity করে নিবেন।



countery choose– ফেসবুক আইডি ভেরিফাই করার জন্য ফেসবুক জানতে চাইবে, আপনার দেশ কোনটি, সেটি জানার জন্য আপনার countery চয়েস করতে হবে ।

আমি বাংলাদেশের নাগরিক,তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করেছি।




আমি আবার ও বলছি আপনি এখানে আপনি আপনার দেশটি সিলেক্ট করে নিচে Select এ ক্লিক করুন। তার জন্য এখন থেকে খুজে Bangladesh সিলেক্ট করব। তারপরনিচের ছবিটির  মত দেখতে পাবেন।



এখন Next এ ক্লিক করুন।  বলে রাখি আপনার ফোনে Two-factor authentication চালু না থাকে সেটা চালু করতে হবে। আর চালু থাকলে তো নিচের মত অপশন আসবে না।


এখান থেকে text message অপশনটি সিলেক্ট করে নিবেন তারপর continue লিখাটিতে ক্লিক করবেন।
তাহলে আপনার মোবাইল নাম্বারটি চাইবে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, এখন ঐ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটি বসিয়ে দিবেন তাহলে নিচের ছবিটি খেয়াল করুন যেখানে দুটি অপশন দেওয়া আছে এখান থেকে,


upload your id অপশনটিতে ক্লিক করে next ক্লিক করুন।

উপরে খেয়াল করুন, তিনটি অপশন আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি অপশন ব্যাবহার করে ফেসবুক আইডি ভেরিফাই  করতে পারবেন।

আপনি যদি চান ফেসবুক পেইজ ভেরিফাই  করতে ও পারবেন সেটা আরও সহজ। মূল কথায় আছি,

এখানে কথা হল আপনার কাছে উপরের  যে ডকুমেন্টটি আছে সেটা দিয়ে আপনার ফেসবুক আইডিটি ভেরিফাই করতে হবে। তাই উপরের যে ডকুমেন্ট টি আছে সেই অপশনে ক্লিক করুন তারপর next ক্লিক করুন। তারপর ডকুমেন্টটি যেন স্পষ্টভাবে বোঝা যায় সেই ভাবে scan করে নিন।


scan কমপ্লিট হয়ে গেলে নিচে   submit নামে অপশন দেখতে পারবেন এখান থেকে submit অপশনটিতে ক্লিক করে submit করে দিবেন। submit completed হলে একটু ওয়েট করবেন তাহলে finish লিখাটি চলে আসবে। ফিনিশ মানে কি আশা করি আর বেঝাতে হবে না। 
শেষ হয়ে  গেল সহজ নিয়মে ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম।

এখানে একটি সমস্যা থেকে যায় সেটা হল ফেসবুক সাথে সাথে আপনার আইডিটি ভেরিফাই করবে না।
তারজন্য ফেসবুক আপনার আইডিটি ৪৮ ঘন্টার মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে আইডিটি ভেরিফাই করে দিবে।



আপনার ফেসবুক আইডিটি ভেরিফাই হলে দেখবেন উপরের চিএটির মত Personal ID or Notarized Documents এর পশে green টিক দেখতে পাবেন।এছাড়া ফেসবুক থেকে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url